আজ জন্মদিন হলে

পুলকরঞ্জন দেব |
শুভ সংখ্যা: ২, ৩, ৬ ও ৭।
শুভ দিন: রবি, সোম, বুধ ও বৃহস্পতি।
শুভ রং: সাদা, সবুজ, হলুদ ও আকাশি নীল।
শুভ রত্ন: মুনস্টোন, পান্না, টোপাজ ও ক্যাট্স আই।
স্বাস্থ্য মোটামুটি ভালই থাকবে। কর্মক্ষেত্রে জটিলতার অবসান ঘটবে। স্বনিযুক্তেরা সাময়িক ভাবে ঋণগ্রস্ত হতে পারেন। ব্যবসায় অগ্রগতি অব্যাহত থাকবে। ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। আমদানি-রফতানির ব্যবসায়ীরা বিদেশ ভ্রমণ করতে পারেন। নিকট আত্মীয়ের সঙ্গে সম্পর্কের উন্নতির যোগ ও আর্থিক লাভ। ফাটকায় লগ্নি করলে আর্থিক ক্ষতি হতে পারে। বাড়ির সংস্কার বা বাড়ি পাল্টানোর সম্ভাবনা। পরোপকারে অর্থব্যয়। পারিবারিক সমৃদ্ধির সূচনা। |