টুকরো খবর
ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী
ফের উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রের খবর, ২৯ ফেব্রুয়ারি, বুধবার শিলিগুড়ি হয়ে তিনি সরাসরি দার্জিলিং যাবেন। ওই দিন প্রশাসনের কর্তাদের নিয়ে তিনি সেখানে বৈঠক করতে পারেন। ১ মার্চ তাঁর গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ নিয়ে সম্প্রতি যে টানাপোড়েন শুরু হয়েছে, ওই বৈঠকে সে প্রসঙ্গে আলোচনা হবে। ২ মার্চ তাঁর সান্দাকফু যাওয়ার কথা। ৩ মার্চ মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। রবিবার এ প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানাবে। যত দূর জানি, ২৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী দার্জিলিং সফরে আসছেন। কয়েকদিন থাকবেন।”

পথ দুর্ঘটনায় মৃত ২ যুবক
পিকআপ ভ্যানের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ২টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি মোড়ে। পুলিশ জানায়, মৃতদের নাম আদিত্য মহাপাত্র (২৬) এবং মহাদেব রায় (২৭)। তাঁদের বাড়ি শিলিগুড়ির পাঞ্জাবিপাড়ায়। পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করেছে। চালক পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিকআপ ভ্যানটি ভক্তিনগর থেকে শিলিগুড়ির দিকে আসছিল।

সভা কিসান কংগ্রেসের
বাম আমল আর নতুন সরকারের কৃষক নীতির ফারাক দেখছে না কংগ্রেসের কৃষক সংগঠন। রবিবার সংগঠনের জেলা কমিটি গঠনের বৈঠকে যোগ দিতে গিয়ে এমনই দাবি করেন সংগঠনের প্রদেশ সভাপতি। সম্প্রতি রাজ্যে কৃষকদের আত্মহত্যার ঘটনার পরে মুখ্যমন্ত্রীর ঘোষণার কারণে দলের এ মনোভাব বলে কিষান খেত মজদুর কংগ্রেসের প্রদেশ সভাপতি তপন দাস জানান। তিনি বলেন, “কৃষকদের কারণেই রাজ্যে পরিবর্তন হল। নতুন রাজ্য সরকারের আত্মঘাতী কৃষকদের পরিচয় স্বীকার করতেই চাইছে না। এ পরিবর্তন চাইনি।” কিসান খেত মজদুর কংগ্রেসের জেলা কমিটির সভাপতি হিসেবে গিরিজা রায়ের নাম ঘোষণা করা হয়েছে।

২১ জোড়া বিয়ে
খড়িবাড়ি ব্লকের ফুলবাড়ি চা বাগানে ২১ জোড়া দম্পতির গণবিবাহ হল। রবিবার সেখানে ছিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সুনীল তিরকি-সহ অন্যরা। মূলত অর্থাভাবে চা বাগানে বহু আদিবাসী দম্পতির সরকারি নিয়ম মেনে বিয়ে হয় না। তার জেরে পরিবারের প্রধানের মৃত্যু হলে পিএফ, গ্র্যাচুইটি-সহ বকেয়া পেতে সমস্যায় পড়তে হয়। অনুষ্ঠানের পরে ক্রেতা সুরক্ষা মন্ত্রী পরে খড়িবাড়ির পিডব্লিউডি মোড়ে আইএনটিইউসি’র একটি কার্যালয়ের উদ্বোধন করেন।

দুর্ঘটনা, মৃত পুলিশকর্মী
জল্পেশ মেলায় কর্তব্যরত অবস্থায় বাসের ধাক্কায় এক হোমগার্ডের মৃত্যু হয়েছে। শনিবার রাতে দুর্ঘনাটি ঘটে ৩১ নম্বর জাতীয় সড়কের ইন্দিরা মোড়ে। মৃত বাসুদেব চট্টোপাধ্যায় (৫৩) ডুয়ার্সের বানারহাটের বাসিন্দা। ইন্দিরা মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছিলেন তিনি। শিলিগুড়ি থেকে মাথাভাঙ্গাগামী একটি বাস তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। বাসিন্দারা জখম অবস্থায় ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

পাট্টা ১০০ জনজাতিকে
বক্সা পাহাড়ে প্রত্যন্ত বনবস্তির ১০০ জন জনজাতিকে জমির পাট্টা বিতরণ করলেন বনমন্ত্রী হিতেন বর্মন। রবিবার দুপুরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের সান্তালাবাড়ি এলাকায় প্রশাসন ও বন দফতরের যৌথ উদ্যোগে ওই পাট্টা দেওয়া হয়। এর ফলে বক্সা পাহাড়ে কমলালেবু চাষ করতে বাধা রইল না বাসিন্দাদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলাশাসক কিরণ লোহার, কালচিনির বিডিও থেনডুপ শেরপা, বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা রবীন্দ্রপাল সাইনি, উপক্ষেত্র অধিকর্তা জেভি ভাস্কর, বিজয় কুমার সালিমাথ। বনমন্ত্রী জানান, রাজ্যের প্রায় সমস্ত জায়গায় জমির পাট্টা দেওয়ার কাজ শুরু হলেও পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে এবং দার্জিলিঙে বনবস্তি বাসীদের জমির পাট্টা দেওয়া সংক্রান্ত জরিপ-সহ অন্য কাজ শুরু করা সম্ভব হয়নি। দ্রুত সেই সব এলাকায় জমির পাট্টা সংক্রান্ত কাজ শুরু করতে হবে। ক্ষেত্র অধিকর্তা রবীন্দ্রপাল সাইনি জানান, এতদিন বক্সা পাহাড়ের বনবস্তির বাসিন্দাদের পাট্টা ছিল না। তারা জঙ্গলে কমলার গাছ লাগাতেন। এখন থেকে নিজের জমিতে চাষ করতে পারবেন তাঁরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.