টুকরো খবর
উঠল কর্মবিরতি
‘অচলাবস্থা’ কাটল খড়্গপুর শিল্পতালুকের টাটা বিয়ারিং কারখানায়। কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন আন্দোলনরত ঠিকা-শ্রমিকেরা। খড়্গপুরের এই কারখানায় গত শুক্রবার থেকে কর্মবিরতি চলছে দেখে ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করেন মহকুমাশাসক সুদত্ত চৌধুরি। সেই মতো মঙ্গলবার খড়্গপুরের ডেপুটি লেবার কমিশনারের উপস্থিতিতে বৈঠক হয়। যদিও ঠিকা-শ্রমিকদের সঙ্গে আলোচনা চলার সময় কারখানা কর্তৃপক্ষের তরফে কেউ উপস্থিত ছিলেন না বলে খবর। ডেপুটি লেবার কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত অবশ্য বলেন, “বৈঠকের আগে ওঁরা আমার সঙ্গে কথা বলেছেন। পরেও কথা হয়েছে। আলোচনা ফলপ্রসূই হয়েছে।” দু’পক্ষের বক্তব্য খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দেন তীর্থঙ্করবাবু। এই আশ্বাসের পরই কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন ঠিকা-শ্রমিকেরা। সমস্ত শ্রমিককে কো-অপারেটিভের অন্তর্ভুক্ত করা, যে সমস্ত শ্রমিক গত ৪ মাস ধরে বসে আছেনতাঁদের পুনরায় কাজে নেওয়া, পিএফের সমস্ত কাগজপত্র শ্রমিকদের দেওয়া-সহ মোট ৮ দফা দাবিতে গত শুক্রবার থেকে কর্মবিরতি শুরু করেছিলেন টাটা বিয়ারিং কারখানার ২৭৮ জন ঠিকা-শ্রমিক। এর ফলে কারখানায় ‘অচলাবস্থা’ দেখা দেয়। উৎপাদন ব্যাহত হয়। যদিও কারখানা বন্ধ করতে হয়নি। কোনও শ্রমিক সংগঠনের ব্যানারে নয়, নিজেদের উদ্যোগেই আন্দোলন শুরু করেছিলেন ঠিকা-শ্রমিকেরা। আন্দোলনকারীদের পক্ষে বাবলু শাসমস বলেন, “এর আগে বিভিন্ন সময় বিভিন্ন চুক্তি হয়েছে, কিন্তু ঠিকাদারেরা সেই চুক্তি মানেননি। মঙ্গলবারের আলোচনা ফলপ্রসূ হয়েছে। বুধবার থেকেই কাজে যোগ দেব।”

ইতিহাসের সেমিনার
‘ইতিহাস-চর্চার সাম্প্রতিক প্রবণতা: জাতি, লিঙ্গ, নৃতত্ত্ব, বিজ্ঞান ও পরিবেশ’ বিষয়ে আলোচনাচক্রের আয়োজন হয়েছে দাঁতন ভট্টর কলেজের সেমিনার হলে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থানুকূল্যে দু’দিন ব্যাপী এই সেমিনারের আয়োজক কলেজের ইতিহাস বিভাগ ও তমলুক ইতিহাস চর্চাকেন্দ্র। মঙ্গলবার আলোচনাচক্রের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শঙ্করপ্রসাদ সিংহ, সভাপতি বিক্রমচন্দ্র প্রধান। মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ওড়িশার ইতিহাসবিদ নিবেদিতা মোহান্তি। এই দু’দিনে বক্তব্য রাখবেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বলাইচন্দ্র বারুই, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সুহৃদ ভৌমিক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আশিস দাস, সিউড়ি বিদ্যাসাগর কলেজের পার্থশঙ্খ মজুমদার, ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজের বিশ্বরূপ ঘোষ, শ্রীরামপুর কলেজের যিশু দাশগুপ্ত, খড়্গপুর কলেজের শ্যামাপদ ভৌমিক, ঝাড়গ্রাম রাজ কলেজের রাজকুমার চক্রবর্তী প্রমুখেরা।

যুবতী ও বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু
ঝুলন্ত অবস্থায় এক যুবতীর দেহ উদ্ধার করল পুলিশ। মৃতার নাম মনু মান্ডি (২০)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে চন্দ্রকোনা থানার ললিতগঞ্জে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ ঘাটালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ দিন ভোরে বাড়িতেই তাঁকে ঝুলতে দেখে পুলিশে খবর দেন পরিজনেরা। সোমবার রাতে চন্দ্রকোনা থানারই কড়াশিয়া গ্রামে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম মদন জানা (৬০)। পুলিশ জনিয়েছে, ওই দিন রাতে মদনবাবু বাড়িতেই কীটনাশক খান। সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদনবাবু দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

যুবকের দেহ উদ্ধার
রেললাইনের ধার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। মঙ্গলবার সকালে মেদিনীপুর শহর সংলগ্ন ঝর্ণাডাঙা এলাকা থেকে ওই দেহ উদ্ধার হয়। মৃতের বয়স আনুমানিক ২৬। তবে তাঁর নাম-পরিচয় এখনও জানতে পারেনি রেল পুলিশ। এদিন সকালে স্থানীয়াই প্রথম রেললাইনের পাশে দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। মৃত যুবকের পা রেলে কাটা পড়েছে। এটি আত্মহত্যা না দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতের নাম-পরিচয় জানারও চেষ্টা চলছে।

দ্বারোদ্ঘাটন
কাঁথি দেশপ্রাণ ব্লকের আঁউরাই গ্রাম পঞ্চায়েতে নবনির্মিত সভাকক্ষ ও স্বনির্ভর গোষ্ঠীসঙ্ঘ ভবনের দ্বারোদঘাটন হল সোমবার। ১০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি সভাকক্ষের দ্বারোদ্ঘাটন করেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। ভবনের উদ্বোধন করেন দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ জানা। বিডিও অনাদি মাহাতো, প্রধান স্বপ্না দাস-সহ এলাকার জনপ্রতিনিধিরা ছিলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.