টুকরো খবর
যুবককে গুলি করে খুন বরাহনগরে
জনবহুল এলাকায় দিনদুপুরে খুন হয়ে গেলেন এক যুবক। শনিবার বিকেলে বরাহনগরের নৈনান পাড়ায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নিহতের নাম অপু দে (৩৫)। বাড়ি সোদপুরে। পুলিশ সূত্রের খবর, ওই এলাকায় একটি বহুতলের চারতলার ছাদে রবি শাসমল নামে এক প্রোমোটারের অফিস রয়েছে। এ দিন বিকেল চারটে নাগাদ স্থানীয় বাসিন্দারা সেখান থেকে গুলির শব্দ শুনতে পান। এর পরেই তাঁরা সেই বহুতলের নীচে একটি ছাই-রঙা টাটা সুমো চেপে কয়েক জন যুবককে পালাতে দেখেন। স্থানীয় লোকেরাই পুলিশকে খবর দেন। পুলিশ জানায়, বহুতলের ছাদে ওই প্রোমোটারের অফিসঘরের ভিতরেই গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন অপু। তাঁকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বহুতলটি ঘিরে রেখেছে পুলিশ। জনবহুল এলাকায় এভাবে গুলি করে এক যুবক খুনের ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহুতলটির বাসিন্দারাও এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে চাননি। পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থল থেকে তাস, মদের বোতল এবং বেশ কয়েকটি গুলির খোল মিলেছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ওই বহুতলের প্রোমোটার রবি শাসমলকে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, নিহত যুবকের বিরুদ্ধে বেশ কয়েকটি অপরাধের অভিযোগ রয়েছে। অনুমান, দুষ্কৃতীদের নিজেদের মধ্যে গণ্ডগোলের জেরেই খুন হয়েছেন ওই যুবক। এ দিন রাতেই নিহতের পরিবারের লোকেদের থানায় নিয়ে আসে পুলিশ।

কিশোরীকে ধর্ষণের অভিযোগ
বছর তেরোর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে বসিরহাট থানার চৌরচোর এলাকায় ওই ঘটনার পরে কিশোরীটি অসুস্থ সহয়ে পড়ায় তাকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শনিবার দুপুরে ওই কিশোরীর মা এ ব্যাপারে এলাকারই যুবক রঘুনাথ বৈদ্যের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযুক্ত পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই কিশোরী কয়েক জনের সঙ্গে এলাকায় একটি অনুষ্ঠান দেখতে গিয়েছিল। রাত ৩টে নাগাদ ফেরার সময়ে সে অন্যদের থেকে কিছুটা পিছিয়ে পড়ে। সেই সুযোগেই রঘুনাথ একটি মেছোভেড়ির আলাঘর থেকে বেরিয়ে খুনের হুমকি দিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। শনিবার সকালে বসিরহাটের ভ্যাবলা স্টেশনের কাছে ৩৮ নম্বর রেলগেটের সামনের ঘটনা। মৃতের নাম অশোককুমার দাস (৩৭)। বাড়ি স্বরূপনগরের কাবিলপুর গ্রামে। প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান, মানসিক অবসাদে তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট, সাড়ে ৭ হাজার টাকা এবং দু’টি মোবাইল ফোন মিলেছে। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দেড়েক আগে ওই যুবকের বাবা ক্যান্সারে মারা যান। তাঁর মা-ও ক্যান্সার আক্রান্ত। বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ দিন সকালে অশোক মায়ের সঙ্গে দেখা করে ভ্যাবলা স্টেশনে আসেন। তার পরে ওই ঘটনা। মৃতের দাদা অলোককুমার দাস জানিয়েছেন, ভাই মানসিক ভাবে অসুস্থ ছিলেন।

ভেজাল মধু বিক্রি, ধৃত
নামী সংস্থার মধু লেবেল নকল করে ভেজাল মধু বিক্রির অভিযোগে বসিরহাটের মালতিপুর গ্রাম থেকে শুক্রবার এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আবুল ফজল মোল্লা। পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি থেকে ১০ লিটার ভেজাল মধু, একটি নামী সংস্থার নকল করা বহু লেবেল এবং ওই সংস্থারই লেবেল মারা ১১০৭টি শিশি উদ্ধার করা হয়েছে। কিছু দিন ধরেই ওই সংস্থা ক্রেতাদের কাছ থেকে এ ব্যাপারে অভিযোগ পাচ্ছিল। তারা তদন্তে নামে। পরে সংস্থার তরফ থেকে উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের কর্তাদের কাছেও অভিযোগ জানানো হয়। সংস্থার এক কর্তাকে নিয়ে শুক্রবার পুলিশ আবুল ফজলের বাড়িতে হানা দেয়। পুলিশ জানিয়েছে, ওই কারবারে আর কারা জড়িত সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

চার দুষ্কৃতী গ্রেফতার
ডাকাতি করে পালানোর সময় জঙ্গল থেকে চার দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলল পুলিশ এবং গ্রামবাসী। উদ্ধার হয়েছে লুঠ হওয়া টাকা ও গয়না। শনিবার ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পাতিবুনিয়া জঙ্গলে। পুলিশ জানায়, ধৃতদের নাম শেখ আলম, শেখ লাল্টু, শেখ জাহাঙ্গির এবং পচা শেখ। প্রথম দু’জনের বাড়ি নোদাখালিতে। জাহাঙ্গির উস্তি এবং পচা কাকদ্বীপের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত আড়াইটে নাগাদ ফ্রেজারগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা অশোক মাঝির বাড়িতে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। শেষে বাড়ির লোকেদের ঘরে আটকে রেখে পালায়। দুষ্কৃতীরা চলে যাওয়ার পরে অশোকবাবুদের চেঁচামেচিতে লোক জড়ো হয়ে যায়। খবর পেয়ে পুলিশ আসে। বিকেলে চার জন ধরা পড়ে।

বালতি ভর্তি বোমা উদ্ধার চুঁচুড়ায়
আমবাগানে পুকুর পাড়ে গর্তের ভিতরে চারটি বালতিতে বোমা মিলল হুগলি-চুঁচুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মণ্ডলবাগানে। শনিবার বিকেলে আম পাড়তে এসে বাসিন্দারা প্লাস্টিকের বালতিগুলি দেখেন। ঢাকনা সরাতেই বোমা দেখা যায়। চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। জেলা পুলিশ সিআইডি-কে খবর দেয়।

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর দেহ উদ্ধার
সোনারপুর থানা এলাকার বোড়ালের একটি পুকুর থেকে শনিবার এক ছাত্রের দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম সায়ন দে (১৮)। বাড়ি স্থানীয় কালীবাজার এলাকায়। এ দিন বেলা তিনটে নাগাদ তাঁর দেহ পাওয়া যায়। সায়ন এ বার স্থানীয় একটি স্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে বাড়ির কাছে একটি পুকুরে স্নান করতে গিয়ে আচমকাই তলিয়ে যান তিনি। স্থানীয় কয়েক জন বাসিন্দা ওই ছাত্রের পরিবার এবং পুলিশে খবর দেন। প্রথমে তল্লাশি চালিয়ে দেহ মেলেনি। পরে ডুবুরি নামিয়ে পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। ওই ছাত্রের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, সায়ন সাঁতার জানতেন না।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.