এপ্রিলে বাঁকুড়া যেতে পারেন মমতা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে ‘শিল্প-প্রসারের’ কর্মসূচি নিয়ে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর, পুরুলিয়া ও বাঁকুড়া সফরে যেতে পারেন। তাঁর সঙ্গে সফরে থাকার কথা পার্থ চট্টোপাধ্যায়েরও। তবে মুখ্যমন্ত্রীর সফরের দিন-ক্ষণ চূড়ান্ত হয়নি বলে জানান পার্থবাবু। বাঁকুড়ায় খোলামুখ খনি থেকে কয়লা উৎপাদনের উদ্বোধন করা থেকে শুরু করে দুর্গাপুরে বেসরকারি উদ্যোগে মেডিক্যাল কলেজ-হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচির তালিকায় রয়েছে। দুর্গাপুরে মেডিক্যাল কলেজ-হাসপাতাল যে বেসরকারি সংস্থা করছে তার কর্ণধার পার্থবাবুর সঙ্গে দেখা করেন। পুরুলিয়ায় আইটি হাবের ভিত্তিপ্রস্তর স্থাপনও করবেন মুখ্যমন্ত্রী।
|
পেশ অতিরিক্ত ব্যয়বরাদ্দের প্রস্তাব
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বৃহস্পতিবার বিধানসভায় দ্বিতীয়ার্ধে ২০১১-২০১২ অর্থ বছরের ১৬ হাজার ৭৮৮ কোটি ৮৮ লক্ষ টাকার ৫৪টি অতিরিক্ত ব্যয়বরাদ্দের প্রস্তাব পাশ হয়। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র প্রশ্ন তুলেছিলেন, সাঁইবাড়ি ঘটনার বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করে সরকারি অর্থের অপচয় করা হচ্ছে কেন? সেই প্রস্তাব ধ্বনিভোটে নাকচ হয়ে যায়। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা আলোচনার পরে অর্থমন্ত্রী অমিত মিত্র জবাবি ভাষণ দিতে গিয়ে জানান, ২০০৯-২০১০ সালে মোট বাজেট বরাদ্দের ৩৬.৯৯ শতাংশ পরিমাণ টাকা অতিরিক্ত ব্যয়বরাদ্দ হিসাবে পেশ করা হয়েছিল। তিনি সেই হার মাত্র ৫.৯ শতাংশে নামিয়ে এনে আর্থিক শৃঙ্খলার পরিচয় দিয়েছেন।
|
রাজ্যে মাছের ঘাটতি মেটাতে আশ্বাস মন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ রাজ্যে মাছের উৎপাদন ও চাহিদার মধ্যে ঘাটতি রয়েছে। সেই ঘাটতির ফাঁক দিয়েই বাজারে ঢুকছে অন্ধ্রপ্রদেশের চালানি মাছ। এই ঘাটতি মিটিয়ে সমতা আনার জন্য সরকার নানা ভাবে চেষ্টা চালাচ্ছে বলে বৃহস্পতিবার বিধানসভায় জানান মৎস্যমন্ত্রী আবু হেনা। তিনি বলেন, “রাজ্যে ২০১০-’১১ সালে মাছের চাহিদা ছিল ১৫.৮৪ লক্ষ মেট্রিক টন। উৎপাদন ছিল ১৪.৪৩ লক্ষ মেট্রিক টন। এই ফারাক ঘোচানো জন্য সরকার নানা ধরনের ব্যবস্থা নিচ্ছে।” দ্বাদশ যোজনায় নানা ব্যবস্থার কথা থাকবে বলেও জানান তিনি। বিদেশে মাছ রফতানির সময় স্বাস্থ্যবিধি মানা হয় না বলে অভিযোগ ওঠে। মৎস্যমন্ত্রী বলেন, “এমন অভিযোগের কথা শুনেছি। এটা খতিয়ে দেখা হচ্ছে। যারা বিষয়টি দেখে, এ বিষয়ে নজর রাখার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নিয়ম মেনেই যাতে স্বাস্থ্যবিধির দিকগুলি খেয়াল রাখা হয়, সেই বিষয়ে আমরা সতর্ক আছি।” যাঁরা মাছ ধরতে যান, তাঁদের নিরাপত্তায় সরকার নানা ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে দাবি করেন তিনি। |