ঐক্য না হলে এনসিটিসি-ই নয়, স্পষ্ট বলল না কেন্দ্র
জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র নিয়ে পরবর্তী পদক্ষেপের আগে সকলের সঙ্গে আলোচনা হবে ঠিকই। কিন্তু ঐকমত্য না হলে সরকার এনসিটিসি-র ভাবনা থেকে সরে আসবে বিরোধীদের দাবি সত্ত্বেও এমন প্রতিশ্রুতি দিল না মনমোহন-সরকার।
প্রধানমন্ত্রী মনমোহন সিংহ আজ রাজ্যসভায় জানান, আগামী ১৬ এপ্রিল অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে মুখ্যমন্ত্রীদের সম্মেলন ডাকা হয়েছে। সেখানে জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র (এনসিটিসি) নিয়ে আলোচনা হবে। সকলের সঙ্গে যথেষ্ট আলোচনা করেই এনসিটিসি-র কাজ চালু করার জন্য পরবর্তী পদক্ষেপ করা হবে। বিজেপির অরুণ জেটলি, বেঙ্কাইয়া নাইডু, সিপিএমের সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে বিজু জনতা দল, জেডি (ইউ)-র নেতারা দাবি তোলেন, সরকার আশ্বাস দিক যে মুখ্যমন্ত্রীদের বৈঠকে ঐকমত্য না হলে এনসিটিসি তৈরি হবে না। সরকার এই আশ্বাস দিলে রাষ্ট্রপতির বক্তৃতা থেকে এনসিটিসি-র উল্লেখ বাদ দিতে তাঁরা ভোটাভুটি চাইবেন না, জানান জেটলি-ইয়েচুরিরা।
প্রধানমন্ত্রী কিন্তু আজ এনসিটিসি-র পক্ষেই সওয়াল করেছেন। ওড়িশায় দুই ইতালিয়র অপহরণের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, “ওড়িশার ঘটনা আমাদের সকলকে মনে করিয়ে দিয়েছে যে আমরা সন্ত্রাসবাদ বা মাওবাদীদের মোকাবিলায় সতর্ক না হলে দেশের নিরাপত্তা সঙ্কটে পড়তে পারে।” সেই ক্ষেত্রে এনসিটিসি-র গঠন একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে যুক্তি দেন মনমোহন। তাঁর বক্তব্য, ‘‘আমার মনে হয়, এনসিটিসি-র ভাবনা এবং এনসিটিসি কী ভাবে কাজ করবে, সেটা দু’টো আলাদা বিষয়। আপনারা সকলেই মানছেন, এনসিটিসি-র প্রয়োজন রয়েছে। এখন এনসিটিসি কী ভাবে কাজ করবে, তা নিয়ে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু আমার বিশ্বাস, আলোচনার মাধ্যমে এই সব মতপার্থক্য দূর করে ঐকমত্যে পৌঁছনো সম্ভব।” সংবিধান বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে কেন্দ্রীয় সরকার কিছু করবে না বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের বক্তব্য, যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা রাজ্যের অধিকারে কেন্দ্রের অধিকারে হস্তক্ষেপ নিয়ে অনেক মুখ্যমন্ত্রী আপত্তি তুলেছেন। কিন্তু অনেকে স্রেফ রাজনৈতিক কারণেই এনসিটিসি-র বিরোধিতা করছেন। সেই কারণেই খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের মতো এনসিটিসি-র গঠন ঐকমত্য না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কাল স্থগিত রাখা অসম্ভব। ইয়েচুরি বলেন, “কেন্দ্রীয় সরকারের যদি মনে হয়, কোনও মুখ্যমন্ত্রী অকারণে আপত্তি করছেন, তা হলে সরকার সংসদে এনসিটিসি গঠনের জন্য বিল আনতে পারে। সংসদে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।”
এনসিটিসি-র পক্ষে সওয়াল করে আজ প্রধানমন্ত্রী জানান, এ বিষয়ে বিভিন্ন মঞ্চে আগেও আলোচনা হয়েছে। দ্বিতীয় প্রশাসনিক সংস্কার কমিশন ও মন্ত্রিগোষ্ঠীর রিপোর্টের পর থেকেই এ নিয়ে আলোচনা চলছে। সন্ত্রাস দমনে সব রাজ্য এবং সংস্থাগুলির মধ্যে সমন্বয়ের লক্ষ্যে এনসিটিসি গড়ে তোলার জন্যই ২০০১ সালে মাল্টি-এজেন্সি সেন্টার তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রীর অভ্যন্তরীণ নিরাপত্তা সম্মেলনেও গত দু’বছর ধরে এ বিষয়ে আলোচনা হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.