ওরা জানত, আলো ঝলমল র্যাম্প রয়েছে ওদেরই অপেক্ষায়। সে খ্যাতির চূড়ায় পৌঁছতেই হোক বা গ্ল্যামারের ছটায় সব্বার চোখ ধাঁধিয়ে দিতে মডেল হওয়ার ইচ্ছেটা ওদের তাড়িয়ে বেড়িয়েছে রোজ। কৈশোর থেকে সদ্য যৌবনে পা রাখা হাজারো মুখের ভিড়ে ওদেরই তো খুঁজছিল “স্ট্রিক্স উনিশ কুড়ি গ্ল্যাম হান্ট ২০১২”। হাতের নাগালে এনে দিতে গ্ল্যামার দুনিয়ার চাবিকাঠি। |
এ বছরও প্রায় হাজার প্রতিযোগীর ভিড় থেকে বাছাই করা দশ জন পৌঁছে গিয়েছিল চূড়ান্ত পর্বে। বুধবার সন্ধ্যার আইটিসি সোনার দেখল তাদেরই সেরা হওয়ার লড়াই। ইতিমধ্যে মাসখানেকের গ্রুমিং পর্বে রূপ থেকে সাজ, ক্যাটওয়াক থেকে আদবকায়দা সবেরই ঘষামাজা সারা। ‘গ্র্যান্ড ফিনালে’র রং ঝিলমিল র্যাম্পে কখনও সৌমিত্র মণ্ডলের দুধসাদা ডিজাইনার পোশাকে, কখনও ‘সস্য’র দেশি সাজের বাহারে আর কেতাদুরস্ত ককটেল ওয়্যারের গ্ল্যামারে তাই বারবারই ঝিলিক দিল তাদের আত্মবিশ্বাস। যে দ্যুতিতে আলো ছড়াল আঁধার হলের আনাচকানাচে। যে মুগ্ধতার রেশ ছড়াল বিচারকের আসনে বসা ফ্যাশন ডিজাইনার শান্তনু গোয়েন্কা, ‘ক্যাকটাস’ গায়ক সিদ্ধার্থ, আর দুই টলিউড কন্যা পায়েল সরকার, পার্নো মিত্রের চোখেও।
তিন রাউন্ডের র্যাম্প শেষে প্রাথমিক পর্বের একগুচ্ছ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। তার পরেই ‘গ্ল্যাম কিং’ আর ‘গ্ল্যাম কুইন’ শিরোপা উঠল অভিষেক লামা ও একতা মুখোপাধ্যায়ের মাথায়। মীরের সঞ্চালনায় এ সন্ধ্যার আর এক প্রাপ্তি জুন বন্দ্যোপাধ্যায়ের জমাটি গান।
|
ধর্মঘটে বন্ধ সিনেমা হল। এ ভাবেই অবসর যাপন কর্মীদের।
বৃহস্পতিবার, মধ্য কলকাতায়। ছবি: বিশ্বনাথ বণিক
|
বোড়ালের কাছে একটি ফিল্ম সিটি পরিদর্শনে মার্কিন প্রযোজক এডুইন মেজিয়া।
সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার। ছবি: রাজীব বসু |
|