আজ বিশ্ব পুতুল দিবস
ঝাড়গ্রামে মূক-বধিরদের পাপেট-শো
পাখির কলতান, ভ্রমরের গুঞ্জন কী--তা ওরা জানে না। ঝড়ের আওয়াজ কেমন তা জানা নেই প্রদীপ-অনির্বাণ-রমলাদের। তবে গোলাপ-জুঁইয়ের সুগন্ধ শ্বাস ভরে নিতে জানে ওরা। বাগানে উড়ে বেড়ানো রঙিন-রঙিন প্রজাপতি দেখে খিলখিলিয়ে হাততালি দেয় লক্ষ্মী-মার্শাল-সায়ক। কিন্তু নিজেদের ছোট ছোট আনন্দ আর নিঃসীম বেদনার অভিব্যক্তি প্রকাশ করার ‘মুখের ভাষা’ নেই ওদের। আজ, বুধবার ২১ মার্চ ‘বিশ্ব পুতুল দিবসে’র সারাদিনটা অনির্বাণ-রমলা-সায়কদের মতো মূক-বধির কিশোর-কিশোরীদের জন্যই ধার্য করেছে ‘ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমি’। ঝাড়গ্রাম শহরের অদূরে সেবায়তনে মূক-বধির শিশু, কিশোর-কিশোরীদের জন্য আবাসিক ‘কল্যাণকেন্দ্র’ প্রাঙ্গণে আর্ট অ্যাকাডেমির উদ্যোগে ‘পুতুল তৈরির আসর’ বসছে। এ দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেখানে মূক ও বধির কিশোর-কিশোরীদের পুতুল তৈরি শেখানো হবে। সবশেষে অনির্বাণ-রমলা-লক্ষ্মী-মার্শালদের তৈরি পুতুল দিয়েই ‘সবুজের স্বপ্ন’ নামে একটি পুতুল-নাটকও মঞ্চস্থ করা হবে। আর্ট অ্যাকাডেমির অধ্যক্ষ সঞ্জীব মিত্র জানালেন, প্রদীপ-অনির্বাণ-রমলাদের যেহেতু শ্রবণ-ক্ষমতা নেই, সে কারণে পাপেট-শোটিতে কোনও সংলাপ বা আহবসঙ্গীত থাকবে না। প্রকৃতি, পাখি, পতঙ্গ ও বন্যপ্রাণের অস্তিত্বের সঙ্কট নিয়ে নির্বাক ওই পুতুল নাটকের বিষয়বস্তুটি একান্ত ভাবেই সঞ্জীববাবুদের নিজস্ব ভাবনা-প্রসূত। ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমি প্রযোজিত এ পর্যন্ত পুতুল-নাটকের সংখ্যা ১১। দ্বাদশতম পুতুল নাটকটির জন্য এই প্রথমবার মূক ও বধিরেরা পুতুল তৈরির পাশাপাশি বুধবার পাপেট পরিচালনাও করবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.