আজকের শিরোনাম
অটোচালকদের পথ অবরোধ, নাকাল যাত্রীরা
জ্বালানী গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে গত কালের মতো আজও শহরকে অবরোধের জালে মুড়ে দিলেন অটোচালকেরা। শহরের উত্তর থেকে দক্ষিণ সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাই সকাল থেকে অবরুদ্ধ ছিল। উল্টোডাঙা, কসবা, তিলজলা, রাসবিহারী মোড়, বালিগঞ্জ, বেহালা, মানিকতলা মোড়, কাঁকুড়গাছি— সর্বত্রই বিপাকে পড়েছেন সাধারণ যাত্রী-সহ অফিসযাত্রী ও ছাত্রছাত্রীরা। উল্টোডাঙা মোড়ের অবস্থা অন্যান্য অঞ্চল থেকে একটু আলাদা ছিল। সেখানে অবরোধকারীরা অটো না-চালানোর পাশাপাশি ট্যাক্সি-বাস ভাঙচুর করে বলে অভিযোগ। পুলিশ অবরোধ তুলতে এলে এলাকায় তাণ্ডব চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পাল। সদলবলে বিধায়ক এসে অটোচালকদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করেন। অটোচালকদের চড় মারার পাশাপাশি কান ধরে ওঠবোস করানোর অভিযোগও উঠেছে বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে। অন্য দিকে এই অবরোধের জেরে চূড়ান্ত নাকাল যাত্রীদের ভরসা যে ট্যাক্সি, মওকা বুঝে তারাও হাঁকিয়েছে ভাড়ার বহর। মিটার নয়, থোক টাকাতেই রফা করতে গিয়ে বিরক্ত নিত্যযাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও যান চলাচল বেলা বারোটাতেও স্বাভাবিক হয়নি। এগারোটা নাগাদ উল্টোডাঙা মোড় ও রাসবিহারীতে অবরোধ উঠে গেলেও নতুন করে অবরোধ শুরু হয় দেশপ্রিয় পার্কে। পাশাপাশি রাসবিহারী-বালিগঞ্জ, তারাতলা-যাদবপুর, ঠাকুরপুকুর-বেহালা রুটে অটো চলাচল বন্ধ করে দেওয়া হয়। অবরোধ হয় বাইপাসেও। গরম ও অবরোধে সকাল সাড়ে ন’টা থেকে নাকাল হওয়া শহরবাসী দুপুর বারোটাতেও স্বস্তির শ্বাস ফেলেনি। আর তার মধ্যেই রাজনৈতিক নেতৃত্ব অবরোধ নিয়ে একে অপরের বিরুদ্ধে তরজায় নেমেছেন।

ফের সাংবাদিক নিগ্রহ হাসপাতালে
জাতীয় সড়কের উপরে একটি দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে হাসপাতালে মারধর খেলেন ছয় সাংবাদিক। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার বাসুদেবপুরে মঙ্গলবার বেলা সাড়ে দশটা নাগাদ লরির সঙ্গে একটি ছোট গাড়ির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান এক জন। তার পরে আহত ৫ যাত্রীদের কাছাকাছি তারাপুর বিড়ি শ্রমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক মহিলা-সহ আরও দু’জন মারা যান। সেই সময়ে স্থানীয় গ্রামবাসীরা হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন যে, আহতদের ঠিক মতো চিকিৎসা হয়নি। বেলা বারোটা নাগাদ ওই হাসপাতালে পৌঁছে যান স্থানীয় সাংবাদিক ও চিত্র সাংবাদিকেরাও। এই সময়ে আচমকাই হাসপাতালের সুপার নিরাপত্তা রক্ষীদের ডেকে সাংবাদিকদের ধরে রাখতে নির্দেশ দেন বলে অভিযোগ। এর পরেই লাঠি হাতে জনা পাঁচেক নিরাপত্তা রক্ষী সাংবাদিকদের মারধর করতে শুরু করে বলে স্থানীয় সামশেরগঞ্জ থানায় সাংবাদিকেরা অভিযোগ করেছেন। কেড়ে নেওয়া হয় একটি ক্যামেরাও। এক আহত সাংবাদিককে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। তাঁর বুকে চোট লেগেছে। কিন্তু কেন এমন ভাবে সাংবাদিকদের মারধর করা হল, তা নিয়ে ওই হাসপাতালের সুপার কোনও মন্তব্য করতে চাননি। এই হাসপাতালটি কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রকের অধীন। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, ‘‘যা ঘটেছে তা উচিত হয়নি। সাংবাদিকদের মারধর করা ঠিক হয়নি। ওই ঘটনার ‘ভিডিও ফুটেজ’ দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহের কালিয়াচকের বাহাদুরপুর গ্রামের কয়েকজন বাসিন্দা একটি ছোট গাড়ি ভাড়া করে বীরভূমের পাথরচাপির মেলায় যাচ্ছিলেন। সেই সময়েই বাসুদেবপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে।

