টুকরো খবর
ধর্মঘট রুখতে পথে নামবেন তৃণমূল কর্মীরা
মঙ্গলবারের ধর্মঘট ব্যর্থ করতে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কর্মীরা পথে নামবেন বলে জানান তৃণমূলের মন্ত্রী সুব্রত সাহা। রবিবার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে সুব্রতবাবু বলেন, “ওই ধর্মঘট বেআইনি ও অগণতান্ত্রিক। কেননা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে উন্নয়নের ঝড় উঠেছে, তখন রাজ্যকে ফের অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যেতে ওই ধর্মঘট ডাকা হয়েছে। এই ধর্মঘট প্রতিরোধ করতে দলের কর্মীরা পথে নামবে।” সেই সঙ্গে জনজীবন স্বাভাবিক রাখার জন্যও জেলা প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান। এই দিন সুব্রতবাবু বলেন, “জনবিরোধী ওই ধমর্ঘটের দিনে জেলার সমস্ত সরকারি দফতর-অফিস-আদালত-ব্যাঙ্ক খোলা থাকবে। বাসও পথে নামবে। কোনও সরকারি কর্মী স্বেচ্ছায় অফিস করতে চাইলে, তাঁকে যদি ধর্মঘট সমর্থনকারীরা বাধা দেয়, সেক্ষেত্রে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সেই সঙ্গে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে আমাদের কর্মীরা। সিপিএম এবং সিপিএমের দোসর ধর্মঘট সমর্থনকারীরা কোনও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চাইলে, আমাদের দলের কর্মীরা পথে নেমে তা প্রতিহত করবে।”

বেলডাঙার অবশেষে পুর-বৈঠক
অবশেষে বেলডাঙা পুরসভার অনিশ্চয়তা কাটল কিছুটা। রবিবার জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেন বেলডাঙার পুরপ্রধান ও ছয় কাউন্সিলার। গত ৮ ফেব্রুয়ারি ওই সাত কাউন্সিলার ব্লক ছাত্র পরিষদ ও পুরসভার উপ-পুরপ্রধান ভরত ঝাউয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে কংগ্রেস ত্যাগ করার কথা বলেছিলেন। বৈঠকের পর পুরপ্রধান অনুপমা সরকার বলেন, “আমরা অধীর চৌধুরীর প্রতি আস্থা রেখে কংগ্রেসের হাত ধরেই বেলডাঙা পুরসভার উন্নয়নে সামিল হয়েছি। আমাদের অভিযোগ উনি শুনেছেন এবং সহযোগীতার আশ্বাস দিয়েছেন।” উপ-পুরপ্রধান ভরতবাবু এ নিয়ে সরাসরি কিছু বলেন নি। তিনি বলেন, “আমি বেলডাঙার মানুষের জন্য কাজ করে যাব। এছাড়া আর কিছু বলার নেই।”

সানোয়ার খুনে অভিযুক্ত ৭
বড়ঞা থানার শ্রীরামপুরের কংগ্রেস কর্মী সানোয়ার শেখের খুনের ঘটনায় সাত জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। রবিবার সকালে সানোয়ারের দাদা হানিফ শেখ বড়ঞা থানায় ওই অভিযোগ করেন। থানায় যে সাত জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তাঁরা সকলেই সিপিএমের কর্মী বলে এলাকায় পরিচিত। যদিও ওই খুনের ঘটনার সঙ্গে কোনও ভাবেই রাজনীতি জড়িত নয় বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “রাজনীতির কারণে ওই খুনের ঘটনা ঘটেনি। প্রতিহিংসাবশত সানোয়ার শেখকে খুন করা হয়েছে বলে অনুমান। ঘটনার তদন্ত চলছে।” ২০১০ সালে কুরুন্নুরুন পঞ্চায়েতের সদস্য সিপিএমের হামিদ শেখ খুন হন। সেই সময়ে ওই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বড়ঞা থানায় সানোয়ার শেখের নামে অভিযোগও দায়ের হয়। ওই খুনের বদলা নিতেই পাল্টা খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।

অভিযানে পুরপ্রধান
পুলিশি তৎপরতার ভরসায় না থেকে নিজেই বেআইনি চোলাই ধরলেন নবদ্বীপের পুরপ্রধান। শনিবার রাত ৯টা নাগাদ প্রাচীন মায়াপুরের একটি মদের আসরে আচমকাই হানা দেন পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা। ধরা পড়ে ৫০টি মদের বোতল। বিমানকৃষ্ণবাবু বলেন, “ওই এলাকা থেকে মাঝে মধ্যেই প্রকাশ্যে মদ্যপান ও বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যায়। এলাকার কয়েকজন মহিলা আমার কাছেই সেই অভিযোগ করেছেন। পুলিশকে বলেছি, কিন্তু তাতে কোনও কাজ হয়নি।” পুরপ্রধান জানান, তিনি এর আগেও দু’দিন ওই এলাকায় গিয়েছিলেন। তাঁর কথায়, “শনিবার একটি দলীয় বৈঠকের মধ্যেই খবর পাই আবার প্রকাশ্যে মদ্যপান শুরু হয়েছে। তবে আমাকে দেখেই তারা ছুটে পালায়। ২০টি খালি ও ৩০টি চোলাই ভর্তি বোতল উদ্ধার হয়েছে।”

দুর্ঘটনায় মৃত্যু
ফরাক্কার বল্লালপুরের কাছে শনিবার বিকেলে ট্রাকটরের তলায় চাপা পড়ে মৃত্যু হল কাইফ সেখ (১০) নামে এক বালকের। বাড়ি ফরাক্কার উত্তর ইমামনগর গ্রামে।

বিদ্যুৎ ভবনে আগুন কল্যাণীতে
শনিবার ভোরের দিকে কল্যাণীতে অবস্থিত রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতর ‘বিদ্যুৎ ভবন’-এর চার তলায় কম্পিউটার বিভাগে আগুন লাগে। ফলে, বেশ কয়েকটি কম্পিউটার এবং বহু কাগজপত্র পুড়ে যায়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকে ওই আগুন লাগে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.