|
|
|
|
|
|
তিনি বলেন
|
পুলিশ চালকদের কাছ থেকে ঘুষ নেবে,
অথচ যাত্রী পরিষেবার বিষয়টি দেখবে না, তা হয় না। |
বিমল গুহ |
প্রসঙ্গ ট্যাক্সির মিটারে কারচুপি |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
পুলকরঞ্জন দেব |
শুভ সংখ্যা: ৩, ৫, ৬, ৭ ও ৯।
শুভ দিন: মঙ্গল, বৃহস্পতি ও শুক্র।
শুভ রং: সোনালি, সবুজ, বেগুনি, ফিকে হলুদ ও লালাভ নীল।
শুভ রত্ন: পীত পোখরাজ, পান্না ও ক্যাট্স আই।
স্বাস্থ্য ভালই থাকবে। প্রবীণ ব্যক্তি স্মৃতিভ্রংশতায় ভুগতে পারেন। কর্মক্ষেত্রে প্রতিকূলতার মোকাবিলা করে জয়ী হবেন। আর্থিক স্বচ্ছলতা পেতে দেরি হবে। মধ্যবয়সে আর্থিক ও বৈষয়িক সাফল্য। কর সংক্রান্ত ঝামেলায় পড়তে পারেন। প্রিয়জনের শিক্ষা নিয়ে দুশ্চিন্তা। সম্পত্তির অধিকার নিয়ে ভাইবোনের সঙ্গে মতবিরোধ। অর্থনাশের আশঙ্কা। গৃহে শুভ অনুষ্ঠান। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
উত্তম-গৃহে হামলা
গিরীশ মুখার্জি রোডে শ্রীউত্তমকুমার চ্যাটার্জির বাড়ীতে হামলার অভিযোগে তিন জন গ্রেপ্তার হইয়াছিল। ম্যাজিস্ট্রেট শ্রী এস সি চৌধুরী ৩০০ টাকা জামিনে আসামীদের মুক্তি দেন। অভিযোগ, আসামীরা সরস্বতী পূজার চাঁদার জন্য উত্তমকুমারের বাড়িতে গেলে দারোয়ান বাধা দেয়। আসামীরা তখন দারোয়ানকে প্রহার করে।
— আনন্দবাজার পত্রিকা, ১৬ ফেব্রুয়ারি ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|