টুকরো খবর |
জমিজমার বিবাদে প্রৌঢ় খুন বিনপুরে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে এক প্রৌঢ়কে পিটিয়ে ও কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে আত্মীয় ও গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের বিনপুর থানার কাঁকুরমা গ্রামের একটি ঝোপ থেকে গুরুপদ মান্ডি (৫৬) নামে ওই প্রৌঢ়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, কাঁকুরমার বাসিন্দা সম্পন্ন কৃষক গুরুপদবাবু বছর দু’য়েক আগে জমিজমা সংক্রান্ত বিবাদেই সপরিবার গ্রাম ছাড়া হয়েছিলেন। ঝাড়গ্রাম শহরে থাকতেন। শুক্রবার সকালে জমিজমা দেখতেই কাঁকুরমায় যান। আর ফেরেননি। গ্রামের একটি ঝোপে এক প্রৌঢ়ের দেহ পড়ে আছে খবর পেয়ে বিকেলে পুলিশ যায়। পরে গুরুপদবাবুর স্ত্রী হেমালি মান্ডি স্বামীর দেহটি শনাক্ত করেন। কাঁকুরমা গ্রামের ৯ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন তিনি। অন্যতম অভিযুক্ত রঞ্জিত মুর্মুকে শুক্রবার রাতেই গ্রেফতার করে পুলিশ। শনিবার ঝাড়গ্রাম আদালত ধৃতকে ১৪ দিনের জন্য জেল-হাজতে পাঠিয়েছে। |
পড়ুয়াদের দায়িত্ব নিক রাজ্য, দাবি
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
প্রথমে অনুমোদন দিয়েও পরে তা প্রত্যাহার করায় বিপাকে পড়া ৮৮ জন পড়ুয়ার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে রাজ্য সরকারকেই ব্যবস্থা নিতে হবে। শনিবার এক সাংবাদিক বৈঠকে ফের এই দাবিই জানালেন প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠের সংস্থা পরিচালিত হলদিয়ার বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়াদের অভিভাবকেরা। আগে থেকেই চালু বেসরকারি ডেন্টাল কলেজের ভবনকেই মেডিক্যাল কলেজের ভবন হিসাবে দেখানো এবং উপযুক্ত পরিকাঠামো ছাড়াই পঠন-পাঠন চালু করায় মেডিক্যাল কাউন্সিল এবং পরে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় মেডিক্যাল কলেজটির অনুমোদন বাতিল করে। আতান্তরে পড়েন পড়ুয়ারা। তাঁদের অবিভাবকদের তরফে দেবজ্যোতি চক্রবর্তী, অসিত চক্রবর্তী, অপর্ণা দে-দের দাবি, “আগে অনুমোদন দেওয়া হয়েছিল বলেই আমরা ছেলেমেয়েদের ভতির্র্ করেছিলাম। এখন অনুমোদন বাতিল হলে সরকারকেই ছাত্রছাত্রীদের দায়িত্ব নিতে হবে।” |
খুন-লুঠে ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দুই কর্মীকে খুন করে কাঁথির একটি মাছের খাদ্যের গুদামে লুঠের ঘটনায় দু’জনকে ধরল পুলিশ। শনিবার উত্তর ২৪ পরগনার নৈহাটি-আমডাঙা থেকে এক জনকে এবং কাঁথি থেকে আর এক জনকে ধরা হয়। বৃহস্পতিবার রাতে কাঁথি থানার ছত্রধরায় ঘটনাটি ঘটে। |
বস্তাবন্দি দেহ |
শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কাছে হলদিয়া মোড়ে ৬ নম্বর জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হয় বছর পঁয়ত্রিশের এক যুবকের বস্তাবন্দি দেহ। মৃতের পরিচয় জানা যায়নি। পুলিশের সন্দেহ, অন্যত্র খুন করে দেহটি ফেলে যাওয়া হয়েছে। দেহে আঘাতের চিহ্নও রয়েছে। |
|