ডাক্তারের অসুখ
শপথ চিকিৎসকের
রোগীর ভালর জন্য সর্বশক্তি প্রয়োগ করব... মনে রাখব যে আমি সমাজেরই এক জন সদস্য, যার মানবজাতির প্রতি বিশেষ দায় রয়েছে....
ধৈর্য হারিয়ে ফেলার ঘটনা বিভিন্ন স্তরেই ঘটছে। গণতন্ত্র বিপন্ন।
তাই এ ধরনের হামলা। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
গৌতম বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষ, বিধানচন্দ্র কলেজ, বার্নপুর
কিছু দিন আগেই কলকাতায় মার খেয়েছেন সাংবাদিকেরা।
কোন ভাষায় প্রতিবাদ করলে আটকানো যাবে জানা নেই।
সুচিত্ত মহাপাত্র দর্জি, রানিগঞ্জ
উচ্চ শিক্ষিত ব্যক্তিরা কী ভাবে পাশবিক হয়ে উঠতে পারেন,
এই ঘটনা চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল। জরুরি পরিষেবায় কর্মবিরতি কী?
জয়ন্ত সিংহচিকিৎসক, কাটোয়া হাসপাতাল
চিকিৎসকেরা কর্মবিরতি করলে রোগীদের ভোগান্তি বাড়ে।
সবথেকে খারাপ অবস্থা হয় গরিব রোগীদের।
দেবু সাহা ব্যবসায়ী, মন্তেশ্বর
জুনিয়র ডাক্তারেরা বাঁশ দিয়ে সাংবাদিক পেটাচ্ছেন, এটা মেনে নেওয়া যায় না।
তাঁদের প্রতিবাদের ভাষা ও আচরণ সংযত হওয়া উচিত।
সত্যজিৎ বসু চেয়ারম্যান, দ্য মিশন হাসপাতাল
ডাক্তারদের কর্মবিরতি সমর্থন করি না। সাংবাদিকদের মেরে
কী লাভ হয়? উদ্বেগজনক ঘটনা।
সাধনকুমার কর ওষুধ বিক্রেতা, মন্তেশ্বর
যাঁদের হাতে রোগীদের জীবনের দায়িত্ব, তাঁরা সাংবাদিকদের মারধর করলেন?
নিতান্তই লজ্জাজনক ঘটনা।
সোমনাথ ঘোষ ব্যবসায়ী, কালনা পুরাতন বাজার
এর পুনরাবৃত্তি আটকাতে সমস্ত স্তরে প্রতিবাদ হওয়া দরকার। সাংবাদিকদের
মেরে জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি করছেন। সমস্যা হচ্ছে রোগীদেরই।
বিদিশা ভট্টাচার্য শিক্ষিকা, ডিডিসি গার্লস, কাটোয়া
সংবাদমাধ্যম ও সংবাদ প্রতিনিধিদের উপরে আক্রমণ অত্যন্ত ঘৃণ্য ঘটনা।
ডাক্তারদের সতর্ক হতে হবে।
অতনু ভদ্র চিকিৎসক, আসানসোল
প্রতিবাদের ভাষা বিভিন্ন হতে পারে। কিন্তু বর্ধমানে জুনিয়র ডাক্তারেরা
যে পথে হেঁটেছেন তা আদৌ সংগত নয়।
দিগন্ত পাল, ছাত্র বিসি রায় কলেজ অফ ফার্মাসি
বুধবার বৃহস্পতিবার

বর্ধমান মেডিক্যালে ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদে
সাংবাদিকদের ধিক্কার মিছিল বর্ধমান শহরে।

বুধবার ঘটনার পরে ভাঙচুর হয়
হাসপাতাল সুপারের অফিসও।

দিনভর জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। হাসপাতালে অশান্তি এড়াতে মোতায়েন থাকল পুলিশ। বৃহস্পতিবারের নিজস্ব চিত্র।




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.