আজকের শিরোনাম
ওড়িশায় মাওবাদীদের হাতে অপহৃত বিজেডি বিধায়ক
ফের ওড়িশায় অপহরণের ঘটনা ঘটল। এ বার মাওবাদীদের হাতে অপহৃত হলেন বিজেডি বিধায়ক ঝিনা হিকাকা। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ১২ টা নাগাদ রায়গড়ার লক্ষ্ণীপুরের বিধায়ক হিকাকাকে কোরাপুট থেকে অপহরণ করে মাওবাদীরা। জেলা পরিষদের নির্বাচনী প্রচার সেরে তখন তিনি বাড়ি ফিরছিলেন নিজের গাড়িতে। সঙ্গে ছিল তাঁর দেহরক্ষী ও চালক। কোরাপুটে জঙ্গলের কাছে গাছ ফেলে রাস্তা আটকায় জনা পঞ্চাশ মাওবাদী। বিধায়ককে নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেও দেহরক্ষী ও চালককে ছেড়ে দিয়েছে তারা। ওড়িশায় এই প্রথম কোনও বিধায়ক অপহৃত হলেন। মাওবাদীদের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও দাবি করা হয়নি। তাঁর খোঁজে ইতিমধ্যেই চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। অন্ধ্রপ্রদেশের মাওবাদী স্কোয়াডের সদস্যরা এই কাজ করেছে বলে অনুমান প্রশাসনের। অপহরণের বিষয়টি জানার পর মুখ্যমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। গত কয়েকদিন আগেই দুই ইতালীয় নাগরিককে অপহরণ করেছিল মাওবাদীরা। তাঁদের উদ্ধারের জন্য মধ্যস্থতাকারীরা আলোচনা চালাচ্ছিল। আজ সেই দুই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার বিষয়ে একটা সমাধান বেরনোর সম্ভাবনা ছিল। কিন্তু বিধায়কের অপহরণ ওড়িশা সরকারকে ফের বিপাকে ফেলে দিল। এই অপহরণের ফলে দুই ইতালীয় নাগরিকের মুক্তির সম্ভাবনাও ক্ষীণ হল বলে মনে করছে প্রশাসনিক মহল। অপহরণের বিষয়টি নিয়ে আজ ওড়িশার বিধানসভা উত্তাল হয়ে ওঠে। বিরোধী দলের বিধায়করা অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান।

পাতিপুকুরে বাসের রেষারেষিতে মৃত ২, আহত ৩
পাতিপুকুর রেল সেতুর কাছে আজ সকাল ৭.১০ নাগাদ ২১৫/এ ও ২১৯ রুটের দু’টি বাসের রেষারেষিতে মৃত্যু হল দু’জনের। তাঁদের মধ্যে এক জন স্থানীয় মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। অন্যজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রায় দু’ঘন্টা পথ অবরোধও করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ। একটি বাসকে আটক করা হয়েছে। অন্য বাস ও চালকদের খোঁজ শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা ট্র্যাফিক ব্যবস্থার দাবি জানিয়েছেন।

মুর্শিদাবাদে কংগ্রেসের সমর্থন বামেদের
কংগ্রেসের সমর্থন নিয়ে ২০১১-১২-র আর্থিক বাজেট পেশ করল মুর্শিদাবাদ জেলা পরিষদ। বাম পরিচালিত জেলা পরিষদকে সমর্থন করায় রীতিমত অবাক রাজনৈতিক শিবির। ৬০০ কোটি টাকার এই বাজেটের কারণে গত এক বছর ধরে পরিষদের অনেক কাজ আটকে ছিল। তবে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় উন্নয়নের স্বার্থেই এই সমর্থন। প্রসঙ্গত, গত বছর ২৫ মে এই বাজেটই পেশ করতে দেয়নি কংগ্রেস। কিন্তু আজ এই সমর্থনে খুশি বাম ও কংগ্রেস দু’পক্ষই।

খড়্গপুরে রেলকর্মী গুলিবিদ্ধ
খড়্গপুরের গোলবাজারে রেলের গ্যাংম্যানকে গুলি করে দুই দুষ্কৃতী। গুলিবিদ্ধ রেলকর্মীর নাম এ দুর্গারাও। তিনি কাজে যাওয়ার সময় দু’জন সাইকেলে চেপে এসে তাঁকে কাছ থেকে গুলি করে। তাঁর বুকের নীচে একটি গুলি লাগে। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে খড়্গপুরের টাউন হাসপাতালে ভর্তি করেন। অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

বালুরঘাটে যুবক-যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার
এক যুবক-যুবতীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। আজ সকালে মালঞ্চের আয়নায় এঁদের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পুলিশে খবর দেয় তারা। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। আত্মহত্যার ঘটনা কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

বহরমপুর হাসপাতাল থেকে শিশু নিখোঁজ
ফের শিশু নিখোঁজের ঘটনা ঘটল বহরমপুর জেলা হাসপাতালে। গতকাল থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না শিশুটির। হাসপাতাল কর্মীদের কেউই তাঁর খোঁজ দিতে পারেনি। শিশুর আত্মীয়রা সুপারকে ঘিরে বিক্ষোভও দেখান। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়েছে শিশুটির মৃত্যু হয়েছে। কিন্তু তাঁর কোনও মৃতদেহই দেখাতে পারেনি কর্তৃপক্ষ।

বসিরহাটে দুটি বাড়িতে ডাকাতি
এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বসিরহাটে। পরপর দুটি বাড়িতে ডাকাতি করে একদল সশস্ত্র দুষ্কৃতী। গৃহকর্তাকে বেঁধে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেশ কিছুক্ষণ ধরে লুঠপাট চালায় তারা। প্রায় ১২ ভরি সোনা ও ৩০ হাজার নগদ টাকা লুঠ করে নিয়ে যায় ডাকাতরা। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউই গ্রেফতার হয়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.