মার্ডকের নয়া পত্রিকা
নিজস্ব সংবাদদাতা • লন্ডন |
শনিবার নতুন পত্রিকা ‘দ্য সান অন সানডে’র উদ্বোধন করেছেন মিডিয়া সম্রাট রুপার্ট মার্ডক। ৪৩ বছর আগে দৈনিক ‘দ্য সান’ প্রকাশ করেছিলেন তিনি। নিহত ছাত্রী মিলি ডাওলার ও আরও অনেকের ফোনে সাংবাদিকদের আড়ি পাতার জেরে মার্ডকের ‘দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’ পত্রিকাটি বন্ধ হয়ে যায়। সেই শূন্যস্থান পূরণ করতেই প্রকাশিত হয়েছে ‘দ্য সান অন সানডে’।
|
 |
ভারতীয় বংশোদ্ভূতদের নিয়ে আয়োজিত ২৩ তম
‘মিস
ইন্ডিয়া
ওয়ার্ল্ড ওয়াইড ২০১২’-এর শিরোপা
জিতলেন অ্যালেনা সেবারান। ছবি: রয়টার্স |
 |
মরোক্কোতে সাংবাদিক সম্মেলনে মার্কিন বিদেশে সচিব হিলারি ক্লিন্টন। ছবি: রয়টার্স |
|