|
|
|
|
আপনার আজকের দিনটি |
|
 |
মেষ: আয় ও ব্যয়ের সমতার অভাবে বিপাকে পড়তে হতে পারে। সংস্কৃতিকর্মে বিশেষ স্বীকৃতির সম্ভাবনা। পড়শির উস্কানিতে সংসারে অশান্তির আশঙ্কা। |
|
 |
 |
বৃষ: বহু জটিলতার মধ্য দিয়ে অবশেষে কর্মোন্নতির ইঙ্গিত। কোনও আত্মীয়ের কূট চালে সংসারে অশান্তি। প্রেমপ্রণয়ে ব্যর্থতা মানসিক স্থিতি নষ্ট করে দিতে পারে। |
|
 |
 |
মিথুন: কর্মে সংস্থা পরিবর্তনের চেষ্টায় আপাতত সাফল্যের সম্ভাবনা কম। কোনও দুর্বলতার সুযোগে শত্রু বৃদ্ধি। দূরভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই ভাল। |
|
 |
 |
কর্কট: ব্যবসায় ঝুঁকি নিতে গিয়ে বিপত্তির আশঙ্কা। বাঁকা পথে বিকল্প উপার্জনের প্রলোভন এড়ানোই সমীচীন। ভ্রমণে অযথা হয়রানি ও বহু ব্যয়। |
|
 |
 |
সিংহ: স্মৃতিবিভ্রাটে বা অন্যমনস্কতায় কর্মস্থলে বিড়ম্বনা। বিষয়সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধ। ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। |
|
 |
 |
কন্যা: উপস্থিতবুদ্ধিতে শত্রুদের অপচেষ্টার মোকাবিলা। গৃহ নির্মাণের পরিকল্পনায় বাধা। উদারতা ও পরোপকারের স্বীকৃতি মিলতে পারে। |
|
 |
 |
তুলা: কর্মে বাধা ও বিপর্যয়ের মধ্য দিয়ে অগ্রগতি। নৃত্যগীতাদি চারুকলার অনুশীলনে ব্যুৎপত্তি। শ্লেষ্মা বৃদ্ধি ও শ্বাসযন্ত্রের দুর্বলতায় দুর্ভোগ। |
|
 |
 |
বৃশ্চিক: কর্মস্থলে জটিলতা মোকাবিলার পথ বাতলে কর্তৃপক্ষের নজরে পড়তে পারেন। গুরুজনের রোগভোগে বহু ব্যয়। বাহন ক্রয়ের পরিকল্পনা স্থগিত রাখাই ভাল। |
|
 |
 |
ধনু: সংস্থা পরিবর্তনের চেষ্টায় সাফল্যের ইঙ্গিত। গ্যাসট্রাইটিসের সমস্যায় ভোগান্তি। সাধুসজ্জনের সান্নিধ্যে আধ্যাত্মিক উন্নতি। বেদ-পুরাণ চর্চায় আত্মিক অগ্রগতি। |
|
 |
 |
মকর: কোনও কর্তাব্যক্তির সঙ্গে মনান্তরে কর্মক্ষেত্রে জটিলতা। কুটুম্বিতা নিয়ে স্বজনবান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি। বিষয়সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে বিরোধ। |
|
 |
 |
কুম্ভ: নতুন পরিকল্পনায় গঠনমূলক কাজে সাফল্যের সূচনা। বিষয়সম্পত্তি নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্য। প্রেমপ্রণয়ে জটিলতা কেটে যাওয়ার সম্ভাবনা। |
|
 |
 |
মীন: কর্মসূত্রে দূরভ্রমণের খবর পেতে পারেন। উচ্চশিক্ষা ও গবেষণায় হঠাৎ বাধা। শত্রুর সমঝোতা-প্রস্তাব ফেরানো ঠিক হবে না। |
|
|
|
 |
|
|
|
|
|
|
|
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission. |
|