আজ শুরু সিপিএম-এর ২০তম পার্টি কংগ্রেস |
আজ থেকে কেরলের কোঝিকোড়ে শুরু হয়েছে সিপিএম-এর ২০তম পার্টি কংগ্রেস। ২০১৪ লোকসভা ভোটের আগে এটাই দলের শেষ পার্টি কংগ্রেস। দলের শীর্ষ স্থানীয় নেতা-নেত্রীদের উপস্থিত রয়েছেন এখানে। পৃথিবী জুড়ে আর্থিক মন্দা, মূল্যবৃদ্ধির সমস্যা এবং একই সঙ্গে বাড়তে থাকা বেকারত্ব ও দারিদ্র সমস্যার কথা উঠে এলো প্রকাশ কারাটে বক্তব্যে। পুঁজিবাদের শোষণ বাড়ছে বলে অভিমত ব্যক্ত করলেন কারাট। ইউপিএ সরকারের নতুন উদার নীতির বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলনের আহ্বানও জানান তিনি। বিজেপি শাসিত রাজ্য গুলিতে দুর্নীতির অভিযোগ করেন তিনি। নির্বাচনে পশ্চিমবঙ্গে সিপিএম-এর বিপর্যয়ের পরে ৫৭০ জন দলীয় কর্মী খুন হয়েছেন। পশ্চিমবঙ্গে শাসক দলের পক্ষপাত ও হামলায় জর্জড়িত দলীয় কর্মীরা বলে অভিযোগ করেন কারাট। |