লোকাল কমিটি থেকে বাদ দুই জেলা সদস্য
জেলা সম্মেলনের আগে বিভিন্ন লোকাল কমিটির সম্মেলনকে কেন্দ্র করে সামনে আসছে আরএসপির গোষ্ঠী কোন্দল। রবিবার কৃষ্ণনগর লোকাল কমিটির সম্মেলনে কমিটি থেকে বাদ পড়লেন দুই জেলা কমিটির সদস্য।
২৫ ও ২৬ মার্চ ধুবুলিয়ায় রয়েছে আরএসপির জেলা সম্মেলন। তার আগে শাখা কমিটি ও লোকাল কমিটিগুলির সম্মেলন হয়েছে। এখনও পর্যন্ত চারটি লোকাল কমিটিতে সম্পাদক পরিবর্তন হয়েছে। জোনাল কমিটির সম্মেলন হবে জেলা কমিটির পর। সদ্য বাদ পড়া জেলা কমিটির সদস্য সব্যসাচী মুখোপাধ্যায় বলেন, “আমি ছাড়াও কৃষ্ণনগর জেলা কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে জেলা কমিটির সদস্য শঙ্কর বন্দোপাধ্যায়কেও। এছাড়াও বাদ দেওয়া হয়েছে যুব সংগঠনের কৃষ্ণনগর জোনাল সম্পাদক সপ্তর্ষি মিত্র ও লোকাল সম্পাদক প্রদীপ সরকারকেও। চাপড়া লোকাল কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে ছাত্র সংগঠন পিএসইউ এর জেলা সম্পাদক গোপাল বিশ্বাস-সহ সুখেন সরকার, শৌভিক সরকারের মতো নেতাকেও।” তিনি আরও বলেন, “আসলে আমরা যারা জেলা সম্পাদকের নানান অনৈতিক কাজকর্মের প্রতিবাদ করেছি তাদেরই চক্রান্ত করে সরিয়ে দেওয়া হল। শুধু তাই নয় দেবগ্রাম লোকাল কমিটি থেকেও দীর্ঘদিনের বিধায়ক ও জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ধনঞ্জয় মোদককেও সরিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল।”
যদিও গোষ্ঠী কোন্দলের কথা স্বীকার করছেন না ১৯৯৯ সাল থেকে টানা জেলা সম্পাদকের পদে থাকা শঙ্কর সরকার। তিনি বলেন, “গোষ্ঠী কোন্দলের কোনও প্রশ্নই নেই। গণতান্ত্রিক নীতিতেই দল চলছে। কাউকে সরানো হয়েছে বলে জানা নেই। সংখ্যাধিক্যের মতকেই সকলকে গ্রহণ করতে হবে। আমার বিরুদ্ধে যদি কোনও অনৈতিক কাজের অভিযোগ ওঠে তবে তার উত্তর দেবে রাজ্য কমিটি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.