আরও তিন দিন সিআইডি হেফাজতে
ন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে ধৃত প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ, প্রাক্তন বিধায়ক অমিয় সাহু এবং পূর্ব মেদিনীপুর জেলা কৃষকসভার সম্পাদক অশোক গুড়িয়াকে আরও তিন দিন সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দিল হলদিয়া এসিজেএম আদালত। পাশাপাশি, লক্ষ্মণবাবুদের জেরার সময়ে তাঁদের আইনজীবীদের উপস্থিত থাকতে দেওয়ার আর্জিও এ দিন মঞ্জুর করেছেন হলদিয়ার এসিজেএম।
শনিবার মুম্বইয়ের চেম্বুর থেকে তিন নেতাকে গ্রেফতারের পরে সেখানকার আদালত থেকেই ‘ট্রানজিট রিমান্ড’ পেয়েছিল সিআইডি। রবিবার সন্ধ্যায় ধৃতদের কলকাতায় এনে ভবানীভবনে রেখে টানা জেরা করেন গোয়েন্দা অফিসারেরা। মঙ্গলবার সকালে ধৃতদের ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এসএসকে এম হাসপাতালে।
আদালতে লক্ষ্মণ।-নিজস্ব চিত্র
পরে সেখান থেকেই তাঁদের হাজির করানো হয় হলদিয়া আদালতে। সিআইডি-র পক্ষ থেকে ধৃতদের আরও জেরার জন্য ১০ দিন নিজেদের হেফাজতে রাখার আর্জি জানানো হয়। অন্য দিকে, লক্ষ্মণবাবুদের আইনজীবীরা অভিযোগ ‘সাজানো’ বলে দাবি করে জামিনের আবেদন করেন। এসিজেএম সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় ৩ দিন সিআইডি-হেফাজত মঞ্জুর করেন।
লক্ষ্মণ শেঠের হয়ে সওয়াল করতে আসা কলকাতা হাইকোর্টের আইনজীবী শৈবাল মণ্ডলের দাবি, “মামলাটি যে সাজানো তা যুক্তি দিয়েই আমরা আদালতের কাছে তুলে ধরেছি। বিচারক তাই সরকারপক্ষের ১০ দিনের হেফাজতের দাবি গ্রাহ্য করেননি।” পক্ষান্তরে সরকারি আইনজীবী দেবদুলাল গিরির বক্তব্য, ধৃতদের আরও জেরা করার প্রয়োজন রয়েছে বুঝেই সিআইডি-হেফাজত মঞ্জুর করেছেন বিচারক।
বিক্ষোভ সামলানোর চেষ্টা সিআইডি অফিসারদের। মঙ্গলবার
হলদিয়া মহকুমা আদালতে আরিফ ইকবাল খানের তোলা ছবি।
সিআইডি সূত্রের দাবি, ইতিমধ্যে তাদের কাছে জেরায় লক্ষ্মণবাবুদের বক্তব্যে কিছু ‘অসঙ্গতি’ ধরা পড়েছে। ওই সূত্রই জানাচ্ছে, জেরায় লক্ষ্মণবাবু সিআইডি-র কাছে দাবি করেছেন, তিনি গত ৩০ জানুয়ারি এই মামলায় চার্জশিটের সময় পর্যন্ত হলদিয়াতেই ছিলেন। তার পরে আইনজীবীর পরামর্শে আত্মগোপন করেন। অথচ, সিআইডি তদন্তে জেনেছে, ডিসেম্বর থেকে তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীও (যিনি নিজেও পুলিশকর্মী) প্রাক্তন সাংসদের গতিবিধি জানতেন না। বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন শহরে থাকার সময়ে মোবাইলের ৭-৮ রকম সিম-কার্ড ব্যবহার করেছেন লক্ষ্মণবাবু। সেগুলির ‘টাওয়ার-লোকেশন’ সংক্রান্ত তথ্যও প্রাক্তন সাংসদের হলদিয়ায় থাকার দাবি খারিজ করছে বলে সিআইডি-র বক্তব্য। সিআইডি এখন সেই সব সিম-কার্ডের সূত্রে কার কার সঙ্গে লক্ষ্মণবাবু যোগাযোগ করতেন, তা খতিয়ে দেখছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.