|
|
|
|
|
|
তিনি বলেন
|
আমরা জায়গা এবং বাড়ি চেয়ে বিজ্ঞাপনও
দিয়েছি। কোনও সাড়া পাইনি। |
টুকটুক কুমার |
প্রসঙ্গ নৈশাবাস তৈরিতে সমস্যা |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
পুলকরঞ্জন দেব |
শুভ সংখ্যা: ৩, ৪, ৬ ও ৯।
শুভ দিন: সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্র।
শুভ রং: গাঢ় নীল, ময়ূরকণ্ঠী নীল, আকাশি নীল, সোনালি ও হাল্কা সবুজ।
শুভ রত্ন: হিরে, পান্না, মুক্তো ও শ্বেত জারকন।
স্বাস্থ্য ভালই থাকবে। হতাশা থেকে মুক্ত থাকার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে রাজনীতির শিকার হতে পারেন। আর্থিক সচ্ছলতা থাকবে। তবে, দরাজ হাতে খরচ করার প্রবণতা ছেড়ে দিয়ে সঞ্চয়ে মন দিন। ব্যবসায় সুযোগ পাবেন, সদ্ব্যবহার করলে ভাগ্য ফিরবে। ব্যবসা সংক্রান্ত গোপন খবর ফাঁস হয়ে ক্ষতির আশঙ্কা রয়েছে। নিকট আত্মীয়ের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। প্রেম-প্রীতিতে সুবিবেচনা ও ধৈর্য প্রয়োজন। চাকরি বা ব্যবসা সূত্রে অদূর ভ্রমণের যোগাযোগ। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
মিউজিয়াম উন্নয়নে
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মিউজিয়মের উন্নয়নের জন্য কেন্দ্র সরকার ১,৫৭,০০০ টাকা মঞ্জুর করিয়াছেন। সেনেট হল ভাঙ্গিয়া ফেলার ফলে এখন মিউজিয়মটি কর্ণওয়ালিস স্ট্রীটে একটি বাড়িতে রাখা হইয়াছে। বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী ভবন নির্মাণের পর সেখানে স্থায়ীভাবে মিউজিয়মটি স্থানান্তরিত হইবে। বিশ্ববিদ্যালয় মুদ্রণালয়ের জন্য একটি পৃথক ইউনিট স্থাপনের পরিকল্পনাও বিশ্ববিদ্যালয় অর্থমঞ্জুরী কমিশন অনুমোদন করিয়াছেন।
— আনন্দবাজার পত্রিকা, ২৬ মার্চ ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|