টুকরো খবর
ঠাকুরপুকুরে তালা ভেঙে চুরি ফাঁকা বাড়িতে
ঠাকুরপুকুর থানা এলাকার সরশুনার একটি বাড়ির তালা ভেঙে টাকা, গয়না এবং অন্যান্য জিনিস চুরি গিয়েছে। গৃহকর্ত্রী অর্পিতা বন্দ্যোপাধ্যায় রায় অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় বাড়িতে কেউ ছিলেন না। বাড়ি ফিরে দেখেন, সদর দরজার তালা ভাঙা। ভিতরে লন্ডভন্ড। পুলিশি সূত্রের খবর, দুষ্কৃতীরা আলমারির তালা ভেঙে নগদ টাকা, ভিডিও ক্যামেরা ও গয়নাগাঁটি নিয়ে গিয়েছে, যার আর্থিক মূল্য কয়েক লক্ষ টাকা। মল্লিকবাজারের এক দোকান থেকে প্রায় ১৪টি মোবাইল চুরি গিয়েছে। দোকানের মালিক রাজেশ অগ্রবাল রবিবার সকালে দোকান খুলতে গিয়ে দেখেন, শাটারের তালা ভাঙা। ভিতরে রাখা মোবাইল উধাও। পার্ক স্ট্রিট থানায় তিনি চুরির অভিযোগ করেন।

তৈরি নাগেরবাজার উড়ালপুল
শেষ হল নাগেরবাজার উড়ালপুলের কাজ। ২৪ মার্চ এটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রকাশ্য উদ্বোধনের বদলে অনুষ্ঠান হবে সংলগ্ন একটি পার্কে, প্যান্ডেলের ঘেরাটোপে। জেএনএনইউআরএম-এর এই প্রকল্পের শিলান্যাস হয়েছিল ২০০৯-এ। ১০৭ কোটি টাকার কাজ বিভিন্ন কারণে শেষ হতে দেরি হচ্ছিল। তদারককারী সংস্থা, হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের (এইচআরবিসি) ভাইস চেয়ারম্যান সাধনরঞ্জন বন্দ্যোপাধ্যায় রবিবার বলেন, “অবস্থানগত কারণে নির্মাণ-কাজ করতে সমস্যা হয়েছে। পরিস্থিতি জটিল থাকায় সময় লেগেছে। ২৪ তারিখ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।” যশোহর রোডে ১১৬৬ মিটার দীর্ঘ মূল সেতু ওই দিন যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তার পরে সেটি থেকে ৪০০ মিটার একটি শাখা নামবে দমদম রোডে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.