বেতন মেটানোর আশ্বাস মাল্যের, কর্মবিরতি স্থগিত
কিংফিশার বিমানসংস্থার পরিচালন মণ্ডলী ও কর্মীদের মধ্যে বিরোধ মিটল। কর্মীরা বিজয় মাল্যকে জানিয়ে দিলেন, কাজের ক্ষেত্রে তাঁদের পূর্ণ সহযোগিতা পাবে সংস্থা এবং ধর্মঘটের সিদ্ধান্তও মুলতবি করা হচ্ছে। সংস্থার কর্ণধার বিজয় মাল্য সোমবার রাতে তাঁর বাড়িতে কর্মী-প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে মীমাংসা হতে রাত ভোর হয়ে যায়। আজ ভোর প্রায় ৪টে পর্যন্ত ওই বৈঠক চলে। পাইলট ও ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। মাল্য প্রতিশ্রুতি দিয়েছেন জুনিয়র কর্মীদের বেতন আগামীকাল অর্থাত্ বুধবারের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। যদিও কোনও লিখিত নির্দেশ এখনও পর্যন্ত তাঁরা আদায় করতে পারেননি কর্তৃপক্ষের কাছ থেকে। আগামী দু’ দিনের মধ্যে বকেয়া না মেটালে আন্দোলনকে আরও বড় আকার দেওয়া হবে বলে হুমকি দিয়েছে কর্মীরা। পাইলটরা ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন। কিংফিশারের সমস্ত বিমান নির্ধারিত সময়েই চলাচল করবে বলে জানা গিয়েছে।

কন্যা সন্তানের আশঙ্কায় স্ত্রীর পেটে রডের আঘাত
ছ’ মাসের গর্ভবতী স্ত্রী-র পেটে লোহার রড দিয়ে বারংবার আঘাত করে জোর করে গর্ভপাত ঘটানোর চেষ্টা করায় এক ব্যক্তিকে গ্রেফতার করল অন্ধ্রপ্রদেশের পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম আল্লাবাক্সু। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার ওই দম্পতির দুই মেয়ে আছে। জেরায় ধৃত ব্যক্তি স্বীকার করেছেন,তাঁর স্ত্রী পঞ্চমবারের জন্য গর্ভবতী হয়েছিলেন। এর আগের দু’ বারই জোর করে গর্ভপাত করানো হয়েছে। এ বারও কন্যা সন্তান হওয়ার আশঙ্কায় তিনি এই কাজ করেছেন। কিন্তু এই বিষয়ে আল্লাবাক্সুর বাবা-মায়ের সম্মতি থাকলেও মত দেননি তাঁর ৩০ বছরের স্ত্রী। ফলে কার্যত জোর করেই এই গর্ভপাতের চেষ্টা করা হয়। আহত ও অসুস্থ মহিলা আপাতত হাসপাতালে ভর্তি। আল্লাবাক্সু ও তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

কাটোয়ায় বাস চলাচল বন্ধ
মূল তিনটি রাস্তার মধ্যে দু’টিই বেহাল। একের পর এক দুর্ঘটনা ঘটলেও রাস্তা সংস্কার করানো হয়নি। সেই কারণে আজ সমস্ত রুটের বাস চলাচল বন্ধের ডাক দিয়েছিল কাটোয়া বাস ওনার্স অ্যাসোসিয়েশন। আজ সকাল থেকেই বাস চলাচল না করায় কয়েক হাজার যাত্রী এবং স্কুল কলেজের পড়ুয়ারা বিপাকে পড়েছেন। স্নাতকস্তরে পরীক্ষার জন্য কাটোয়া থেকে দু’টি বিশেষ বাস বর্ধমানে যাবে বলে জানা গিয়েছে। সাম্প্রতিক কালে শুধু খারাপ রাস্তার জন্যই ১২টি বাস দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। শতাধিক যাত্রী আহত। তবে এই বাস বন্ধ রাখার কারণে পরিস্থিতির উন্নতি ঘটে কি না এখন সেটাই দেখার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.