টুকরো খবর
দুর্ঘটনা, জাতীয় সড়ক অবরোধ
— নিজস্ব চিত্র।
একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার আধঘন্টা ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন রানিগঞ্জের আমরাসোঁতা ফাঁড়ির পঞ্জাবি মোড় এলাকার বাসিন্দারা। ফলে কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পঞ্জাবি মোড়ের কাছে একটি ডাম্পার দাঁড়িয়েছিল। পানাগড়ের বিরুডিহার বাসিন্দা দুই যুবক একটি মোটরবাইকে আসানসোল থেকে ফিরছিলেন। হঠাৎ মোরাবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটির পিছনে ধাক্কা মারে। ছিটকে পড়ে যান তাঁরা। গুরুতর জখম অবস্থায় রাস্তাতেই পড়ে থাকেন। পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ আসতে দেরি করে। পুলিশ আসতেই গাড়ি অবরোধ করেন বাসিন্দারা। বিক্ষোভকারীদের একাংশ পুলিশের সাহায্যে আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এরপর পুলিশের বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিপন্ন শ্মশান, বিক্ষোভ কৈথিতে
ইটভাটার জেরে বিপন্ন কৈথি গ্রামের শ্মশান। প্রতিকারের দাবিতে ইটভাটা বন্ধ করে বিক্ষোভ দেখালেন আদিবাসী মানুষজন। অভিযোগ, গায়ের জোরে মাটি কাটছে ভাটা মালিকরা। টন টন অবৈধ কয়লা ইটভাটায় পড়ে আছে। অথচ পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। কৈথি গ্রামের বাসিন্দা, বিজেপি নেতা রাজু বাউড়ি জানান, তাঁদের গ্রামের শ্মশানে ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের আদিবাসীরা শবদাহ করেন। শ্মশানের চারপাশে তিনটি ইটভাটা গড়ে উঠেছে। ভাটার মালিকেরা শ্মশানের অর্ধেকের বেশি জমি কেটে নিয়েছে। যত্রতত্র মাটি কাটায় শ্মশানে যাওয়ার পথেরও বেহাল দশা। পুলিশ ও ইটভাটা মালিকদের কাছে বারবার প্রতিকারের আবেদন জানিয়েও কোনও ফল হয়নি। তাই ইটভাটা বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন তাঁরা। ঘটনার জেরে ঘন্টা দুয়েক পুলিশকেও ঘেরাও করা হয়। শেষ পর্যন্ত পুলিশ ভাটাগুলি বন্ধ রাখার নির্দেশ দিলে বিক্ষোভ ওঠে।

চাকরি না দেওয়ায় বিক্ষোভ ইসিএলে
চাকরি না দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার বাসিন্দারা কেন্দা এরিয়ার নিউ কেন্দা কোলিয়ারির বেসরকারি প্যাচ এবং ওয়েস্ট কেন্দা খোলামুখ খনির উৎপাদন ২ ঘন্টার বেশি সময় ধরে বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন কেন্দা গ্রামের বাসিন্দারা। বাসিন্দাদের দাবি, ২০০৮ সালে ১২.৬৪ শতক জমি অধিগ্রহণ করেছে ইসিএল। বিধি অনুযায়ী প্রতি ২ একরে একজনের চাকরি হওয়ার কথা। সেই হিসেবে ৬ জনের চাকরি পাওয়ার কথা থাকলেও তা হয়নি। মঙ্গলবার তাঁদের মধ্যে ৩ জনকে চাকরির নিয়োগপত্র দেওয়ার জন্য ইসিএল কর্তৃপক্ষ ডেকে পাঠালে গ্রামবাসীরা আরও ৩ জনের চাকরির দাবিতে সকাল ৯টা থেকে বিক্ষোভ শুরু করেন। এরিয়ার জেনারেল ম্যানেজার ইউনিস আনসারি জানান, জমির মালিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে।

ডাকাত সন্দেহে ধৃত ১৪ অন্ডালে
ডাকাতি করার আগেই পুলিশের জালে ধরা পড়ল ১৪ জন দুষ্কৃতী। অন্ডাল পুলিশ জানিয়েছে, উখড়ার কাছে সোমবার গভীর রাতে শেখ ভিকি, শেখ ইমরান, শেখ ডব্লিউ-সহ ১৪ জন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। তারা পাণ্ডবেশ্বর ও বীরভূমের বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তাদের কাছে আগে থেকেই ওই সব দুষ্কৃতীর জড়ো হওয়ার খবর ছিল। ধৃতদের কাছ থেকে একটি রিভলবার ও দু’রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। তাদের গাড়ি ও মোটরবাইক উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, জেরায় জানা গিয়েছে, শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এরা।

বাসিন্দাদের উচ্ছেদ করছে না এডিডিএ
পলাশডিহায় কোনও বাসিন্দাকে উচ্ছেদ করা হবে না। বদলে তাঁদের জমির পাট্টা দেওয়া হবে। মঙ্গলবার এমনটাই জানালেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। পলাশডিহায় দীর্ঘ দিন ধরে বসবাস করেও অনেকের কাছেই জমির প্রয়োজনীয় কাগজপত্র নেই। পূর্বতন এডিডিএ বোর্ড ওই বাসিন্দাদের সরিয়ে সেখানে নির্মাণ কাজ করা এবং অন্যত্র আবাসন বানিয়ে দেওয়ার কথা জানিয়েছিল। তার প্রতিবাদে বহু দিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। নতুন এডিডিএ বোর্ড ক্ষমতায় আসার পরে এলাকায় সমীক্ষা কাজ চালানোর সিদ্ধান্ত নেয়। তাপসবাবু জানান, সমীক্ষার রিপোর্ট জমা পড়েছে। রাজ্য সরকারের নীতি মেনে এক জনকেও উচ্ছেদ করা হবে না।

অবৈধ কয়লা আটক
একটি অবৈধ কয়লার ডিপোতে অভিযান চালিয়ে কয়লা বোঝাই তিনটি ট্রাক্টর ও আরও কিছু পরিমাণ কয়লা উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সালানপুর থানার আছড়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ডিপোর লোকজন পলাতক। ডিপোটিতে পুলিশ মোতায়েন রয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.