‘এবি’ আর ‘বিবি’-র ধাক্কায় পিছনের বেঞ্চে ‘এভি’!
বাংলা ছবির জয়রথ পুরোদমে ছুটছে। গত দু’সপ্তাহে পরপর মুক্তি পেয়েছে ‘ভূতের ভবিষ্যৎ’ (বিবি) এবং ‘আবার ব্যোমকেশ’ (এবি)। এবং এই দু’টি সপ্তাহ বাংলা ছবির চাঙ্গা বাজারকে শুধু আরও এগিয়ে দিয়েছে তা-ই নয়, বলিউডকে পিছনে ফেলে দেওয়ার প্রবণতাও অক্ষুণ্ণ রেখেছে। এবি-বিবি জুটি এ রাজ্যে ‘এভি’ অর্থাৎ সইফ-করিনার বিগ বাজেট ছবি ‘এজেন্ট বিনোদ’কে অনেকটা পিছনে ফেলে দিয়েছে।
ব্যোমকেশ কাহিনি যে বক্স অফিসে ভাল করবে, সেটা এক প্রকার প্রত্যাশিতই ছিল। এবং প্রত্যাশা পূর্ণ করেই প্রথম চার দিনে ‘আবার ব্যোমকেশ’-এর সংগ্রহ যথেষ্ট ভাল। প্রিয়া সিনেমা হলের মালিক অরিজিৎ দত্ত জানালেন, “লোকে ছবিটা দেখছে। ভাল বিক্রি হচ্ছে।” অন্য দিকে তুলনামূলক ভাবে কম প্রচার পাওয়া, ছোট বাজেটের ছবি ‘ভূতের ভবিষ্যৎ’ও দর্শককে চমকে দিয়ে চুটিয়ে ব্যবসা করছে। |
‘আবার ব্যোমকেশে’র প্রথম তিন দিনের সংগ্রহ ‘রয়্যাল বেঙ্গল রহস্যে’র প্রথম তিন দিনের সংগ্রহের সমান। ইন্ডাস্ট্রির লোকজন ব্যবসার দিক থেকে ব্যোমকেশকে এগিয়ে রাখছেন। কারণ, “ফেলুদার রয়্যাল বেঙ্গল মুক্তি পেয়েছিল বড়দিনের ছুটিতে। কিন্তু ‘আবার ব্যোমকেশ’ যখন মুক্তি পেল, তখন বোর্ডের পরীক্ষা চলছে।” প্রযোজক রানা সরকার বলছেন, “প্রথম চার দিনে ৪২-৪৪ লক্ষ টাকার ব্যবসা করেছে ‘আবার ব্যোমকেশ’। কয়েক দিনের মধ্যে বোর্ডের পরীক্ষাগুলো শেষ হয়ে গেলে অঙ্কটা আরও বাড়বে বলে আশা করছি। কারণ, টিনএজারদের মধ্যে ব্যোমকেশ নিয়ে যথেষ্ট আগ্রহ আছে।” প্রাথমিক ভাবে রাজ্যে ৫২টি হল-এ মুক্তি পেয়েছে ছবিটি। দ্বিতীয় সপ্তাহে আরও তিনটি হল বাড়ছে। সেই সঙ্গে মুম্বই, দিল্লি এবং বেঙ্গালুরুতেও ছবিটি দেখানো হচ্ছে। ওই সব শহরেও সপ্তাহান্তের সংগ্রহ
বেশ আশাপ্রদ। ‘ভূতের ভবিষ্যৎ’-কে আবার ‘ইচ্ছে’র সঙ্গে তুলনা করছেন অনেকেই। প্রচারের আলো এবং বাজেটের জোর ছাড়াই গত বছর ‘ইচ্ছে’ ছিল সবচেয়ে চমকে দেওয়ার মতো হিট। পরিচালক অনীক দত্তের প্রথম ছবি ‘ভূতের ভবিষ্যৎ’-ও প্রচারের ঢক্কানিনাদের বাইরে ছিল। ৭৫ লক্ষ টাকা বাজেট আর প্রিন্ট এবং প্রচার বাবদ ব্যয় আরও ২৫ লক্ষ টাকা। ২০টি হলে এই ছবি কিন্তু দ্বিতীয় সপ্তাহেও ভিড় টানছে। লোকের মুখে মুখে ছড়িয়ে ভিড় ক্রমশ আরও বাড়ছে। রবিবার একক হল এবং মাল্টিপ্লেক্স, দু’জায়গাতেই বেশির ভাগ
শো হাউসফুল গিয়েছে। প্রযোজক জয় গঙ্গোপাধ্যায় বললেন, “সপ্তাহান্তে বহু মানুষ অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন। শো-এর এক ঘণ্টা আগে গিয়েও অনেকে টিকিট না পেয়ে ফিরে গিয়েছেন! আমরা দর্শকের
সাড়ায় খুবই খুশি!” |
পরপর দু’টো বাংলা ছবির এই ‘যৌথ অভিযানে’ কপাল পুড়ল কার?
১৫৩টি হলে মুক্তি পাওয়া ‘এজেন্ট বিনোদ’-এর। আশা ছিল, প্রথম পাঁচ দিনে ছবিটি আড়াই কোটি টাকার কাছাকাছি ব্যবসা করবে। এখনও অবধি তার সংগ্রহ, এক কোটি! টালিগঞ্জের মুখে চওড়া হাসি! ইন্ডাস্ট্রির লোকজন বলছেন, “১৫৩টা হল পেয়ে এক কোটি টাকার ব্যবসা! বাংলা ছবিগুলোর ব্যবসার অনুপাত পাশে রাখুন! কারা এগিয়ে, পরিষ্কার হয়ে যাবে!” |