আজকের শিরোনাম
রাজ্য বাজেট ২০১২-১৩
এক নজরে
• বাজেটে মোট বরাদ্দ ২৩৩৭১.৪৪ কোটি, গত অর্থবর্ষের থেকে ১১.৫৬ % বেশি
• ২০০ কোটি টাকা অতিরিক্ত কর সংগ্রহের প্রস্তাব
• আগামী অর্থবর্ষে ১০১১১৮৩ শূন্য পদের সৃষ্টি
• আগামী বছরে বাজেট ঘাটতি কমে ৯ কোটি টাকা হবে
• কর ব্যবস্থার সরলীকরণে জোর দেওয়া হবে
• অসংগঠিত শ্রমিকদের বিশেষ ছাড়
• পূর্ত দফতরে ৩৩.৯০ শতাংশ বরাদ্দ বৃদ্ধি
• রাজস্ব ঘাটতি কমিয়ে ১৫০০ কোটি টাকা করা হবে
• তৈরি হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক যেখানে অনলাইনে চাকরির দরখান্ত করা যাবে
• বাড়ছে প্রফেশনাল ট্যাক্স
• বৃত্তি করে ছাড়ের সীমা ২ হাজার টাকা বৃদ্ধি
• তপশিলীদের জন্য বরাদ্দ বৃদ্ধি ৩১২ কোটি টাকা
• বিদ্যুৎক্ষেত্রে ৯৪ শতাংশ বরাদ্দ বৃদ্ধি
• ৪৪,৯৫৫ টি স্কুল শিক্ষক পদের সৃষ্টি
• উত্তরবঙ্গের জন্য নতুন দফতর
• আবগারি আইন সংশোধন
• বসুমতী পুনরুজ্জীবনের প্রস্তাব


কর ও ব্যাঙ্কিং
• এগারোটা রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে বাণিজ্য কর
• অডিট রিপোর্ট জমা দেওয়ার উর্ধ্বসীমা বৃদ্ধি
• বার্ষিক আয় ৩ কোটির বেশি হলে অডিট রিপোর্ট দিতে হবে
• সম্পত্তি রেজিস্ট্রেশনে নয়া ব্যবস্থা, দলিল তৈরি হলেই এসএমএস
• ই-স্ট্যাম্প চালুর প্রস্তাব
• ভিন রাজ্য থেকে আসা পণ্যবাহী গাড়ির ওপর বসবে শুল্ক
• গাড়ি ওপর এককালীন কর ১৫ বছরে একবার দেওয়া যাবে
বাড়ছে কমছে
• ১০ লক্ষ টাকা দামের বেশি গাড়িতে শুল্ক বাড়ছে ১ শতাংশ
• ১৫ হাজার টাকার বেশি দামের ঘড়ির ওপর শুল্ক বাড়ছে ১ শতাংশ
• ১ টনের বেশি এসির ওপর শুল্ক বাড়ছে ১ শতাংশ
• ২০ হাজার টাকার বেশি মোবাইলের ওপর শুল্ক বাড়ছে ১ শতাংশ
• ২৫ হাজার টাকার বেশি টিভির ওপর শুল্ক বাড়ছে ১ শতাংশ
• জুতো

ছোট রেস্তোরায় খাওয়ার খরচ,
পনির, প্যাকিং বাক্স,
দেশী মদ, জুতোর ফিতে


শিক্ষা
• ২০০টি স্কুলে বৃত্তিমূলক ব্যবস্থা
• মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নতুন স্কুল তৈরি হবে
• ৪৯৯টি স্কুলকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নিত করার প্রস্তাব
• কোচবিহারে নতুন বিশ্ববিদ্যালয় গড়ার প্রস্তাব
• উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি ও হিন্দিতে নতুন পাঠ্যক্রম চালুর প্রস্তাব
• উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন শাখা হবে জলপাইগুড়িতে
• ৫টি নতুন সরকারি কলেজ তৈরির প্রস্তাব

• কারিগরি শিক্ষায় বরাদ্দ ৪৪৪.২৫ কোটি টাকা
• ৩টি নতুন আইটিআই গড়ার প্রস্তাব
• দার্জিলিঙে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস গড়ার প্রস্তাব
• দার্জিলিঙে নেপালি অ্যাকাডেমি চালু হবে
• জঙ্গলমহলে সিদো কানহু অ্যাকাডেমি চালু হবে

