আজিরন-কথা |

আমরা হয়তো এ ভাবে প্রতিবাদ
করতে পারতাম না। আজিরন
যা করেছে তা শিক্ষণীয়।
সোনিয়া খাতুন
ইসলামপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী |

গ্রামের মহিলারা বিয়েতে
বাড়ির কথাই মেনে নেন। আজিরন
সমাজে নজির হয়ে থাকল।
সারওয়ার হোসেন
সারাঙপুর নবারুণ সমিতির সহ-সম্পাদক |

আজিরনকে পড়িয়েছি।
আমি গর্বিত যে ও আমার ছাত্রী।
ওই যুবকের শাস্তি চাই।
সাবিনা খাতুন
পার্শ্বশিক্ষিকা |

আমার গ্রামের মেয়ে আজিরন।
ও যে ভাবে অন্যায়ের প্রতিবাদ
করেছে, আমি গর্বিত।
মৌলানা জাবেদুর রহমান
গ্রামের মৌলবি |

গ্রামের মেয়ে যে প্রতিবাদ
করতে পারবে ভাবিনি। ভাবতাম
শহরের মেয়েরাই শুধু এটা পারে।
সাজিবুর রহমান
চায়ের দোকান মালিক |

প্রতিবাদী আজিরনের হাত
ধরে খবরের শিরোনামে
আসায় আমরা খুব খুশি।
খন্দকার উমর ফারুক
ব্যবসায়ী |