নন্দীগ্রাম মামলা প্রত্যাহার রাজ্য সরকারের |
সুপ্রিম কোর্ট থেকে নন্দীগ্রাম মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। ২০০৭ সালে ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিতে মৃত্যু হয় বেশ কয়েক জনের। গুলিচালনার ঘটনাকে ‘অসাংবিধানিক’ বলে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পূর্বতন রাজ্য সরকার। কিন্তু বর্তমান রাজ্য সরকার আজ এই মামলা প্রত্যাহার করে নেওয়ায় কলকাতা হাইকোর্টের আগের রায়ই বহাল রইল। ফলে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা শুরুতে কার্যত কোনও বাধাই রইল না।
|
ধর্ষণে অভিযুক্ত অধরা, ফের কাঠগড়ায় পুলিশ |
ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার না করে ফের কাঠগড়ায় পুলিশ। মালদহের চাঁচলের বোষ্টম নগর এলাকায় এক কাঠমিস্ত্রির স্ত্রীকে প্রায় দু’মাস ধরে ধর্ষণ করেন বিট অফিসার জয়ন্ত মুরারি। তত্কালীন এসপি-সহ বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েও কোনও ফল না পেয়ে ধর্ষিতা আদালতের দ্বারস্থ হলে মালদহ আদালত জেলা পুলিশকে অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেয়। তবে ২৮ দিন কেটে গেলেও এই নির্দেশ কার্যকর করেনি পুলিশ। প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন অভিযুক্ত। খোঁজ নেই ধর্ষিতারও। ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মালদহের পুলিশ সুপার।
|
ফের নতুন করে অশান্তি ছড়ালো বর্ধমানে। আজ ভোরে বর্ধমানের নিমোতে আগুন লাগে তৃণমূলের এক দলীয় কার্যালয়ে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগের তির সিপিএমের দিকে। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে সিপিএম নেতৃত্ব। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা বলে মত তাদের। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন।
|
মাধ্যমিকের প্রশ্নপত্র বিভ্রাট |
সাউথ পয়েন্ট স্কুলে মাধ্যমিকের প্রশ্নপত্র বিভ্রাট। আজ মাধ্যমিকের প্রথম ভাষার প্রশ্নপত্রে গরমিল লক্ষ করা যায়। উর্দু ভাষায় প্রশ্নপত্রে ভুল প্রশ্ন দেওয়া হয়। দশ-বারো জন নিয়মিত পরীক্ষার্ত্রীদের বিতরণ করা হয় বহিরাগতদের প্রশ্নাবলী। ঘটনাটি নজরে আসে প্রায় আড়াই ঘন্টা পরে।
|
ছাড়া পেলেন প্রণব দাশগুপ্ত |
মণি ছেত্রীর পরে এবার ছাড়া পেলেন আমরি হাসপাতালের পরিচালন কমিটির অন্য চিকিৎসক-প্রতিনিধি প্রণব দাশগুপ্ত। কাল আলিপুর আদালতে জামিন পান প্রণববাবু। আজ সকালে জেল থেকে বাড়ি ফিরে যান তিনি।
|
গতকাল রাতে কসবায় এক মধুচক্র থেকে এক মহিলা-সহ ময়দানের তিন ফুটবলারকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতদের মধ্যে হাসান আফজোলা মহমেডান জুনিয়র দলের, মাইকেল কালিঘাটের এবং ওয়াহিদ আবদুল্লা পিয়ারলেসের প্রাক্তন ফুটবলার। ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে। |