ইয়েল বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত শাহরুখ |
বিদেশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এ বার নিজের জীবনের কাহিনি শোনাবেন শাহরুখ খান। মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় তাদের সর্বোচ্চ সম্মান জানাতে এ বছর আমন্ত্রণ জানিয়েছে তাঁকে। এত দিন পর্যন্ত এই সম্মান শুধু পেয়ে এসেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক ও নোবেল জয়ীরাই। এই প্রথম তার ব্যতিক্রম ঘটিয়ে আমন্ত্রণ জানানো হল কোনও অভিনেতাকে। এই উপলক্ষে ১২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে হাজার দু’য়েক ছাত্রের মুখোমুখি হতে চলেছেন শাহরুখ খান। বিশ্ববিদ্যালয়ের তরফে জর্জ জোশেফ জানিয়েছেন, শুধুমাত্র অভিনয় জীবন নয়, বরং সমাজের নানান ক্ষেত্রে তাঁর অবদান নিয়েই জানতে আগ্রহী ছাত্ররা।
|
হিংলাজ মন্দিরের চেয়ারম্যান অপহৃত |
বার্ষিক তীর্থযাত্রা শুরুর মাত্র দু’দিন আগে হিংলাজ মাতা মন্দির কমিটির চেয়ারম্যান মহারাজ গঙ্গা রাম মোতিয়ানিকে অপহরণ করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের এই বিখ্যাত মন্দিরটিতে এপ্রিল মাসে তীর্থ করতে আসেন হাজার হাজার হিন্দু। স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অভিযোগ, মোতিয়ানির মতো সাধারণ দোকানিকে মুক্তিপণের লোভে কেউ অপহরণ করবে না। তাই মন্দিরের অনুষ্ঠানে বিঘ্ন ঘটাতেই তাঁকে অপহরণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
|
সোমালিয়ায় অপহৃত নাবিকদের খোঁজ নেই |
ফের ২২জন নাবিক-সহ এমটি রয়্যাল গ্রেস নামে একটি জাহাজ অপহরণ করেছে সোমালিয়ার জলদস্যুরা। অপহৃতদের মধ্যে ১৭জন ভারতীয়। ২ মার্চ এই অপহরণের ঘটনা ঘটলেও অপহৃত ভারতীয়রা কেমন আছেন সে ব্যাপারে জাহাজের মালিকের তরফে তাঁদের কোনও খবর জানানো হয়নি বলে অভিযোগ করেন অপহৃতের বাড়ির লোকেরা। এর আগে ২০১০ সালে ৬ জন ভারতীয়-সহ এমভি আইসবার্গ নামে একটি জাহাজ অপহরণ করে সোমালিয়ার জলদস্যুরা। দু’বছর কেটে গেলেও এখনও পর্যন্ত তাঁরা মুক্ত হননি। ওই জাহাজের মালিকও জলদস্যুদের সঙ্গে আলোচনা বন্ধ করে দিয়েছে। আজ বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাঁরা এমটি রয়্যাল গ্রেস বিষয়ে অবগত। এই নিয়ে দেখাশোনার জন্য জাহাজ মন্ত্রকের নেতৃত্বে একটি মন্ত্রিগোষ্ঠী তৈরি হয়েছে বলেও বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়।
|
সিরিয়ার অশান্তি ছুঁল তুরস্ককেও
সংবাদসংস্থা • দামাস্কাস |
শান্তি-সূত্র উড়িয়ে মৃত্যুমিছিল অব্যাহত সিরিয়ায়। আজ সংঘর্ষে প্রাণ গিয়েছে অন্তত ৪৮ জনের। প্রতিবেশী তুরস্ককেও ছুঁয়েছে অশান্তির আঁচ। সংঘর্ষ শুরু হতেই অনেকেই সিরিয়া থেকে তুরস্ক সীমান্তে পালাচ্ছিলেন। আজ ওই অঞ্চলে সিরিয়ার দিক থেকে ছোড়া গুলিতে আহত হয়েছেন দুই সিরীয় এবং এক তুর্কি। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে তুরস্ক। এ ছাড়া, প্রাণ হারিয়েছেন লেবাননের এক চিত্রসাংবাদিক। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ ও আরব লিগের দূত কোফি আন্নান সিরিয়া সরকারকে সংঘর্ষবিরতির একটি সূত্র দেন। তাতে বলা হয়েছিল, কালই সিরিয়ার প্রতিবাদীদের এলাকা থেকে সরে যেতে হবে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাকে। কিন্তু সরকার-পক্ষ শর্ত দেয়, আগে বিদ্রোহীদের অস্ত্র-সমর্পণ করতে হবে। নতুন করে সংঘর্ষের খবর আসে এর পরেই।
|
সেনা-আল কায়দা লড়াইয়ে হত ৪৪ |
ফের সেনা ও আল কায়দার মধ্যে লড়াইয়ে ইয়েমেনে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। এঁদের মধ্যে ২৪ জন আল কায়দা জঙ্গি ছাড়াও ১৮ সেনা রয়েছেন। সেনাকে সাহায্য করতে এসে গুলির লড়াইয়ের মধ্যে পড়ে নিহত হয়েছেন স্থানীয় জনজাতির দুই জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সেনা সূত্রে জানানো হয়েছে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, আজ ভোর বেলায় জিঞ্জিবারের ১৫০ কিলোমিটার উত্তরে লোদের শহরের এক সেনা ছাউনিতে আচমকা হামলা চালায় বেশ কয়েক জন সশস্ত্র জঙ্গি। গত শনিবারই সেনার অভিযানে ২৪ জন আল কায়দা জঙ্গি নিহত হয়। সেই ঘটনার বদলা নিতেই আল কায়দা এই হামলা চালিয়েছে বলে ধারণা। গত বছর আরব বিদ্রোহের প্রাক্কালে এই অঞ্চলের দখল নেয় আল কায়দা। সেই থেকে এই অঞ্চল আল কায়দার দখল মুক্ত করতে সেনা ও স্থানীয় জনজাতি চেষ্টা চালিয়ে যাচ্ছে। |