|
|
|
|
টুকরো খবর |
বাজার বন্ধের নোটিসে ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
খড়্গপুর বিগ-বাজার বন্ধের আশঙ্কায় ক্ষুব্ধ ব্যবসায়ী ও কর্মীরা আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিলেন। বুধবার সাংবাদিক সম্মেলন করে তাঁরা জানিয়ে দিলেন, বাজার বন্ধ হলে অনশন শুরু করবেন তাঁরা। রাজ্য সরকার ও প্রশাসন যাতে হস্তক্ষেপ করে, সেই দাবিও জানানো হয়। ইতিমধ্যেই বাজারের দোকান মালিক ও কর্মীদের একটি সংগঠন তৈরি হয়েছে। সংগঠনের চেয়ারপার্সন মেদিনীপুর চেম্বার অব কমার্সের সম্পাদক রাজা রায় বলেন, “২১ মার্চের মধ্যে দোকান সরিয়ে নিতে বলা হয়েছে। অথচ এখানে ব্যবসা করে, কাজ করে ৬০০ পরিবারের জীবন চলে। হঠাৎ দোকান বন্ধ হলে এতগুলি পরিবার চরম সমস্যায় পড়বে। তাই রাজ্য সরকার, শিল্পমন্ত্রী থেকে জেলা প্রশাসন--প্রত্যেকেরই হস্তক্ষেপ চাওয়া হয়েছে। ৩ দিন দেখব। কাজ না হলে শুরু হবে অনশন।” যে সংস্থার মাধ্যমে এখানে ব্যবসায়ীরা দোকান চালু করেছিলেন তাদের এক আধিকারিক অরিজিৎ মাল বলেন, “পরিকাঠামো তৈরির দায়িত্ব ছিল যে সংস্থার, তারা কিছু শর্ত মানেনি। এমনকী ফায়ার লাইসেন্সও নেই। বার বার আলোচনাতেও সুফল না মেলায় ওই সংস্থার হাতেই জায়গা ফিরিয়ে দিচ্ছি আমরা।” তিন বছর আগে চালু হয়েছিল এই বিগ-বাজার। দোকানে আগুন। পিংলার জলচক বাজারে আগুনে ভস্মীভূত হল কয়েকটি দোকান। মঙ্গলবার রাত ১০টার পর, সব দোকান যখন বন্ধ, সে সময়ে একটি বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রির দোকানে প্রথম আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের ৫টি দোকানও ভস্মীভূত হয়। সেই সঙ্গে আরও চারটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার খবর পেয়েই স্থানীয় মানুষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। খড়্গপুর থেকে দমকল পৌঁছতে দেরি হবে বুঝে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। তবে আগুন লাগার কারণ স্পষ্ট হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেও আগুন লেগে থাকতে পারে।
|
খড়্গপুরে গয়নার ব্যাগ ছিনতাই |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর শহরের কেরানিতলায় দুষ্কৃতীদের বচসা, গুলি-চালানোর ঘটনার দিনেই রেলশহর খড়্গপুরে গয়নার ব্যাগ ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। বুধবার সকালে মালঞ্চ এলাকায় এই ঘটনা ঘটে। মালঞ্চে গয়নার দোকান রয়েছে নির্মল কর নামে এক ব্যবসায়ীর। অন্য দিনের মতোই এ দিন সকালেও তিনি মোটরবাইকে দোকানে আসেন। সঙ্গে ছিল একটি ব্যাগ। তাতেই বেশ কয়েক গ্রাম সোনার গয়না ছিল বলে দাবি ওই ব্যবসায়ীর। নির্মলবাবু মোটরবাইক থেকে নেমে দোকানের তালা খোলার সময়ে এক যুবক বাইকে ঝোলানো ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালায় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছু দূরে গিয়ে ওই যুবকটিও একটি মোটরবাইকে চেপেই চম্পট দেয়। অন্য দুই যুবক সেখানে তার জন্য অপেক্ষা করছিল। মালঞ্চ-র মতো জনবহুল এলাকায় এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, এ ধরনের ঘটনা এড়াতে নজরদারি আরও বাড়াতে হবে। এ ক্ষেত্রে পুলিশকেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ওই ব্যবসায়ী যে গয়নার ব্যাগ নিয়ে দোকানে আসবেন, তা আগে থেকেই জানত দুষ্কৃতীরা। কখন আসবেন, তা-ও তাদের জানা ছিল। খড়্গপুর টাউন থানার আইসি স্বপন দত্ত বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।” এ দিন রাত পর্যন্ত অবশ্য কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
|
ফুটবল প্রশিক্ষণ |
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা |
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং চন্দ্রকোনার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুরু হল ফুটবল প্রশিক্ষণ শিবির। বুধবার চন্দ্রকোনা শহরের ঝিরাট হাইস্কুল মাঠে শিবিরের উদ্বোধন করেন ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী। উপস্থিত ছিলেন ডিএসপি (ক্রাইম) ওয়াংদেন ভুটিয়া ও এলাকার পরিচিত কয়েক জন। চন্দ্রকোনা থানার ওসি শীর্ষেন্দু দাস জানান, এ দিন শিবিরে ২২০ জন যুবক উপস্থিত ছিলেন। |
|
|
|
|
|