আমরি-কাণ্ডে অভিযুক্ত অসুস্থ ডিরেক্টর রাধেশ্যাম অগ্রবাল শনিবার জামিনে মুক্তি পেলেন। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। আলিপুর আদালত তাঁকে আইনি কারণে বিচারবিভাগীয় হেফাজতে পাঠালেও শারীরিক অসুস্থতার জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালে রাখা হয়েছিল। সেই থেকেই তিনি ওই হাসপাতালে ছিলেন।
জামিন মঞ্জুর হওয়ার পরে শনিবার সকাল থেকে সব প্রক্রিয়া সেরে হাসপাতাল থেকে তাঁর ছাড়া পেতে দুপুর গড়িয়ে যায়। তাঁকে ছেড়ে দেওয়া নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের মধ্যে ধন্দ তৈরি হয়েছিল। এই কারণে তাঁর ছাড়া পেতে দেরি হয় বলে পুলিশ সূত্রের খবর।
রাধেশ্যাম অগ্রবালের জামিন মঞ্জুর হওয়া সংক্রান্ত কাগজপত্র শুক্রবার রাতেই কলকাতা হাইকোর্ট থেকে আলিপুরে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট চৌধুরী হেফাজত করিমের এজলাসে পৌঁছে যায়। জামিনে কিছু শর্ত ছিল। তাঁর আইনজীবী সেলিম রহমান জানান, শর্ত মেনে আদালতে তাঁর পাসপোর্ট জমা দেওয়া হয়েছে। আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশে যেতে পারবেন না। তা ছাড়া, তাঁর হয়ে এমন দু’জন জামিনদারকে থাকতে বলা হয়েছে, যাঁরা এই আদালতের এক্তিয়ারভুক্ত এলাকারই বাসিন্দা হবেন এবং তাঁদের উভয়েরই পৃথক ভাবে ২৫ হাজার টাকা মূল্যের সম্পত্তি থাকতে হবে। মোবাইলও বন্ধ থাকায় খোঁজ-খবর শুরু করেন তাঁর পরিবার। রাতে স্বপনবাবুর ছেলে বাবু সাহা থানায় নিখোঁজ ডায়েরি করেন।
|
স্টেট ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন ও সুমিতা ক্যান্সার রিলিফ ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন সোসাইটির উদ্যোগে ক্যান্সার সচেতনতা শিবির হল। শনিবার শিলিগুড়িতে স্টেট ব্যাঙ্কের জোনাল শাখায় ওই শিবির হয়। |