একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের ছায়ায় ঘুমিয়ে পড়ে বেঘোরে প্রাণ হারালেন এক দিনমজুর। চালক ট্রাকটি চালানোর সময়ে খেয়াল করেননি পিছনে রাস্তায় ঘুমিয়ে রয়েছেন দুলাল মজুমদার (৪০) নামে ওই ব্যক্তি। ট্রাকটি কিছুটা পিছোতেই চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই দিনমজুরের। সোমবার দুপুরে চুঁচুড়ার সুকান্তনগর এলাকার ঘটনা। মৃতের বাড়ি ওই এলাকাতেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর ২টো নাগাদ সুকান্তনগরের জিটি রোড লাগোয়া গুদামে এফসিআইয়ের মাল খালাস করার জন্য একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ট্রাকটির পিছনে ছায়ায় ঘুমিয়ে ছিলেন দুলালবাবু। মাল খালাসের ডাক পেতেই চালক ট্রাকটি কিছুটা পিছনে নিয়ে যান। তিনি খেয়াল করেননি দুলালবাবু পিছনের রাস্তায় ঘুমিয়ে রয়েছেন। দুর্ঘটনার পরে সাময়িক উত্তেজনা ছড়ায়। পুলিশ দ্রুত সেখানে পৌঁছে দেহটি সরিয়ে নিয়ে যায়। ট্রাকটি আটক এবং চালককে গ্রেফতার করা হয়।
|
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গাড়ি উল্টে চার জন মহিলা-সহ সাত জন আরোহী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার মহিষরেখার কাছে। তাঁদের প্রথমে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় এক জনকে এসএসকেএম হাসপাতালে রেফার করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার মহিশালী গ্রাম থেকে এক দল গ্রামবাসী এ দিন দুপুরে গাড়িটিতে করে পাঁশকুড়ায় কনেযাত্রী গিয়েছিলেন। সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ মুম্বই রোড ধরে ওই গাড়িতে করেই বাড়ি ফিরছিলেন তাঁরা। গাড়িটি আসছিল মুম্বই রোড ধরে। মহিষরেখার কাছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার ধারে উল্টে যায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে আনে পুলিশ।
|
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকার সঙ্গে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি আরামবাগের মিঞাপাড়ার। পুলিশ জানায়, অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মেয়েটি। শেখ ইমরান হোসেন নামে ওই যুবক তাকে বিয়ে করতে অস্বীকার করে। মেয়েটির বাবা থানায় অভিযোগ দায়ের করেন। রবিবার ধরা পড়েন অভিযুক্ত যুবক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দেড়েক ধরে প্রতিবেশী ওই যুবকের সঙ্গে সপ্তম শ্রেণির ছাত্রীটির গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মাস পাঁচেক আগে মেয়েটির সঙ্গে সহবাসে লিপ্ত হন ইমরান। বছর পনেরোর মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। পুরো বিষয়টি মেয়ের বাড়িতে জানাজানি হয় গত শুক্রবার। দু’বাড়ির লোকজন একাধিক বার আলোচনায় বসেন। অভিযোগ, মেয়েটিকে বিয়ে করতে রাজি ছিলেন না ইমরান। এরপরেই রবিবার সকালে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় থানায়। ধৃত যুবকের বাবা শেখ আলমের দাবি ফাঁসানো হচ্ছে তাঁর ছেলেকে।
|
পুড়শুড়ার জঙ্গলপাড়া বগলাচরণ কুণ্ডু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৭৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হল সম্প্রতি। স্কুলের তরফে একই সঙ্গে বিবেকানন্দের সার্ধ শতবর্ষও পালন করা হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাও হয়েছে সেই সঙ্গে। গত বুধবার থেকে শনিবার স্কুল প্রাঙ্গণে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা হয়েছিল।
|
অনুমতি ছাড়া মেট্রো কর্তৃপক্ষ হাওড়া পুরসভার স্টেডিয়াম দখল করে কাজ করার চেষ্টা করছেন বলে সোমবার অভিযোগ তুললেন মেয়র মমতা জয়সোয়াল। তাঁর অভিযোগ, শনিবার রাতে মেট্রো কর্তৃপক্ষ জোর করে হাওড়া ময়দান সংলগ্ন পুরসভার স্টেডিয়ামের পাঁচিল ভেঙে, গোলপোস্ট উপড়ে ফেলেন। পুরসভার নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কি করে হটিয়ে দিয়ে মারধরের হুমকি দেওয়া হয়। রবিবারই থানায় অভিযোগ দায়ের করেন নিরাপত্তাকর্মীরা। মমতাদেবী বলেন, “মেট্রো কর্তৃপক্ষ মাঠটি দখল করার চেষ্টা করছেন। পুর-কমিশনার ও চিফ ইঞ্জিনিয়ারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।” মেট্রোর হাওড়ায় ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সুজন কাঞ্জিলাল অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “পুরসভার কোনও নিরাপত্তাকর্মীকে মারধর বা হুমকির প্রশ্নই ওঠে না। পুরসভার অনুমতিও নেওয়া হয়েছে।”
|
সাড়ে সাত লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার হল। রবিবার, হাওড়ার চ্যাটার্জিহাট থেকে। ধৃতের নাম হারাধন চন্দ্র। খোঁজ চলছে তাঁর স্ত্রীরও। পুলিশ জানায়, ওই দম্পতি এক প্রতিবেশীকে ব্যবসায় সাহায্য করবেন বলে কয়েক খেপে ওই টাকা নেন। ছেলের চিকিৎসার অজুহাতেও টাকা নেওয়ার অভিযোগ আছে তাঁদের বিরুদ্ধে। সোমবার আলিপুর আদালত ধৃতকে ২০ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজত দেয়। |