আজকের শিরোনাম |
ভূমিকম্প, সুমাত্রায় সুনামি |
দ্বিতীয় দফায় সুনামির ঢেউ আছড়ে পড়ল সুমাত্রায়। তীব্রতা ৮.২। শহর কলকাতায় কয়েক সেকেন্ড ভূমিকম্প অনুভূত হল দুপুর ২:১১ নাগাদ। কলকতা-সহ রাজ্য জুড়ে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ৮.৯। উত্স উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে ভূগর্ভের ৩৩ কিলেমিটার গভীরে। ভারতে কম্পনের তীব্রতা ৮.৫। সুনামির সর্তকতা জারি হয়েছে ২৭টি দেশে। তবে এ রাজ্যে সুনামির আশঙ্কা নেই। দিল্লি ও গুয়াহাটিতেও কম্পন অনুভূত হয়েছে।
কলকাতার পার্ক স্ট্রিটের এক বহুতলে ও এ পি জে হাউসে ফাটল দেখা দিয়েছে। খালি করা হয়েছে সল্টলেক সেক্টর ফাইভের এক বহুতল। দুর্ঘটনা এড়ানোর জন্য কিছুক্ষনের জন্য বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। বন্ধ ফুকেত বিমান বন্দর। তীব্রতা নিরিখে এই ভূমিকম্প অষ্টম। ইন্দোনেশিয়ায় সুনামির সম্ভাবনা নেই জানালেন সেই দেশের প্রেসিডেন্ট।
মৌসম ভবনের সর্তকতা অনুযায়ী
• ৩:৪৬ সুনামির সম্ভাবনা।
• ৫:৫৫ নাগাদ জলছ্বাসের সম্ভাবনা।
• সুন্দরবনের জলস্তর এক মিটার বাড়ার সম্ভাবনা।
• লিটিল আন্দামানে সুনামির সম্ভাবনা প্রবল।
কলকাতায় দ্বিতীয় দফায় আরও একবার কম্পন অনুভূত হল বিকেল ৪: ২০ নাগাদ। |
মারা গেল ছোট্ট আফরিন |
ছেলের পরিবর্তে মেয়ে হয়ে জন্মানোর অপরাধে বাবার রোষে পড়েছিল তিন মাসের শিশুকন্যা আফরিন। সারা গায়ে সিগারেটের ছ্যাঁকা ও মস্তিষ্কে আঘাত নিয়ে কিছু দিন আগে বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি হয়েছিল সে। অবশেষে আজ বেলা এগারোটা দশ মিনিটে জীবন-যুদ্ধে হার মানল ছোট্ট শিশুটি। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল বলে জানা যায়। এই ঘটনায় বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ এনে তাকে গ্রেফতার করে পুলিশ।
|
ভেজাল কেরোসিন উদ্ধার |
ভেজাল কেরসিন উদ্ধার করল ওয়াটগঞ্জ থানার পুলিশ। প্রায় ঊনিশ হাজার লিটার কেরোসিন পাওয়া যায় যার আনুমানিক মূল্য আঠাশ লক্ষ টাকা। এই ঘটনায় প্রতীক কানোরিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাকে আজ আলিপুর আদালতে তোলা হবে।
|
বারাসতে খুন তিন জন |
গত কাল গভীর রাতে বারাসতের খামাড় পাড়ার ন’ পাড়ার একটি বাড়িতে ঢুকে তিন জনকে কুপিয়ে, গুলি করে খুন করে দুষ্কৃতিরা। তারা এলাকার তৃণমূল সমর্থক বলে জানা যায়। মৃতদের নাম বিনয় বিশ্বাস(৪০), তাপসী বিশ্বাস(৬০) ও অমৃত বিশ্বাস(৭০)। বিনয় বিশ্বাসের স্ত্রী শিউলি বিশ্বাসের হাতে গুলি লাগে, তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমির দালালি ও টাকার ভাগ নিয়ে গণ্ডগোলের কারণে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। যদিও এই কারণটিকে অস্কীকার করে তৃণমূল। আহত শিউলি বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই ঘটনায় অভিযুক্ত গৌতম ঢালি, সুজিত ঢালি-সহ গাইঘাটার কুখ্যাত দুষ্কৃতি প্রভাস ঢালি। দুষ্কৃতিদের এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতেও শুরু করেছে। ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন তৃণমূল বিধায়ক কাকলি ঘোষদোস্তিদার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
|
বাজারে মাছের বিপর্যয় |
কথায় বলে ‘মাছ ভাতে বাঙালী’ অথচ বাজারে মাছ অগ্নি মূল্য। রুই, কাতলা পাওয়া গেলেও পাওয়া যাচ্ছে না ভেটকি, পারশে, পাবদা, তোপসে-সহ ট্যাংরা মাছ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে সমুদ্রিক মাছের জোগান খুব কম হওয়ায় মাছের দাম চড়া। প্রতি কেজিতে দাম বেড়েছে পঞ্চাশ টাকা। এর ফলে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। |
|