টুকরো খবর
এরিক সিমন্সের টোটকা কাজে এসেছে: দিন্দা
এই মুহূর্তে তিনি আর ভারতের বোলিং কোচ নন। কিন্তু এই মরসুমে অশোক দিন্দার দুর্দান্ত পারফরম্যান্সের পিছনে যাঁর নাম উঠে আসছে, তিনি এরিক সিমন্স। গত মরসুমে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসে থাকার সময় সিমন্স একটা পরামর্শ দিয়েছিলেন দিন্দাকে। ‘একটা স্টাম্প রেখে নিখুঁত নিশানায় বল করে যাও।’ সেই পরামর্শ যে তাঁকে এ বার অনেকটাই বদলে দিয়েছে, বলছেন দিন্দা নিজেই। বিজয় হাজারে ট্রফিতে মধ্যপ্রদেশকে শেষ করে দিয়ে আজ দিন্দা বলছিলেন, “সিমন্স আমাকে বলেছিল একটা স্টাম্প রেখে বল করে যেতে। আমি সেই মতো প্রচুর প্র্যাক্টিস করেছি। ফলও পেয়েছি। এই মরসুমে যে ধারাবাহিক ভাবে লাইন-লেংথ ঠিক রেখে বল করে যেতে পেরেছি, তার পিছনে এই পরিশ্রম।” এ বারে রঞ্জি-দলীপ দুটোতেই ধারাবাহিক ভাবে ভাল খেলার পর এ বার এক দিনের ক্রিকেটেও সফল দিন্দা। ৫০ ওভারের ক্রিকেটে এ দিন সেরা বোলিং করে উঠে দিন্দা বলেন, “এই প্রথম একদিনের ক্রিকেটে পাঁচটা উইকেট পেলাম। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, এশিয়া কাপ শুরুর আগে এই পারফরম্যান্স আমার মনোবলটা দারুণ ভাবে বাড়িয়ে দিয়ে গেল।” একই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও করছেন দিন্দা। “আমার লক্ষ্য থাকছে ওভারে ছ’টা বল একই জায়গায় রাখতে। লাইন-লেংথ ধরে রাখার ব্যাপারে দাদির পরামর্শও খুব কাজে দিয়েছে।” তিনি আর মনোজ এশিয়া কাপ খেলতে গেলেও সেমিফাইনালে বাংলার সমস্যা হবে না বলেই মনে করেন দিন্দা। “মনে হচ্ছে এই ট্রফিটাও আমাদের ঘরে ঢুকছে”, আত্মবিশ্বাসী শোনায় দিন্দাকে।

চার হারের ধাক্কা চার্চিলে
নতুন মরসুমে দল বদল শুরুর আগেই বড় ধাক্কা চার্চিল ব্রাদার্সে। মঙ্গলবার গোয়া বিধানসভা নির্বাচনে হেরে গেলেন চার্চিল আলেমাও ও তাঁর পরিবারের তিন সদস্য। ভাই, ক্লাব প্রেসিডেন্ট জোয়াকিম আলেমাও, মেয়ে ভালাঙ্কা এবং ভাইপো ইউরি লেনন। চার্চিলকে হারালেন সালগাওকরের প্রাক্তন গোলকিপার এভার্টন ফুরতাদো। গোয়া ফুটবল মহলের আশঙ্কা, চার্চিল পরিবারের হারের প্রভাব পড়তে পারে নতুন মরসুমেও। চার্চিল পরের বার শক্তিশালী দল করতে চাইছিল টিডি সুভাষ ভৌমিককে রেখে। বেটো, ব্যারেটোদের নিয়ে। সেই পরিকল্পনা কতটা সফল হবে, বলা কঠিন। চার্চিলের সঙ্গে হেরে গেলেন গোয়া ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট এবং বিসিসিআই-এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট দয়ানন্দ নার্ভেকরও।

জিতল মহমেডান
মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আই লিগের দ্বিতীয় ডিভিশনের ম্যাচে মহমেডান ১-০ হারায় কালীঘাট মিলন সঙ্ঘকে। ৮১ মিনিটে জয়ের গোল মহম্মদ মোক্তারের। দু’দলেই খেললেন সদ্য জামিনে মুক্ত দুই ফুটবলার। মহমেডানের হাসান এবং কালীঘাটের ওয়াহিদ। খেলা শেষে মহমেডানের টেকনিক্যাল ডিরেক্টর অলক মুখোপাধ্যায় বলেন, “লক্ষ্য ছিল প্রথম ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া। সেটা আমরা পেরেছি। গত তিন বছর কালীঘাটের সঙ্গে কোনও ম্যাচ আমরা জিততে পারিনি।” পুণে এফ সি-র বড় জয়: আইএফএ শিল্ডে পুণে এফ সি কেইতা (২) এবং ডুহুর গোলে ৩-০ হারাল আর হিমাকে। ব্রাজিলের ক্লাব বোতাফোগো কলকাতা আসতে পারে আজ রাতে বা বৃহস্পতিবার সকালে। তাদের ৯ মার্চের ম্যাচ তাই পিছিয়ে যেতে পারে।

আমাদের গ্রুপই শক্ত: সুনীল
এএফসি চ্যালেঞ্জ কাপে জাতীয় দলের নেতৃত্ব পেয়ে সুনীল ছেত্রী মনে করছেন তাঁর দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। তাজিকিস্তানের বিরুদ্ধে নামার দু’দিন আগে সুনীল বলেছেন, “দেশের অধিনায়কত্ব করাটা যতটা সম্মানের ততটাই দায়িত্বের।” সেই সঙ্গে সুনীলের বক্তব্য, “অধিনায়কের আর্ম ব্যান্ড পরলেও আমি একই মানুষ থাকব। পুরনো এই সব প্রাপ্তিগুলো মনে রাখছি না। আমাদের গ্রুপটা বেশ শক্ত। প্রথম লক্ষ্য তাজিকিস্তানের বিরুদ্ধে একটা দল হিসাবে খেলা।”

আইপিএল ধাঁচে ক্রিকেট টুর্নামেন্ট
বাংলা থেকে জাতীয় মানের ক্রিকেটার তৈরির জন্য রাজ্যের বিভিন্ন জেলা নিয়ে আইপিএলের ধাঁচে টুর্নামেন্ট করতে চায় রাজ্য সরকার। জয়ী দল পাবে স্বামী বিবেকানন্দের নামে সোনার পদক। মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী মদন মিত্র এই নিয়ে কথা বলেন সিএবি-র অন্যতম যুগ্ম সচিব বিশ্বরূপ দে-র সঙ্গে। এ দিকে, শৈলেন মান্না এবং মনোহর আইচের শ্রদ্ধায় দুটি অনুষ্ঠান করছে রাজ্য সরকার। শৈলেন মান্নার স্মরণসভা হবে ১২ মার্চ। মনোহর আইচের শতবর্ষ স্মরণে শ্রদ্ধা আসর হবে ১৭ মার্চ।

বিপদে বড়িশা
সিএবি লিগে অবনমনের আশঙ্কায় বড়িশা স্পোর্টিং। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পারিবারিক ক্লাবের সামনে ইয়ং বেঙ্গলের ৩৪৬ রানের চ্যালেঞ্জ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.