৮৭ বছর বয়সে চলে গেলেন ভারতীয় ফুটবলের প্রবাদপ্রতীম খেলোয়াড় শৈলেন্দ্রনাথ মান্না। আজ রাত প্রায় দু’টো নাগাদ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিধাননগরের বাসভবনে তাঁর মৃতদেহ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখা হয়েছিল সকাল থেকে। ১৯২৪ সালের ১ সেপ্টেম্বর শৈলেনবাবুর জন্ম হয়। সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র শৈলেন ১৯৫২-র অলিম্পিক বা ১৯৫৪-র এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় ভারতকে নেতৃত্ব দিয়েছেন। একটানা ১৯ বছর মোহনবাগান ক্লাবে খেলার নজির শৈলেন মান্নার ছিল। ১৯৭১ সালে পদ্মশ্রী সম্মান-সহ ২০০১-এ হয়েছিলেন মোহনবাগান রত্ন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলে। মৃতদেহ কোথায় রাখা হবে ও নিয়ে যাওয়া যাবে সে বিষয়ে সকাল থেকে সামান্য বিভ্রান্তি তৈরি হয়। মূলত মোহনবাগান ক্লাবে তাঁকে শেষ বারের জন্য নিয়ে যাওয়া হবে কি না, সেই প্রশ্ন ঘিরেই এই বিভ্রান্তি। পরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ঠিক হয়, শৈলেন মান্নার দেহ দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত রবীন্দ্র সদন প্রাঙ্গনে রাখা হবে, সর্বস্তরের মানুষ যাতে তাদের প্রিয় মানুষকে শেষ শ্রদ্ধা জানাতে পারে। সেখান থেকে কেওড়াতলা মহাশ্মশানে তাঁকে নিয়ে যাওয়া হবে। |
 |
সেরা অভিনেত্রীর
পুরস্কার প্রাপ্তির
পর মেরিল স্ট্রিপ।
ছবি: রয়টার্স। |
অ্যাকাডেমি পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেরা ছবির শিরোপা পেল ‘দ্য আর্টিস্ট’। তার সঙ্গে আরও চারটি সেরার পালক জুড়ে গেল এই ছবির সঙ্গে। সেরা ছবি তো বটেই সেরা পরিচালক, সেরা অভিনেতা, শ্রেষ্ঠ নেপথ্য স্কোর এবং কস্টিউম ডিজাইনেও সেরার তকমা পেল ‘দ্য আর্টিস্ট’। তার পেছন পেছনই দৌড়িয়েছে ৪টি বিভাগে সেরা পুরস্কার ছিনিয়ে নেওয়া ‘হুগো’।
সেরা ছবি: দ্য আর্টিস্ট সেরা অভিনেত্রী: মেরিল স্ট্রিপ ‘দ্য আয়রন লেডি’তে অভিনয়ের জন্য। এটি মেরিলের তৃতীয় অস্কার। সেরা অভিনেতা: জ্যঁ দুর্জাদিন ‘দ্য আর্টিস্ট’-এ অভিনয়ের জন্য। সেরা পরিচালক: মিশেল হাজানেভিসিয়াস ‘দ্য আর্টিস্ট’-এর জন্য। শ্রেষ্ঠ সহ-অভিনেতা: ক্রিস্টোফার প্লামার ‘বিগিনার্স’-এর জন্য। শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী: অক্টাভিয়া স্পেন্সার ‘দ্য হেল্প’-এর জন্য।
 |
মিশেল হাজানেভিসিয়াস।
ছবি: রয়টার্স। |
শ্রেষ্ঠ অ্যানিমেটেড কাহিনিচিত্র: র্যাঙ্গো। শ্রেষ্ঠ সিনেম্যাটোগ্রাফি: রবার্ট রিচার্ডসন ‘হুগো’র জন্য। শ্রেষ্ঠ তথ্যচিত্র: আনডিফিটেড। শ্রেষ্ঠ বিদেশি ভাষার ছবি: ইরানীয় ছবি ‘এ সেপারেশন’। স্বল্প দৈর্ঘের ছবি অ্যানিমেটেড: ‘দ্য ফ্যান্টাস্টিক ফ্লাইং বুকস অফ মি. মরিস লেসমোর’-এর জন্য উইলিয়াম জয়েস। স্বল্প দৈর্ঘের ছবি (লাইভ অ্যাকশন): ‘দ্য শোর’-এর জন্য টেরি জর্জ ও উরলাঘ জর্জ। অরিজিনাল চিত্রনাট্য: ‘মিডনাইট ইন প্যারিস’-এর জন্য উডি অ্যালেন। অ্যাডাপটেড চিত্রনাট্য: ‘দ্য ডিসেন্ড্যান্টস’-এর জন্য আলেকজান্ডার পাইন, ন্যাট ফ্যাক্সন ও জিম রাশ। শ্রেষ্ঠ সঙ্গীত: ‘ম্যান অর পাপেট’-এর জন্য ব্রেট ম্যাকেনজি। শ্রেষ্ঠ স্কোর: ‘দ্য আর্টিস্ট’-এর জন্য লুডোভিক বাউরস্। শ্রেষ্ঠ ভিজুয়াল এফেক্টস: ‘হুগো’র জন্য রব লেগাটো, জস উইলিয়ামস, বেন গ্রসম্যান ও অ্যালেক্স হেনিং। শ্রেষ্ঠ শব্দ মিশ্রণ: হুগো। শ্রেষ্ঠ শব্দ সম্পাদনা: হুগো। শ্রেষ্ঠ মেকআপ: দ্য আয়রন লেডি। শ্রেষ্ঠ কস্টিউম ডিজাইন: দ্য আর্টিস্ট। শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা: হুগো।
|
পুরুলিয়ার গ্রামীণ ব্যাঙ্কে মধ্যরাতে ভয়াবহ ডাকাতি হয়। তালা ভেঙে প্রায় কয়েক লক্ষ টাকা নিয়ে গিয়েছে দুষ্কৃতিরা। |