ব্যবধান ঠিক ১০০ বছরের। ১৯১২ সালের ১৫ এপ্রিল ডুবে গিয়েছিল টাইটানিক। ব্রিটেনের সাউদাম্পটন থেকে সেই পথ
ধরেই যাত্রা শুরু করেছে প্রমোদতরী এম এস বালমোরাল। টাইটানিকের স্মৃতিতেই এই যাত্রা। সে যুগের মতোই
পোশাক-পরিচ্ছদ পরেছেন যাত্রীরা। নৈশভোজেও থাকবে টাইটানিকের ভোজন তালিকার ছোঁয়া। রয়েছে টাইটানিক
নিয়ে বিশেষজ্ঞদের বক্তৃতা শোনার সুযোগও। ১৪ এপ্রিল জাহাজ পৌঁছবে টাইটানিকের ডুবে যাওয়ার স্থানটিতে।
মৃত যাত্রীদের স্মৃতিতে বিশেষ প্রার্থনায় যোগ দেবেন বর্তমানের যাত্রীরা। রয়টার্সের ছবি।