টুকরো খবর
মেমো-বিতর্কে ইজাজের সাক্ষ্য ভিডিও কনফারেন্সে
নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে আসতে চাননি তিনি। তাই মেমোগেট কেলেঙ্কারি মামলায় শেষ পর্যন্ত ভিডিও কনফারেন্সেই সাক্ষ্য দেবেন প্রবাসী পাকিস্তানি ব্যবসায়ী মনসুর ইজাজ। আগামিকালই লন্ডন থেকে এই বিশেষ ব্যবস্থায় তাঁর সাক্ষ্য দেওয়ার কথা। আমেরিকায় প্রাক্তন পাক রাষ্ট্রদূত হুসেন হক্কানির আইনজীবী জাহিদ বুখারি এবং তাঁর দুই সহযোগীর ইজাজকে জেরা করতে লন্ডন যাওয়ার কথা। আজই তাঁদের ভিসা মঞ্জুর হয়েছে। প্রসঙ্গত, হুসেন হক্কানিই তাঁকে বিতর্কিত স্মারকলিপি বা ‘মেমো’টি মার্কিন প্রশাসনের কাছে পৌঁছে দিতে বলেছিলেন বলে দাবি করেছিলেন ইজাজ। একটি পাক সংবাদপত্র জানাচ্ছে, আগামিকাল দুপুর দু’টো থেকে লন্ডনের পাক হাইকমিশনে ইজাজ আইনজীবীদের মুখোমুখি হবেন। সেখান থেকেই ভিডিও কনফারেন্সে যোগাযোগ করা হবে পাক সুপ্রিম কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় কমিশনের অফিসে (যেটি রয়েছে ইসলামাবাদ হাইকোর্ট চত্বরে)। ইজাজ পাকিস্তানে আসতে অস্বীকার করার পর এই কমিশনই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিষয়টি সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। আগামিকাল প্রক্রিয়াটি চলাকালীন বিদ্যুৎ সরবরাহ যাতে নিরবচ্ছিন্ন থাকে, তা নিশ্চিত করতে এখন তৎপর আদালতের অফিসারেরা।

ভারতীয় কূটনীতিকের বিরুদ্ধে সুপারিশ
এক ভারতীয় কূটনীতিকের বিরুদ্ধে পরিচারিকাকে ১৫ লক্ষ ডলার ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ জমা পড়ল মার্কিন আদালতে। ২০০৬-২০০৯ পর্যন্ত নীনা মলহোত্র এবং তাঁর স্বামী যোগেশ মলহোত্রর বাড়িতে কাজ করতেন শান্তি গুরুঙ্গ নামে এক তরুণী। নীনা তখন ছিলেন ম্যানহাটনের ভারতীয় কনস্যুলেটের অফিসার। ২০০৯ সালে শান্তি মলহোত্র দম্পতির বিরুদ্ধে তাঁর সঙ্গে ক্রীতদাসের মতো আচরণ করার অভিযোগ আনেন। মলহোত্ররা তিন বছরে এক বার মাত্র মাইনে দিয়েছিলেন এবং দিনে ১৬ ঘণ্টা করে খাটাতেন এবং নানা ভাবে নির্যাতন করতেন বলে দাবি করেন শান্তি। সে সময় ভারতের বিদেশ মন্ত্রক অবশ্য ঘটনার সত্যতা অস্বীকার করেছিল। কিন্তু নিউ ইয়র্কের দক্ষিণ জেলা আদালতে গত কাল শান্তিকে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশই জমা দিয়েছেন ম্যাজিস্ট্রেট।

পারিবারিক হিংসা অপরাধ, বলল পাক পার্লামেন্ট
দেশের মহিলা ও শিশুদের সুরক্ষা দিতে এ বার সক্রিয় হল পাকিস্তানের পার্লামেন্ট। আজ সেনেটে পাশ হল পারিবারিক হিংসা প্রতিরোধ সংক্রান্ত বিল। মহিলা বা শিশুদের উপরে অত্যাচার করলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। মহিলা বা শিশুদের পেটানোর অপরাধে অন্তত ছ’মাসের কারাদণ্ড হবে। জরিমানা এক লক্ষ টাকা। দ্বিতীয় বার ওই অপরাধ করলে শাস্তির মেয়াদ বেড়ে হবে দু’বছর। দু’লক্ষ টাকা জরিমানাও দিতে হবে। সেনেটে সদস্য নিলোফার বখতিয়ার পারিবারিক হিংসা সংক্রান্ত বিলটি পার্লামেন্টে পেশ করেন। পার্লামেন্টের উচ্চকক্ষে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। পার্লামেন্টের নিম্ন কক্ষে ২০০৯ সালেই বিলটি পাশ হয়। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সম্মতি পেলেই এটি আইন বলে গণ্য হবে।

মহেঞ্জোদরোর সংস্কারে পাকিস্তানের ১০ কোটি
প্রাচীন সিন্ধু সভ্যতার অর্ন্তগত মহেঞ্জোদারো শহরের সংস্কার, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করল পাক সরকার। পর্যটকদের সুবিধার জন্য পরিকাঠামোও গড়ে তোলা হবে। শৌচাগার নির্মাণ, আপৎকালীন ব্যবস্থা, প্রযুক্তিগত উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা-সহ একাধিক খাতে ব্যয় হবে বরাদ্দ অর্থ। পাকিস্তানের সিন্ধু প্রদেশের এই মহেঞ্জোদারো শহরটি স্থাপিত হয় খ্রীষ্টপূর্ব ২৬০০ সালে। খ্রীষ্টপূর্ব ঊনিশ শতকের শেষের দিকে সিন্ধু সভ্যতা ধবংসের পর, ১৯২২ সালে পুনরাবিষ্কৃত হয় মহেঞ্জোদরো। প্রাচীন শহুরে জীবনযাত্রার নিদর্শন রয়েছে শহরটিতে।

মিলল ভারত-ইংল্যান্ডের তারযোগের নথি
সম্প্রতি সামনে এল ঔপনিবেশিক আমলে ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেলিগ্রাম মারফত আদানপ্রদান হওয়া কিছু বার্তা। সমুদ্রের তলায় অবস্থিত কেব্ল মারফত ১৮৭০ সালে তারযোগে ভারত-ইংল্যান্ডের মধ্যে বার্তালাপ শুরু হয়। ঐতিহাসিকদের মতে সাম্রাজ্যবাদের ইতিহাস রচনায় এই বার্তাগুলির অসীম গুরুত্ব রয়েছে। এ ছাড়াও ঊনবিংশ শতাব্দীর বিজ্ঞানের সাফল্যের নজির এই বার্তাগুলি। আবিষ্কৃত বার্তাগুলির মধ্যে রয়েছে লর্ড ও লেডি মেয়ো, প্রিন্স ওফ ওয়েলস, তৎকালীন ভারতের ভাইসরয়, ও সাংবাদিকদের পাঠানো বার্তা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.