টুকরো খবর
বাংলাদেশে লঞ্চডুবি, মিলল আরও ৭৪ দেহ
মেঘনা নদীতে তলিয়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চের ১১০ জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। এর মধ্যে গত কালই উদ্ধার হয়েছিল ৩৬টি মৃতদেহ। আজ আরও ৭৪টি মৃতদেহ খুঁজে পায় উদ্ধারকারী দল। তবে, এখনও অনেকেরই খোঁজ পাওয়া যায় নি। উদ্ধারকারী দলের আশঙ্কা, মৃতের সংখ্যা ১৫০ ছাড়িয়ে যেতে পারে। সোমবার মাঝরাতে একটি তেলবাহী লঞ্চের সঙ্গে সংঘর্ষে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া অঞ্চলে ডুবে যায় ‘এম ভি শরিয়তপুর’ নামে ওই লঞ্চটি। তার পর থেকেই দু’দিন ধরে উপকূলরক্ষী বাহিনী, দমকল এবং নৌ বিভাগের যৌথ উদ্যোগে উদ্ধারকাজ চলছে। লঞ্চটিকে পুরোপুরি ভাবে ডাঙায় তোলা না গেলেও নদীর তলা থেকে অনেকটাই উপরে আনা সম্ভব হয়েছে।

নতুন হাইকমিশনার দায়িত্ব নিলেন ঢাকায়
রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করে কাজ শুরু করলেন ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার পঙ্কজ সারন। তিনি জানালেন, তিস্তা জল বণ্টন চুক্তিকেই আপাতত সব চেয়ে গুরুত্ব দিচ্ছে দিল্লি। এ দিন সারন বঙ্গভবনে এলে রাষ্ট্রপতির রক্ষী বাহিনী তাঁকে গার্ড অফ অনার দেন। সারন রাষ্ট্রপতিকে বলেন, প্রধানমন্ত্রী মনমোহন সিংহের গত সফরে যে সব চুক্তি ও বোঝাপড়া হয়েছিল, তা বাস্তবায়নের দায়িত্ব নিয়েই তিনি ঢাকা এসেছেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাঁকে স্বাগত জানান।

সুইৎজারল্যান্ডে দুর্ঘটনায় মৃত ২৮
আল্পস পর্বতে স্কি করে বেলজিয়াম ফেরার পথে পথ-দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৮ জন। এদের মধ্যে ২২ জনই স্কুলছাত্র। সকলেরই বয়স বারোর আশপাশে। আহত আরও ২৪ ছাত্র। বেলজিয়ামের দুটি স্কুলের ছাত্ররা আল্পসে ছুটি কাটিয়ে মোট তিনটি বাসে করে ফিরছিল। তার মধ্যে একটি গত কাল রাত ন’টা নাগাদ সুইৎজারল্যান্ডের সিয়েরে শহরের কাছে দুর্ঘটনায় পড়ে। সে সময় বাসে ৫২ জন যাত্রী ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.