বাম-শরিক হয়েও মমতার প্রশংসায় সরব কিরণময়
বামফ্রন্টের শরিক হয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্ছ্বসিত প্রসংশা করলেন সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক তথা সাংসদ কিরণময় নন্দ।
উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পরে এই প্রথম কলকাতায় এলেন কিরণময়বাবু। শনিবার দলীয় কার্যালয়ে রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী বলেন, “কেন্দ্রীয় সরকারের অন্যতম শরিক হয়েও যে ভাবে মমতা খুচরো ব্যবসায়ে বিদেশি বিনিয়োগ, লোকায়ুক্ত, এনসিটিসি-র মতো জনবিরোধী নীতির বিরোধিতা করেছেন, তা প্রশংসার যোগ্য। রেলের বর্ধিত যাত্রীভাড়া কমিয়েও মমতা ঠিক করেছেন।” কিরণময়বাবুর কথায়, “গরিব, নিম্ন ও মধ্যবিত্ত মানুষ রেলের যে সব শ্রেণিতে সফর করেন, নতুন রেলমন্ত্রী মুকুল রায় সে সব শ্রেণির ভাড়া কমিয়ে দিয়েছেন। ভারতের বিভিন্ন অংশের মানুষ এই সিদ্ধান্তে খুশি।” কেন তাঁর এই মমতা-প্রশংসা? কিরণময়বাবুর ব্যাখ্যা, “মমতা যে সব নীতি বা সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, সমাজবাদী পার্টি (সপা) বা বামেরাও তার বিরোধিতা করেছে। কিন্তু সরকারের বাইরে থেকে বিরোধিতা করা আর ভিতর থেকে বিরোধিতা এক নয়। ভিতর থেকে বিরোধিতা করা অনেক কঠিন। মমতা সেই কাজই করছেন।”
আগামী লোকসভা ভোটের আগে সপা সুপ্রিমো মুলায়ম সিংহ অ-কংগ্রেসি, অ-বিজেপি দলগুলিকে নিয়ে একটি সর্বভারতীয় জোট গড়ে তুলতে চান। সেই জোটে মমতাকেও শরিক হিসাবে পেতে যে মুলায়ম আগ্রহী, কিরণময়বাবুর কথায় তা স্পষ্ট। তিনি বলেন, “আমরা সকল অ-কংগ্রেসি, অ-বিজেপি মুখ্যমন্ত্রীর মধ্যে সুসম্পর্ক ও ঐক্য গড়ে তুলতে চাই। আগামী নির্বাচনে দুর্নীতিগ্রস্ত কংগ্রেস সরকারের পরাজয় অনিবার্য। কিন্তু বিজেপি যাতে ক্ষমতায় না আসতে পারে, সেটাও দেখতে হবে।” মমতার সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে কি বামফ্রন্টে থাকা সম্ভব? কিরণবাবুর জবাব, “সপা জাতীয় দল। রাজ্যে আমরা বামফ্রন্টে আছি। ভবিষ্যতে সপা সংসদীয় দল যে সিদ্ধান্ত নেবে, রাজ্যও তা মেনে চলবে।” বর্তমানে রাজ্যে সপার একমাত্র বিধায়ক চাঁদ মহম্মদ। তিনিও এ দিন উপস্থিত ছিলেন। তবে কিরণময়বাবু প্রকাশ্যে মমতার প্রশংসা করায় সিপিএম অস্বস্তিতে। রাজ্য কমিটির এক সদস্য বলেন, “আমরা বিষয়টির উপরে নজর রাখছি।”
অন্তর্বর্তী নির্বাচনের প্রসঙ্গে মুলায়মের মন্তব্যকে সমর্থন করে কিরণময়বাবু বলেন, “কেন্দ্রীয় সরকার কোরামিনের উপরে চলছে। প্রতিদিন নতুন করে কোটি কোটি টাকার দুর্নীতি ধরা পড়ছে। নিজস্ব বিরোধে কখন এই সরকার ভেন্টিলেশনে চলে যাবে, কেউ জানে না!” তাঁর দাবি, সপা অন্তর্বর্তী নির্বাচনের জন্য প্রস্তুত।
শুধু উত্তরপ্রদেশ নয়, কংগ্রেস এবং বিজেপি-র বিরোধিতা করে গোটা দেশেই সপা লড়বে। কংগ্রেসের বিরোধিতা লক্ষ্য হলে রাষ্ট্রপতির ভাষণে সপা কেন ইউপিএ-র পক্ষে ভোট দিল? কিরণময়বাবু বলেন, “তৃণমূল সংসদ বয়কট করেছিল। এই পরিস্থিতিতে সপা ভোট না-দিলে সরকার পড়ে যেতে পারত। তখন রাষ্ট্রপতি বিজেপিকে সরকার গঠন করতে ডাকতেন। বিজেপিকে আটকাতেই সপা ইউপিএ সরকারকে সমর্থন করেছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.