• ৪৭ টি অঙ্গনওয়ারি কেন্দ্র তৈরি হবে
• ৬টি মডেল স্কুল তৈরি হবে সরকারি (বদলি) কর্মচারিদের সন্তানদের জন্য
• পিছিয়ে পড়া ১১টি জেলায় ৪০টি নতুন স্কুল
• কর্মশিক্ষাকে আলাদা বিষয় করার প্রস্তাব


স্বাস্থ্য
• সবার জন্য স্বাস্থ্য ব্যাঙ্ক
• ১০টি নতুন ‘সিক বর্ন কেয়ার’ ইউনিট
• ২৩টি ব্লকে চালু মেডিক্যাল মোবাইল ইউনিট
• ঝাড়গ্রামে স্বাস্থ্য জেলা
• ৭ টি নতুন স্বাস্থ্য জেলা
• স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে ১০৪৯ কোটি টাকা বরাদ্দ
• নারী ও শিশুকল্যাণ খাতে ১০০০ কোটি টাকা বরাদ্দ
• পুলিশকর্মীদের স্বাস্থ্য-বিমার বরাদ্দ ১৪ কোটি



শিল্প ও কারিগরি

• তথ্য সংস্কৃতি ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি ৬১ থেকে বেড়ে হয়েছে ১১০ কোটি
• রাজারহাট ও গাইঘাটায় কারিগরি বিদ্যালয় চালুর প্রস্তাব
• শিল্প খাতে ৫০০ কোটি বরাদ্দ
• উত্তরপাড়া ফিল্ম সিটি চালু হবে
• সোনারপুরে ১০২.৭৫ কোটি টাকার হার্ডওয়ার ইন্ডাস্ট্রি পার্ক
• চা শিল্পের উন্নতিতে বিশেষ ছাড়


গ্রামোন্নয়ন
• পিছিয়ে পড়া ১১ জেলায় ১০৫৬ কিলোমিটার সড়ক নির্মাণ
• নদীয়ায় দুটি জল সরবরাহ প্রকল্প
• শ্রমিকদের জন্য সামাজিক মুক্তি কার্ড
• ই-সহজ প্রকল্প চালু হবে
প্রকল্প ও সংষ্কার
• হরিপুরে মৎস্য বন্দর, কাজ শুরু হবে আগামী বছর থেকে
• ‘সবার ঘরে আলো’ প্রকল্প চালু হবে ১১টি জেলায়
• ৮টি নতুন সেতু তৈরির প্রকল্প
• গৃহ নির্মাণে ‘গীতাঞ্জলী’ ও ‘আমার ঠিকানা’ নামে দুটি নতুন প্রকল্প
• ডিজিটালাইসড রেশন কার্ড চালু
• ২৪০টি গ্রামে ৭৩১ কিলোমিটার নতুন রাস্তা তৈরির প্রকল্প
• করুণাময়ীতে আধুনিক বাস টার্মিনাস
• ১৮টি এআরটিও গড়ার প্রস্তাব
• প্রাণী সম্পদ উন্নয়নে বরাদ্দ ১৮৯.২০ কোটি
• ওয়েলফেয়ার কর্পোরেশন গড়ার প্রস্তাব
• আবাসন, বিমা, পিএফ-এ বিশেষ সুবিধা
• বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা

• পুলিশ ও শিক্ষকদের জন্য বিশেষ বিমা
• সংখ্যালঘু ও মত্সজীবীদের জন্য বাড়ি তৈরির প্রস্তাব
• রাজ্য জুড়ে রবীন্দ্রভবনের সংস্কার করা হবে
• আয়লা বিধ্বস্ত অঞ্চলের বাঁধ সংস্কার
• কেলেঘাই কপালেশ্বরী নদী সংস্কার

পর্যটন
• পর্যটন ক্ষেত্রে বরাদ্দ ৭০ কোটি
• সুন্দরবন উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি ২৫০ কোটি টাকা



কৃষি
• কৃষক দিবসে প্রতি ব্লকের সেরা কৃষককে প্রদান করা হবে কৃষিরত্ন পুরস্কার (৫ হাজার টাকা মূল্য)
• কৃষি উৎপাদন হার বৃদ্ধির লক্ষ্য ১২.৪ শতাংশ, বরাদ্দ বৃদ্ধি ১০৫.৪৬ কোটি
• প্রতি ব্লকে কৃষি বিপণন কেন্দ্র। উপকৃত হবেন প্রায় ২.৮ লক্ষ কৃষক। খরচ ২০০ কোটি টাকা



