টুকরো খবর
নর্যাতনের নালিশ, ধৃত স্বামী ও ভাসুর
বধূ নির্যাতনের অভিযোগে এক মহিলার স্বামী ও ভাসুরকে গ্রেফতার করল কাঁথির নবগঠিত মহিলা থানার পুলিশ। রবিবার বিকেলে উদ্বোধন হয়েছে এই মহিলা থানার। ওই দিনই কাঁথি থানা এলাকার বাসুদেববেড়িয়া গ্রামের গায়ত্রী রাণা মহিলা থানায় এসে স্বামী শঙ্কর রাণা, ভাসুর মদন রাণা, শাশুড়ি সরস্বতী ও জা অর্চনা রাণার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেন। গায়ত্রীদেবীর অভিযোগ, কন্যা-সন্তানের জন্ম দেওয়ার পাশাপাশি স্বামীর দ্বিতীয় বিয়েতে সম্মতি না দেওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর অত্যাচার শুরু করে। গত ১১ মার্চ তাঁকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা মারধর করে অচৈতন্য অবস্থায় কালীনগর খালে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যান। সোমবার মহিলা থানার পুলিশ গায়ত্রীদেবীর স্বামী শঙ্কর ও ভাসুরকে গ্রেফতার করে কাঁথি আদালতে হাজির করায়। বিচারক ধৃতদের ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন।

গ্রন্থাগারের সমস্যা নিয়ে আলোচনা
কর্মীর অভাবে ধুঁকছে পূর্ব মেদিনীপুর জেলার গ্রন্থাগারগুলি। একটি জেলা গ্রন্থাগার, ৪টি মহকুমা গ্রন্থাগার, ৬টি শহর গ্রন্থাগার ছাড়াও ১১১টি গ্রামীণ গ্রন্থাগার রয়েছে জেলায়। এর মধ্যে কর্মীর অভাবে ১৬টি গ্রন্থাগার ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। বাকিগুলির মধ্যে ৩০টিতে প্রশাসক নিযুক্ত থাকলেও গ্রামীণ গ্রন্থাগারগুলিতে দীর্ঘদিন ধরে কোনও নির্বাচন হয়নি। জেলার মোট ১২১টি গ্রন্থাগারের জন্য ২৭০ জন কর্মীর পদ অনুমোদিত হলেও বর্তমানে কর্মীর সংখ্যা মাত্রই ১৫৪ জন। অর্থাৎ ১১৬টি পদ খালি পড়ে আছে। পর্যাপ্ত কর্মীর অভাবে গ্রন্থাগারগুলি চালাতে অসুবিধার কথা জানিয়ে সম্প্রতি জেলার গ্রন্থাগার-কর্মীদের পক্ষ থেকে জেলা গ্রন্থাগারিকের কাছে ডেপুটেশনও দেওয়া হয়। জেলার গ্রন্থাগারগুলির সমস্যা নিয়ে গত ১৭ মার্চ জেলাশাসকের দফতরে লোকাল লাইব্রেরি অথরিটির সভা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মলয় হালদার, জেলা গ্রন্থাগারিক তুষার চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, লাইব্রেরি অথরিটির সদস্য বিধায়ক সমরেশ দাস, চন্দন সিংহ, আবু তাহের প্রমুখ। সভায় জেলার গ্রন্থাগারগুলির বর্তমান সমস্যার কথা স্বীকার করে অবিলম্বে শূন্য পদগুলিতে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে যে-সব গ্রন্থগারগুলিতে একই পরিচালকমণ্ডলী রয়েছে সেগুলিতে নির্বাচন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

চুরি, কাঁথিতে ধৃত পরিচারিকা
কাঁথি শহরের এক স্বাস্থ্যকর্মীর বাড়ি থেকে লক্ষাধিক টাকার সামগ্রী চুরির অভিযোগে বাড়ির পরিচারিকাকে গ্রেফতার করেছে পুলিশ। কাঁথি শহরের আঠিলাগড়িতে থাকেন স্বাস্থ্য দফতরের কর্মী অলকেশ গুড়িয়া এবং তাঁর স্ত্রী। স্বামী-স্ত্রী দু’জনেই চাকরিজীবী হওয়ায় বাড়িতে সর্বক্ষণের জন্য প্রতিমা কর নামে এক পরিচারিকা নিযুক্ত করেছিলেন তাঁরা। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গুড়িয়া-দম্পতি বাইরে যান। তাঁরা ফিরে আসার পর থেকে খোঁজ পাননি প্রতিমার। পরে দেখা যায় বাড়িতে সোনার গয়না, নগদ টাকা-সহ কয়েক লক্ষ টাকার সামগ্রীর কোনও হদিস নেই। সোমবার প্রতিমাকে গ্রেফতার করে পুলিশ।

অনশন আন্দোলন প্রত্যাহার
প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগের দাবিতে সোমবার পূর্ব মেদিনীপুর জেলাশাসকের অফিসের সামনে অনশন-অবস্থানে বসেছিলেন পিটিটিআই পাশ প্রার্থীরা। মঙ্গলবার দুপুরে অনশন মঞ্চে এসে এসে জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি গোপাল সাহু আলোচনার আশ্বাস দেওয়ায় অনশন প্রত্যাহার করলেন তাঁরা। সংগঠনের জেলা সম্পাদক নীলম রায় বলেন, “প্রাথমিক শিক্ষক হিসাবে নিঃশর্তে নিয়োগের দাবিতে অনশন কর্মসূচি নেওয়া হয়েছিল। দাবি খতিয়ে দেখার আশ্বাস মেলায় অনশন প্রত্যাহার করা হয়েছে।” মামুদ হোসেন বলেন, “পিটিটিআই প্রার্থীদের দাবিগুলি নিয়ে রাজ্য সরকারের কাছে আর্জি জানানো হবে।”

আলোচনাসভা
রবীন্দ্রনাথের শিক্ষা-ভাবনার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনাসভা হল পূর্ব মেদিনীপুরের তমলুক কলেজে। কলেজের বিএড বিভাগ ও রাতুলিয়া সেকেন্ডারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত শনিবারের এই সভার উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক নিরঞ্জন কুমার মণ্ডল। যোগ দেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মুনমুন গঙ্গোপাধ্যায়, বিষ্ণুপদ নন্দ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা রীতা সিংহ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.