টুকরো খবর
ডাইনি সন্দেহে ‘হেনস্থা’

ভদ্রা কুমার। ছবি: সুজিত মাহাতো।
ডাইনি অপবাদ দিয়ে এক মহিলাকে হেনস্থা করা ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ওই মহিলারই এক আত্মীয়ের বিরুদ্ধে।.ঘটনাটি পুরুলিয়ার কোটশিলা থানার চেক্যা গ্রামের।.ভদ্রা কুমার নামের ওই মহিলা সম্প্রতি পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ, “পড়শি রেখা কুমার আমাদের আত্মীয়। তাঁর স্বামী গোপী কুমার আমাকে ডাইনি অপবাদ দিয়ে খুন করার হুমকি দিয়েছে।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেখাদেবীর শ্বশুরবাড়ি ঝালদা ২ ব্লকের ডুরকু গ্রামে। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য বেশিরভাগ সময়ে তিনি চেক্যা গ্রামে বাপের বাড়িতেই থাকেন। রেখার স্বামী গোপীর ধারণা হয়, ভদ্রা কুমার ডাইনি। সে তুকতাক করায় ভদ্রা সুস্থ হচ্ছেন না। বছর চল্লিশের ভদ্রাদেবী বলেন, “৯ ফেব্রুয়ারি গোপী আমার বাড়িতে এসে আমাকে ডাইনি বলে অপবাদ দেয়। তারপরে রেখার অসুখ সারিয়ে দিতে বলে। না সারাতে পারলে আমাকে খুন করার হুমকি দেয়।”.তিনি জানান ঘটনার কথা, গ্রামের মোড়লদের জানিয়েও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে তিনি সম্প্রতি কোটশিলা থানায় গোপী-সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অন্যতম অভিযুক্ত রেখার দাদা যজ্ঞেশ্বর কুমার বলেন, “বোনের অসুখ না সারায় গোপীর ধারণা হয়েছিল ভদ্রাদেবী ডাইনি। তাই সে ওই কাণ্ড ঘটিয়েছে। আমরা নিজেদের মধ্যে বিবাদ মিটিয়ে নেব।”

ছাত্র বিক্ষোভ

নিজস্ব চিত্র
শিক্ষকের বদলির নির্দেশ বাতিল করার দাবিতে অধ্যক্ষকে চার ঘণ্টা ঘেরাও করে রাখলেন ছাত্রছাত্রীরা। শুক্রবার পুরুলিয়া পলিটেকনিক কলেজের ঘটনা। অভিযোগ, কলেজে প্রয়োজনের তুলনায় শিক্ষক কম। তার উপরে সম্প্রতি এক শিক্ষকের বদলির নির্দেশ এসেছে। ফলে সমস্যা হবে পঠনপাঠনে। শিক্ষকের বদলি রুখতে অধ্যক্ষকে ঘেরাও করা হয়। সিভিল বিভাগে মোট ছাত্র সংখ্যা ২৭০ জন। আট জন শিক্ষক থাকার কথা থাকলেও পাঁচ জন রয়েছেন। সম্প্রতি অরুনাংশ দে নামের এক শিক্ষককে জলপাইগুড়িতে বদলির নির্দেশ এসেছে। বিক্ষোভকারীদের মধ্যে সৈকত মন্ডল, উজ্জ্বল গরাইরা বলেন, “ওই শিক্ষক চলে গেলে বাকি চার জন শিক্ষকের পক্ষে এত ছাত্রছাত্রীকে পড়ানো সম্ভব নয়। তাই ওই শিক্ষকের বদলি বাতিল করার দাবি জানানো হয়েছে।.এদিন দুপুর ১২টা থেকে চার ঘন্টা অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন ছাত্ররা।.অধ্যক্ষ লালবাহাদুর সিংহ বলেন, “শিক্ষকের সংখ্যা কম হওয়ায় সমস্যা হচ্ছে। ছাত্ররা সঙ্গত দাবি তুলেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

বোমায় জখম
বোমা ফেটে জখম হল এক কিশোর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে মাড়গ্রামের দিঘুলি গ্রামের কিশোর বিভাস মণ্ডল মাঠে গিয়েছিল। মাঠে পড়ে থাকা একটি বোমাকে সে বল ভেবে খেলতে যায়। হঠাৎ বোমা ফেটে তার ডান হাতের দু’টি আঙুল উড়ে যায়। কালুহা হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র বিভাষকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসক সৌরভ মাজি জানান, ওই কিশোরের হাতের আঙুলের অবস্থাও খারাপ।

পথ অবরোধ
উন্নত স্বাস্থ্য পরিষেবার দাবিতে শুক্রবার পুঞ্চায় পথ অবরোধ হয়। এর জেরে পুঞ্চা-পুরুলিয়া রাস্তায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। বৃহস্পতিবার পুঞ্চার বাগদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে বাসিন্দারা পথ অবরোধ করেন। অবরোধকারীদের দাবি, ২৪ ঘণ্টা পরিষেবার দাবিতে পথ অবরোধ করা হয়। সিএমওএইচ নিশিকান্ত হালদার বলেন, “প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

কলেজে তালা দিল টিএমসিপি
ছবি: শুভ্র মিত্র।
কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে শিক্ষক ও কর্মীদের ঘণ্টা দুয়েক তালা বন্ধ করে রাখলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যেরা। শনিবার বিকেলে বাঁকুড়ার কোতুলপুর থানার চাতরা রামাই পণ্ডিত মহাবিদ্যালয়ের ঘটনা। খবর পেয়ে পুলিশ গিয়ে বিকেল পাঁচটা নাগাদ তাঁদের উদ্ধার করে। ওই কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক টিএমসিপি-র হারাধন দাস বৈরাগীর অভিযোগ, “কলেজ কর্তৃপক্ষের কাজে অনেক গোলমাল রয়েছে। এ দিন এক কর্মী এক ছাত্রীকে পার্ট-টু পরীক্ষার মার্কশিট না দিয়ে হয়রান করেন। প্রতিবাদ জানাতে অফিস ঘরে তালা দিয়ে কলেজের কর্মীদের আটকে রাখা হয়। শিক্ষকরা দুর্ব্যবহার করায় কলেজের মেন গেটেও তালা গিয়ে তাঁদের আটকে রাখা হয়। পরে আমরাই তালা খুলে দিই।” কলেজের টিচার-ইনচার্জ মালবিকা সিংহ বলেন, “মিথ্যা অভিযোগ করা হচ্ছে। যদি কিছু ঘটে থাকে, সোমবার ঠিক জায়গায় জানাব।” পুলিশ জানিয়েছে, রাত পর্যন্ত কেউ অভিযোগ জানায়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.