দুর্গাপুরে পথ দুর্ঘটনায় নিহত তিন
দুর্গাপুরে দুটি তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। আজ সকালে এবিএল গেটের কাছে ট্যাঙ্কার দুটির সংঘর্ষ হয়। উল্টে যায় একটি ট্যাঙ্কার। চাপা পড়ে দুই সাইকেল আরোহী। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই সাইকেল আরোহী-সহ এক মহিলার।

বিহারে ফের মাও হামলা
ফের মাওবাদী হামলার ঘটনা বিহারে। আজ সকালে বিহারের জামুইয়ের খাইরা ব্লক অফিসে হামলা চালায় প্রায় ৫০ জন সশস্ত্র মাওবাদীর একটি দল। ব্লক অফিসটি খালি করে সেটি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয় তারা। আগুন ধরিয়ে দেওয়া হয় ১২টি বালিভর্তি ট্রাকেও। এই ঘটনায় কেউ হতাহত না হলেও নষ্ট হয়েছে বেশ কয়েক লক্ষ টাকা। প্রসঙ্গত গতকাল বিহারের একটি স্টেশনের ম্যানেজার-সহ তিন কর্মীকে অপহরণ করে মাওবাদীরা। পরে অবশ্য তাদের মুক্তি দেওয়া হয়। তবে বিপর্যস্ত হয়ে পরে ওই এলাকার রেল পরিষেবা।

ধৌলি এক্সপ্রেসে ভুয়ো বোমাতঙ্ক
আজ সকালে হাওড়া থেকে পুরীগামী ধৌলি এক্সপ্রেসে বোমাতঙ্ক ছড়ায়। ট্রেনে বোমা আছে বলে খড়্গপুর স্টেশনে সকালে খবর দেয় এক যুবক। সঙ্গে সঙ্গেই ট্রেনটিকে বেলদা স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি ও রাজ্য পুলিশ। ট্রেন থেকে সমস্ত যাত্রী নামিয়ে চলে তল্লাশি। তবে সন্দেহজনক কিছুই মেলেনি তল্লাশিতে। সকাল ১১:১০ মিনিটে ট্রেনটি ফের পুরীর উদ্দেশ্যে রওয়ানা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চিহ্নিত করা গিয়েছে অভিযুক্ত যুবককেও।

ফের সিআইডি হেফাজতে লক্ষ্মণ শেঠ

নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে আগামী চারদিন সিআইডি হেফাজতেই থাকছেন লক্ষ্ণণ শেঠ-সহ দুই সিপিএম নেতা অশোক গুড়িয়া ও অমিয় সাহু। আজ সকালেই তাঁদের ভবানি ভবন থেকে হলদিয়ায় নিয়ে আসা হয়। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত চত্বরে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

বিশ্ববিদ্যালয়ে নয়া কমিটি
পুরুলিয়ার সিদো-কানহু-বিরসা বিশ্ববিদ্যালয়ের পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গড়ল রাজ্য। নতুন কমিটি থেকে বাদ পড়েছেন অধিকাংশ পুরনো সদস্যই। আর তাতেই দলতন্ত্রের ‘গন্ধ’ পাচ্ছেন পুরনো সদস্যরা। বেশ কিছুদিন ধরেই উপাচার্যের সঙ্গে মতবিরোধ হচ্ছিল কমিটির সদস্যদের। এর ফলে ব্যহত হচ্ছিল পঠনপাঠন। নয়া কমিটি হওয়ায় সমস্যা কিছুটা কমবে বলেই আশা করছে শিক্ষামহল।

হাতির হানায় মৃত এক
বীরভুমে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম দীনবন্ধু বাগচী। আজ সকালে খয়রাশোলে দলছুট একটি হাতির মুখে পড়ে যান দীনবন্ধুবাবু। তখনি হাতিটি তাকে পিষে মারে।

বধূকে হাঁসুয়ার কোপ
মালদহে পারিবারিক বিবাদের জেরে কান কাটা গেল এক বধূর। আজ সকালে মালদহের যদুপুরে টিভি দেখাকে কেন্দ্র করে আবদুল মতিনের সঙ্গে কথা কাটাকাটি হয় তার দাদা ইসমাইল আলির। তখনই ইসমাইল ও তার স্ত্রী চড়াও হয় আবদুল মতিনের স্ত্রীর উপর। ইসমাইলের হাঁসুয়ার কোপে কান কাটা যায় ওই বধূর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.