নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর ও আসানসোল |
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে শুক্রবার থেকে দুর্গাপুরে শুরু হল বিবেক মেলা। বৃহস্পতিবার থেকে কুলটিতেও শুরু হয়েছে এই মেলা। রাজ্য সরকারের যুব কল্যাণ বিভাগ ও কুলটি পুরসভার যৌথ উদ্যোগে এই মেলা শুরু হয়েছে। মেলা চলবে তিন দিন। দুর্গাপুরে ভগৎ সিংহ ক্রীড়াঙ্গনে এ দিনের খেলায় ডিএভি মডেল স্কুল ৩-১ গোলে গুরু তেগবাহাদুর পাবলিক স্কুলকে হারায়। কুলটির উপপ্রধান বাচ্চু রায় জানান, তিন দিনের উৎসবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনার আয়োজন করা হয়েছে। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। একটি বিবেক ট্যাবলো গোটা শহর পরিক্রমা করে। ১৮ ফেব্রুয়ারি থেকে আসানসোল পুরসভা অঞ্চলে শুরু হচ্ছে বিবেক মেলা। রাজ্য সরকারের যুব কল্যাণ বিভাগ ও আসানসোল পুরসভার যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।
|
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ বিধিভঙ্গের |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ আনলেন পর্ষদ মনোনীত সদস্য ওই স্কুলের এক শিক্ষক। শুক্রবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের সিহারসোল রাজ হাইস্কুলে। ওই স্কুলের শিক্ষক অদ্বৈত কোনার জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে অভিযোগ করেন, শুক্রবার বিকেল ৩টে নাগাদ স্কুল ছুটি দিয়ে স্টাফ কাউন্সিলের মিটিং হয়। যা কোনও ভাবেই বিধি মেনে হতে পারে না। দিন কয়েক আগেও প্রধান শিক্ষক তাপস চট্টোপাধ্যায় স্কুল চলাকালীন সময়ে অন্য স্কুলে সময় কাটিয়েছেন। তবে তাপসবাবু বলেন, “পঞ্চম পিরিয়ডের পরে কয়েকটি ক্লাস সাসপেন্ড করা হয়েছিল। মাধ্যমিকের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য এ দিন মিটিং ডাকা হয়। অন্য অভিযোগটি ভিত্তিহীন।” জেলা বিদ্যালয় পরিদর্শক আবদুল হাই বলেন, “অদ্বৈতবাবু যা বলছেন তা খতিয়ে দেখা হবে। তবে বিধি অনুযায়ী স্কুল ছুটির পরেই মিটিং হওয়া উচিত।”
|
ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
পলাতক স্বর্ণ ব্যবসায়ী রঞ্জিত রায় ও তাঁর ছেলে রুদ্রপ্রসাদ রায়ের বিরুদ্ধে শুক্রবার পর্যন্ত প্রায় দু’শো জন প্রতারণার অভিযোগ দায়ের করলেন রানিগঞ্জ থানায়। ১৩ ফেব্রুয়ারি রানিগঞ্জ বড়বাজারে তাঁদের সোনার দোকানে অসুস্থতার বিজ্ঞপ্তি লাগিয়ে দিয়ে সপরিবারে ফেরার হয়ে যান। প্রথম দিন ১২ জন অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, প্রায় সাড়ে ৩ কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এছাড়া ব্যাঙ্ক ঋণও রয়েছে প্রায় এক কোটি টাকা। তল্লাশি চলছে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বৃহস্পতিবার রাতে পানাগড়ের দার্জ্জিলিং মোড়ের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মদন সাহা (৪৯)। বাড়ি পানাগড় গ্রামে। তিনি ব্যবসায়ী ছিলেন। পুলিশ জানিয়েছে, এ দিন রাত ৯টা নাগাদ তিনি দুর্গাপুর থেকে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। পানাগড়ের দার্জ্জিলিং মোড়ের কাছে একটি লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। |