টুকরো খবর
তৃণমূলের সম্মেলন
সংখ্যালঘু উন্নয়ন নিয়ে বিরোধীদের প্রচারের মোকাবিলায় নামছে তৃণমূল। রবিবার কোচবিহারের নিশিগঞ্জে তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রের খবর, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে তথ্য পরিসংখ্যান দিয়ে কর্মীদের পাল্টা প্রচারে নামার জন্য তৈরি হতে বলা হবে। শনিবার বিকেল থেকেই প্রতিনিধিদের অনেকে কোচবিহারে আসতে শুরু করেছেন। রবিবার সকালের মধ্যে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায়, রাজ্যের সমবায় মন্ত্রী হায়দার আজিজ সফি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, বনমন্ত্রী হিতেন বর্মন, গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরীও নিশিগঞ্জে পৌঁছবেন বলে দলের নেতাদের দাবি। সম্মেলনের উদ্বোধন করবেন সংগঠনের রাজ্য সভাপতি ইদ্রিশ আলি। এ দিন তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি বলেন, “নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই সংখ্যালঘুদের উন্নয়নে বহু কাজ করেছেন। অনেক পরিকল্পনাও নিয়েছে রাজ্য সরকার। অথচ নিজেদের ব্যর্থতা ঢাকতে সিপিএম অপপ্রচারে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। উত্তরবঙ্গে তৃণমূলকে দুর্বল করে সিপিএমের হাত শক্ত করতে কংগ্রেসের একাংশও ভুল তথ্য দিয়ে প্রচার করছে। পঞ্চায়েত ভোটের আগে জনগণের সামনে সঠিক তথ্য পরিসংখ্যান দিয়ে নতুন সরকারের উদ্যোগ এবং সংখ্যালঘু উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরতে চাইছি।”

আন্দোলনে বামফ্রন্ট
পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও সন্ত্রাসের অভিযোগ তুলে আন্দোলনে নামছে কোচবিহার জেলা বামফ্রন্ট। শনিবার জেলা সিপিএম দফতরে এক সাংবাদিক বৈঠকে বাম নেতৃত্ব ওই আন্দোলনের কথা জানান। তাঁদের অভিযোগ, পুলিশ পক্ষপাতিত্ব করছে। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অনন্ত রায় বলেন, “খাগড়াবাড়ির তৃণমূল নেতা খুনের ঘটনায় তাঁর পরিবারের দেওয়া অভিযোগে সিপিএমের কোনও কর্মী বা নেতার নাম নেই। এর পরেও মিথ্যা মামলায় কোচবিহার উত্তর জোনাল কমিটির সম্পাদককে গ্রেফতার করা হল। এ ছাড়াও বিভিন্ন জায়গায় বামেদের অফিস ভাঙচুর করা হচ্ছে। ওই ঘটনা নিয়ে অভিযোগ করা হলেও অভিযুক্তদের ধরা হচ্ছে না। তাই নিরুপায় হয়ে আন্দোলনে নামতে হচ্ছে।” এর প্রতিবাদে ১৭ মার্চ কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করবে বামফ্রন্ট। ২৪ মার্চ মণীন্দ্রনাথ হাইস্কুলে কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “সামনে পঞ্চায়েত নির্বাচন। প্রার্থী দিতে পারবে না বুঝে জেলা বামফ্রন্ট নেতৃত্ব অপপ্রচার করছেন। আমাদের এক নেতা খুন হয়েছেন। এক জন গুলিবিদ্ধ হলেন। বামফ্রন্টের মদতপুষ্ট সমাজবিরোধীরা এ সব করছে।”

