৫ বছর পুরকর দেয়নি হাসপাতাল, অভিযোগ
ত প্রায় ৫ বছর ধরে রায়গঞ্জ জেলা হাসপাতাল কর্তৃপক্ষ রায়গঞ্জ পুরসভাকে পুরকর দিচ্ছে না। ফলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পুরসভার বকেয়া করের পরিমাণ হয়ে দাঁড়িয়েছে প্রায় ১৬ লক্ষ টাকা। পুর কর্তৃপক্ষের অভিযোগ, গত কয়েক বছর ধরে বহু বার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বকেয়া কর মেটানোর জন্য চিঠি পাঠানো হলেও করের টাকা মেটানোর ব্যাপারে কর্তৃপক্ষ উদ্যোগী নন। বকেয়া কর না-মেটানোয় পুরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল ভ্যালুয়েশন বোর্ডের প্রতিনিধি দল রায়গঞ্জ পুরসভায় গিয়ে কর পরিকাঠামো খতিয়ে দেখবে। এর পরে প্রয়োজনে প্রতিনিধি দলের সদস্যরা ব্যক্তিগত ও সরকারি করের হার সংশোধনও করতে পারেন। এই পরিস্থিতিতে প্রতিনিধি দলের সদস্যরা পুরসভায় যাওয়ার আগেই যাতে হাসপাতাল কর্তৃপক্ষ বকেয়া কর মিটিয়ে দেন তার জন্য পুরসভার তরফে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। পুরসভার ভাইস চেয়ারম্যান রণজকুমার দাস বলেন, “গত কয়েক বছর ধরে হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি পাঠিয়ে বকেয়া কর মেটানোর অনুরোধ করা হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। হাসপাতাল একটি জরুরি চিকিৎসা পরিষেবা কেন্দ্র হওয়ায় পরিষেবা বন্ধ করা হয়নি। সেন্ট্রাল ভ্যালুয়েশন বোর্ডের প্রতিনিধি দলের সদস্যরা পুরসভায় আসার আগে হাসপাতাল কর্তৃপক্ষকে বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে।” হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, “পুর কর্তৃপক্ষ চিঠি দিয়েছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। কেনও নিয়মিত কর মেটানো যায়নি তা খতিয়ে দেখা হচ্ছে।” পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরসভা হাসপাতালে জল সরবরাহের মেশিন মেরামত, আবর্জনা সাফাই, শৌচাগারের ট্যাঙ্ক পরিস্কার, দাবিদারহীন দেহ সৎকার করার পাশাপাশি হাসপাতাল সংলগ্ন রাস্তার দুধারের ৩০টিরও বেশি পথবাতির বিল মেটায়। হাসপাতালের নবনির্মিত নতুন ভবনেরও জন্য পুরসভা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কর আদায় করে। কোনও বছরের ১ এপ্রিল থেকে পরের বছরের ৩১ মার্চ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের বার্ষিক করের হার ৩ লক্ষ ৭২ হাজার ১৬৪ টাকা। ভাইস চেয়ারম্যান অভিযোগ করেন, “হাসপাতাল কর্তৃপক্ষ গত কয়েক বছর ধরে কর দিচ্ছেন না। কখনও ১০ হাজার, কখনও ৫০ হাজার দেওয়া হচ্ছে। সেই কারণে বকেয়ার পরিমাণ প্রায় ১৬ লক্ষ টাকায় দাঁড়িয়েছে।” পুরসভার কাউন্সিলর পবিত্র চন্দ জানান, পুর পরিষেবার স্বার্থে আগামী ৩১ মার্চের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ বকেয়া কর না মেটালে আইনের পথে যেতে বাধ্য হবেন তাঁরা।

এসি মেশিনে আগুন
এসএসকেএম হাসপাতালের মর্গ ভবনের লেকচার থিয়েটারের এসি মেশিনে শুক্রবার দুপুরে আগুন ধরে যায়। হাসপাতাল সূত্রে খবর, এ দিন দুপুর পৌনে একটা নাগাদ লেকচার থিয়েটারে এমবিবিএস-এর ক্লাস চলছিল। সেখানে প্রায় ১০০ জন ছাত্রছাত্রী ছিলেন। তবে পুলিশ ও হাসপাতালের কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিভে যায়। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.