টুকরো খবর
আবির মাখানোকে কেন্দ্র করে সংঘর্ষ
হরিনাম সংকীর্তনের আসরে আবির মাখানোকে কেন্দ্র করে সিপিএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হল জামুড়িয়ার মণ্ডলপুর গ্রামে। অভিযোগ, সিপিএম সমর্থক অলক বাউরি ও হেমন্ত বাউরিকে মারধর করেছে তৃণমূলের লোকজন। তপন বাউরি ও ডাবলু বাউরি নামে দু’জনের বাড়ি এবং রাজু বাউড়ি নামে একজনের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সিপিএমের জামুড়িয়ার অজয় জোনাল সম্পাদক মনোজ দত্ত জানান, বৃহস্পতিবার বেনালি গ্রামে একটি স্কুলের অভিভাবক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেই ঘটনার জেরে ফের শুক্রবার মণ্ডলপাড়া গ্রামে উত্তেজনা ছড়ায়। হরিনাম কীর্তনের শেষে তাঁদের এক কর্মীকে উদ্যোক্তারা জোর করে আবির মাখাতে গেলে তিনি বাধা দেন। তা নিয়ে সাময়িক ঝামেলা হয়। তখনকার মতো তা মিটেও যায়। তাঁর দাবি, এর কিছুক্ষণ পরে বাইরে থেকে তৃণমূলের কর্মী-সমর্থকরা ওই গ্রামে এসে বেছে বেছে সিপিএম কর্মীদের বাড়িতে চড়াও হয়। দলের পক্ষে জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি। যদিও তৃণমূলের স্থানীয় নেতা অঞ্জন সরকার বলেন, “কীতর্নকে কেন্দ্র করে ঝামেলা হয়েছিল। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।”
বাসিন্দারা জানান, শুক্রবারই কীর্তনের শেষ দিন ছিল। বিকেলে কীর্তন শেষে আবির মাখানোকে কেন্দ্র করে উত্তেজনা হয়। তাঁদের দাবি, এর পরে উদ্যোক্তাদের একাংশ গ্রামে হামলা চালায়। সবাই আতঙ্কিত হয়ে ঘরে ঢুকে পড়ে। পুলিশ এসে র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত চলছে।

রাস্তা তৈরির কাজে ফের বাধা দুর্গাপুরে
দুর্গাপুরের শোভাপুরে নির্মীয়মাণ আইকিউ সিটির সংযোগকারী রাস্তা নির্মাণের কাজে শুক্রবার ফের বাধা দেন স্থানীয় চাষিরা। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বৃহস্পতিবারও তাঁরা কাজ বন্ধ করে দিয়েছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আইকিউ সিটির সঙ্গে ডিএসপি টাউনশিপের সরাসরি যোগাযোগ গড়ে তুলতে দেড়শো ফুট চওড়া একটি ৭ কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। জমির কিছু অংশ এডিডিএ’র। বাকিটা ডিএসপি-র। দু’পক্ষ থেকেই প্রয়োজনীয় অনুমোদন এসে গিয়েছে। কিন্তু চাষিদের দাবি, যে এলাকার উপর দিয়ে রাস্তাটি যাওয়ার কথা, সেই জমিতে চাষবাস করেন তাঁরা। বিকল্প জমি না পেলে তাঁরা রাস্তা নির্মাণ করতে দিতে রাজি নন। বৃহস্পতিবার কাজ শুরু হতেই তাঁরা নির্মাণকারীদের কাজে বাধা দিয়েছিলেন। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাঁদের হঠিয়ে দেয়। শুক্রবারও ঠিক একই ঘটনা ঘটে।

শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ স্কুলে
ভুয়ো স্বাক্ষর করে দশ ছাত্র-ছাত্রীর মাসিক অনুদান তুলে নিয়েছেন শিক্ষিকারা, এই অভিযোগে চার শিক্ষিকাকে বিদ্যালয় কার্যালয়ে সাড়ে তিন ঘণ্টা আটকে রেখে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একাংশ। ঘটনাটি ঘটেছে অন্ডালের সিঁদুলি বিদ্যাসাগর শিশুশিক্ষা কেন্দ্রে। তৃণমূলের আঞ্চলিক কমিটির সম্পাদক শ্যামল অধিকারির অভিযোগ, এই কেন্দ্রের শিক্ষিকা কাজল বাউড়ির ছেলে পড়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে। অথচ তাঁর স্বামী এই কেন্দ্র থেকে ছেলের নাম করে অনুদান তুলে নিয়েছেন টিপ সই দিয়ে। আরও ৯ পড়ুয়া আছে যাদের নামে জাল সই করে টাকা তুলে নেওয়া হয়েছে। এ দিন দুপুর আড়াইটা নাগাদ অন্ডালের বিডিও, ব্লকের এক শিক্ষা অধিকর্তাকে বিদ্যালয়ে পাঠান। তাঁর তদন্তের আশ্বাসে বিক্ষোভ ওঠে। দুর্গাপুরের মহকুমাশাসক আয়েষারানি এ জানান, তদন্তের রিপোর্ট দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

স্কুলে জয়ী তৃণমূল
কাঁকসার সিলামপুর উচ্চ বিদ্যালয়ে পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। শুক্রবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ৬টি আসনে শুধু তৃণমূল প্রার্থীরাই মনোনয়ন দাখিল করেন। সিপিএমের অভিযোগ, আতঙ্কের পরিবেশ তৈরি করে তাদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। তৃণমূল তা অস্বীকার করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.