টুকরো খবর |
ছোট আঙারিয়া মামলা পিছিয়ে গেল আবার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ফের পিছিয়ে গেল ছোট আঙারিয়া মামলা। আগামী ১০ মে এই মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে বলে আদালত সূত্রে খবর। সোমবার মেদিনীপুরের পঞ্চম অতিরিক্ত জেলা-দায়রা বিচারক ইন্দ্রনীল ভট্টাচার্যের এজলাসে এই মামলার চার্জগঠন সংক্রান্ত শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু জেলবন্দি অভিযুক্ত দিল মহম্মদকে এ দিন আদালতে হাজির করানো যায়নি। জানানো হয় তিনি অসুস্থ। ফলে ওই শুনানিও সম্ভব হয়নি। চার্জগঠন নিয়ে আগেই সওয়াল করেছেন সিবিআইয়ের আইনজীবী তাপস বসু। এ দিন পাল্টা সওয়াল করার কথা ছিল অভিযুক্তের আইনজীবী বিশ্বনাথ ঘোষের। গত বছর রাজ্যে পালাবদলের পর গ্রেফতার হন এই মামলায় এক দশকের উপর ‘ফেরার’ হয়ে থাকা গড়বেতার সিপিএম কর্মী দিল মহম্মদ। নতুন করে শুরু হয় ছোট আঙারিয়া মামলা। আরও এক দফা তদন্তও শুরু করে সিবিআই। ২০০১-এর ৪ জানুয়ারি ছোট আঙারিয়ায় তৃণমূল কর্মী বক্তার মণ্ডলের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বক্তারের বাড়িতে সে দিন বৈঠক চলছিল। সেই সময়েই হামলা হয়। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। বেশ কয়েক জন নিহত হন বলে অভিযোগ। যদিও দেহ উদ্ধার হয়নি। তবে ঘটনাস্থল থেকে প্রাপ্ত নমুনা-রিপোর্টে রক্তপাত, গুলি-চালনার প্রমাণ মেলে। এমনকী প্রাপ্ত রক্ত-নমুনার সঙ্গে নিখোঁজদের পরিজনের রক্ত-নমুনাও মিলেছিল ফরেন্সিক টেস্টে। তার পরেও, মূলত, সাক্ষীরা বিগড়ে যাওয়ায় আগের দফার বিচার-পর্বে খালাস পেয়ে যান তপন-সুকুরের মতো অভিযুক্তরা। তবে বরাবরই ফেরার থেকে গিয়েছিলেন দিল মহম্মদ, মোক্তার শেখ, আজিজুল মিদ্দা, আবদুল খান ও প্রশান্ত পাল।
|
পশু চিকিৎসকের দেহ উদ্ধার খড়্গপুরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক পশু চিকিৎসকের মৃতদেহ উদ্ধার ঘিরে সোমবার সকালে চাঞ্চল্য ছড়াল খড়্গপুর লোকাল থানার গোপালি অঞ্চলের ঘোলগেড়িয়ায়। মৃতের নাম রাজেন্দ্র টুডু (৩৪)। এ দিন সকালে এক কালভার্টের পাশে দেহটি পড়েছিল। স্থানীয়রা তা দেখে পুলিশে খবর দেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। খড়্গপুরের এসডিপিও দীপক সরকার বলেন, “দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।” রাজেন্দ্রর বাড়ি গোপালি অঞ্চলের রাঙামেটিয়ায়। রবিবার রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পুলিশ সূত্রে খবর, রাত ন’টার পর থেকে স্ত্রী-সহ একাধিক জন তাঁকে ফোন করেন। প্রতি বারই ওই পশু চিকিৎসক জানান, একটু পরেই বাড়ি ফিরবেন। এ দিন সকালে ঘোলগেড়িয়ার এলাকায় মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁর মোটরবাইকটি পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। দু’টি পা বাঁধা ছিল। তবে দেহে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। এটি শ্বাসরোধ করে খুন না অস্বাভাবিক মৃত্যু, সে নিয়েই এলাকায় শোরগোল চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
স্কুলের অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গড়বেতার ছবি সিংহ মেমোরিয়াল পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠান হল রবিবার। এদিন স্কুলের ছাত্রছাত্রীরা ইংরেজি নাটক মঞ্চস্থ করে। এ ছাড়াও গান, আবৃত্তি-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতার বিডিও বিমলেন্দু দাস প্রমুখ। |
|