ধাত্রীগ্রামে ট্রেনের যাত্রীদের মারধর আরপিএফের, গুরুতর আহত ১ |
ব্যান্ডেল-কাটোয়া শাখার ধাত্রীগ্রাম স্টেশনে ট্রেনের যাত্রীদের উপর আরপিএফ জওয়ানদের তাণ্ডব চালানোর প্রতিবাদ করতে গিয়ে গুরুতর আহত এক জওয়ান। নাম আনন্দ সিংহ। তিনি অসম রাইফেলসের জওয়ান। ওই ট্রেনেই ফিরছিলেন তিনি। জওয়ানরা তাঁকে ব্যাপক মারধর করে। প্রাণ বাঁচাতে তিনি চলন্ত ট্রেন থেকে ঝাঁপ মারেন। রেললাইনে কাটা পড়ে তাঁর বাঁ পা। গুরুতর জখম অবস্থায় অনেকক্ষণ পড়ে থাকেন রেললাইনের ধারে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। যাত্রীদের অভিযোগ, আরপিএফ-এর জওয়ানরা এই রকম প্রায়ই তাণ্ডব চালিয়ে থাকেন। প্রতিবাদ করতে গেলে চরম হেনস্থার শিকার হতে হয়। অন্য দিকে, আরপিএফ-এর পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে কোনও মন্তব্যই করা হয়নি বরং মারধরের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।
|
ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন |
জোড়া ঘূর্ণাবর্তের জেরে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ সকাল থেকেই কলকাতায় বজ্রবিদ্যুত্-সহ প্রবল বৃষ্টি শুরু হয়। সকাল ৮ টা পর্যন্ত বৃষ্টি হয়েছে প্রায় ৫৫ মিলিমিটার। এর ফলে জলমগ্ন হয়ে পড়েছে শহরের বেশ কিছু এলাকা। জল জমে যায় স্ট্র্যান্ড রোড, আর্মহার্স্ট স্ট্রিট, মহাত্মা গাঁধী রোড, পার্ক সার্কাস কানেক্টর, কাশীপুর, ক্যামাক স্ট্রিট-সহ আরও অনেক জায়গায়। জমা জল বের করতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে পুরসভার বিশেষ দল। কলকাতার পাশাপাশি হাওড়া ও হুগলি জেলাতেও বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টি হয়েছে দুই চব্বিশ পরগনাতেও। বৃষ্টিতে ব্যাপক প্রভাব পড়েছে ট্রেন চলাচলের উপরেও। শিয়ালদহ শাখায় বাতিল করা হয় বেশ কিছু ট্রেন। ট্রেন বাতিলের ঘটনা ঘটেছে হাওড়ার পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখাতেও। বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বর্ধমান শহরেও।
|
নবীন পট্টনায়ক কাল মাওবাদীদের ‘দাবি’ মেনে ২৭ জনকে মুক্তির সিদ্ধান্ত নেওয়ার ঠিক পরের দিনই ঝাড়খণ্ডে তিন বনরক্ষী-সহ এক আধিকারিককে অপহরণ করল মাওবাদীরা। মুক্তিপণ হিসাবে দাবি করা হয়েছে ১০ লক্ষ টাকা। পাশাপাশি ওড়িশা সরকারের দেওয়া মাও বন্দি তালিকায় অসন্তুষ্টির কথাও জানানো হয়েছে।
|
দীর্ঘদিনের ধর্মঘট প্রত্যাহারের পথে স্বর্ণশিল্পীরা। শুল্ক প্রত্যাহারের দাবিতে আজ কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গেও দেখা করেন স্বর্ণশিল্প বাঁচাও কমিটির সদস্যরা। তাঁদের তিনটি দাবি সরকার মানতে রাজী হয়েছেন বলে জানান কমিটির প্রধান বাবলু দে। কাল থেকে ধর্মঘট উঠছে বলে সিদ্ধান্ত স্বর্ণশিল্পীদের।
|
৪ঠা এপ্রিল গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত তৃণমূলের নেতা আজিবুল হককে আজ সকালে গ্রেফতার কর়ে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছ়ডায় গোটা এলাকায়। তাঁর মুক্তির দাবিতে ঘেরাও করা হয় কেশপুর থানা। তৃণমূলের ব্লক সভাপতি আশিস প্রামাণিকের গা়ডিও ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে।
|
রায়গঞ্জে চুরির ঘটনায় ধৃত ২ |
আজ সকালে রায়জঞ্জের শিলিগু়ডি মো়ডে কানা়ডা ব্যাঙ্কের ভল্ট ভেঙে ডাকাতির চেষ্টা করে় একদল দুষ্কৃতী। ভল্ট ভাঙতে না পারলেও টাকা গোনার মেশিন-সহ কম্পিউটার ও প্রিন্টার নিয়ে পালাবার সময় তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে দুষ্কৃতিদের গণপ্রহার করে স্থানীয় মানুষেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
আজ সকালে রাজারহাটে একটি বেসরকারী সংস্থার গাড়ির ভিতর থেকে এক ব্যক্তির হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃতের নাম সুমিত ঘোষ। তাঁর গলায় ও পেটে আঘাতের চিহ্ন রয়েছ। ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।
|
মেদিনীপুরে ফের কঙ্কাল উদ্ধার |
পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরে খাল কাটার সময়ে ফের উদ্ধার হল নরকঙ্কাল। এলাকাবাসীদের দাবি এই নরকঙ্কালগুলি নন্দীগ্রাম কাণ্ডে নিখোঁজদের। এলাকাটি ঘিরে রেখেছে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ |