|
মগজ মিটার |
কে জানে?
লস অ্যাঞ্জেলেস-এ কোডাক থিয়েটারে
বসছে
অ্যাকাডেমি
অ্যাওয়ার্ডস-এর আসর।
এ বছর কারা পাবেন
সেরার শিরোপা? |
|
|
১. ভানু আথাইয়া ‘গাঁধী’ ছবির জন্য অস্কার পান। কোন বিভাগে?
২. অস্কারের মূর্তিটি আসলে কীসের মূর্তি?
৩. চার্লি চ্যাপলিনের কোন বিখ্যাত ছবি মুক্তি পাওয়ার কুড়ি বছর পর অস্কার পেয়েছিল?
৪. কোন নায়িকা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বার অস্কারের জন্য মনোনীত হয়েছেন? |
|
গত সপ্তাহের উত্তর |
১. ১৩৫৮ |
২. ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে |
৩. ২০০৮ |
৪. আব্দুল গফ্ফর চৌধুরী |
|
|
|
|
বর্ণচোরা |
|
নীচের শব্দগুলির প্রত্যেকটির একটি বর্ণ লুপ্ত।
লাগসই বর্ণ যোগ করে শব্দ পূর্ণ করতে হবে। |
|
ব |
ন |
মা |
না |
ক |
রা |
শা |
জ |
তু |
ক |
রি |
বা |
র |
দা |
গু |
গা |
|
|
গত সপ্তাহের উত্তর:
নারীসুলভ, পুরুষতন্ত্র, আলোকপ্রাপ্ত, জীবনালেখ্য। |
|
|
কার ছবি? |
|
উত্তর আগামী সপ্তাহে |
|
গত সপ্তাহের উত্তর:
গায়িকা অ্যাডেল |
|
|
রোজ সবাই চেঁচাস না, রোটেশনে ডাক!
ছবি: রামতাড়ু |
|
|