শিলিগুড়িতে জোটবদ্ধ হল ১১টি সংগঠন
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন-এ (জিটিএ) তরাই এবং ডুয়ার্সের অর্ন্তভুক্তির বিরোধিতা করে জোটবদ্ধ হল আদিবাসী বিকাশ পরিষদ, কেপিপি (অতুল রায়), সিপিআই (এমএল)-সহ ১১টি সংগঠন। শনিবার শিলিগুড়ির প্রধাননগরে সংগঠনের প্রতিনিধিরা একটি বৈঠক করেন। তার পরে ওই ১১টি সংগঠনকে নিয়ে ডুয়ার্স-তরাই জয়েন্ট অ্যাকশন কমিটি নামের নতুন একটি কমিটি গঠন হয়। কমিটির অন্যতম আহ্বায়ক তথা কেপিপি নেতা অতুল রায় জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার কোনও গোপন সমঝোতা হয়েছে বলে মনে হচ্ছে। সেই কারণে বারবার মোর্চার তরফে জিটিএতে তরাই এবং ডুয়ার্সের ৩৯৯টি মৌজার অর্ন্তভুক্তির দাবি তোলা হচ্ছে। রাজ্য সরকার তরাই এবং ডুয়াসের্র কিছু অংশ জিটিএতে ঢুকিয়ে দিতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এর বিরোধিতা করতেই আমরা জোটবদ্ধ হয়েছি। সেই সঙ্গে আগামী দিনে জয়েন্ট অ্যাকশন কমিটির ব্যানারেই আন্দোলন করা হবে বলে অতুলবাবু জানিয়েছেন। তিনি বলেন, “উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে আপাতত আমরা ধীরগতিতে এগোচ্ছি। আমরা প্রথমে রাজ্যপালকে স্মারকলিপি দিচ্ছি। তার পরে ১৫ মার্চ উত্তরবঙ্গে দুই ঘন্টা রেল অবরোধ হবে। তার পরে প্রয়োজনে ৬-৭ এপ্রিল ৪৮ ঘন্টা উত্তরবঙ্গ বন্ধ করা হবে।” কমিটির তরফে জানানো হয়েছে, ১৫ মার্চ তরাই-এর নকশালবাড়ি এবং রাঙাপানি ছাড়াও ডুয়ার্সের মালবাজার ও ময়নাগুড়িতে রেল অবরোধ করা হবে। পাশাপাশি, শিলিগুড়ি-সহ ডুয়ার্সে পথসভা, র্যালিও করা হবে।

চাঁচলে ডিপোয় বিক্ষোভ
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চাঁচল ডিপো পরিদর্শনে এসে নাগরিক মঞ্চের সদস্যদের বিক্ষোভের মুখে পড়লেন সংস্থার দুই আধিকারিক। শনিবার বিকেলে সংস্থার রায়গঞ্জের ডিভিশনাল ম্যানেজার সুবীর দেবরায় ও মালদহ ডিপোর এক আধিকারিক স্বপন সরকার চাঁচলের বন্ধ ডিপোয় যান। সে সময় ডিপো চালুর দাবিতে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান নাগরিক মঞ্চের সদস্যরা। চাঁচল ডিপো রক্ষার দাবিতে নাগরিক মঞ্চ গড়ে গত দু’সপ্তাহ ধরে নাগরিক কমিটির আন্দোলন চলছে। ডিপোর সামনে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভের জেরে কোনও গাড়িই বের হতে পারছে না। এ দিন খারাপ বাস মেরামতির কথা বলে ডিপোতে ঢোকেন সংস্থার দুই আধিকারিক। নাগরিক মঞ্চের তরফে জানানো হয়, খারাপ গাড়ি মেরামতিতে বাধা দেওয়া হবে না। তবে ডিপো ফের চালু না হলে কোনও বাস বের হতে দেওয়া হবে না। কংগ্রেস নেতা দেবব্রত ভোজ এবং সিপিএম নেতা মনওয়ারুল আলম এক যোগেই জানান, দ্রুত ডিপো চালু করার দাবি তাঁরা জানিয়েছেন। ডিভিশনাল ম্যানেজার সুবীর দেবরায় বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সব জানাব।”

চাঁচলে অবরোধ ছাত্র-ছাত্রীদের
পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। শনিবার মালদহের রতুয়ার ঘটনা। দুপুর ১২টা থেকে প্রায় ৪ ঘন্টা আন্দোলনের জেরে নিত্যযাত্রীরা সমস্যায় পড়েন। স্কুল সূত্রে জানা গিয়েছে, রতুয়া হাইস্কুল থেকে এ বার ২৭৫ জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে। গত বছর তাদের পরীক্ষাকেন্দ্র ছিল সামসিতে। এ বছর হয়েছে ভাদো বিএসবি হাইস্কুলে। পরীক্ষার্থীদের অভিযোগ, ওই স্কুলটি রতুয়া থেকে ৭ কিলোমিটার দূরে। অথচ ৩ কিলোমিটারের মধ্যে ছিল কাহালা স্কুল। ছাত্রছাত্রীদের প্রশ্ন, কেন দূরের ভাদো স্কুলে পরীক্ষাকেন্দ্র করা হল। এ দিন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান রতুয়ার বিডিও পার্থ দে। তিনি বলেন, “তিন দিন বাদে পরীক্ষা। তাই এখন পরীক্ষাকেন্দ্র বদলানো সম্ভব নয়।” রতুয়া হাইস্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণ দাস বলেন, “কাহালায় পরীক্ষাকেন্দ্র হলে ভাল হত। কিন্তু সেটা নিয়ে অনেক আগে কথা বলা উচিত ছিল।”

ট্রেনের ধাক্কায় মৃত্যু
রেললাইন পার হয়ে বাড়ি যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ফেরিওয়ালার। মালদহের সামসি স্টেশনের অদূরে শনিবার ওই ঘটনাটি ঘটে। রেল পুলিশ জানায়, মৃতের নাম রতন চৌধুরী (৬০)। তার বাড়ি সামসি কুলিপাড়ায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.