শিলিগুড়ি, জলপাইগুড়িতে তো চলছেই, এ বার উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে সরকারি খরচে রাত ১০টার পরে মাইক বাজিয়ে জলসার অভিযোগ উঠল মালদহেও। ক্ষুব্ধ বাসিন্দাদের আশঙ্কা, শাসক দলের নেতা-মন্ত্রীরা পুলিশ-প্রশাসনের অফিসারদের উপস্থিতিতে বিধি ভাঙলে আগামী দিনে শব্দ দূষণ মাত্রাছাড়া হয়ে উঠতে পারে।
উত্তরবঙ্গ উৎসব উপলক্ষে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে মঙ্গলবার রাতেও প্রায় ১১টা পর্যন্ত জলসা হয়েছে। জলপাইগুড়িতেও একই অবস্থা। মালদহে বিবেকানন্দ বিদ্যামন্দির লাগোয়া ময়দানে আয়োজিত হস্তশিল্প মেলাতেও গভীর রাত পর্যন্ত মাইক বাজিয়ে অনুষ্ঠান হচ্ছে বলে অভিযোগ। শিলিগুড়িতে সোমবার একটি জলসায় গায়ক দলের অনুরোধে রাত সাড়ে ১১টায় মঞ্চে উঠে গান করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বুধবার ফালাকাটায় তিনি বলেন, “উত্তরবঙ্গের মোট ১৯টি জায়গায় একসঙ্গে অনুষ্ঠান চলছে। স্থানীয় শিল্পীদের প্রথমে সুযোগ দেওয়া হচ্ছে। পরে বহিরাগতেরা। তাতে কয়েকটি জায়গায় অনুষ্ঠান শেষ করতে সময় বেশি লাগতে পারে। তবে রাত ১০ টার পরে অনুষ্ঠানস্থলের বাইরের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। তবুও বিষয়টিকে বড় করে দেখানো হচ্ছে।” পাশাপাশি, মন্ত্রীর বক্তব্য, “যখন অষ্টপ্রহর কীর্তনের আসর বসে, তখন তো কোনও সমালোচনা হয় না।” |
উৎসবের ‘আইন’। সোমবার উত্তরবঙ্গ উৎসবে শব্দবিধি ভেঙে রাত সাড়ে ১১টায় মাইকে গান
ধরেন মন্ত্রী গৌতম দেব। সেই নিয়ে বিতর্কের পরেও ছবিটা বদলায়নি। বুধবারও রাত সওয়া
১১টায় অনুষ্ঠান চলছে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে। ছবি: বিশ্বরূপ বসাক |
শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের নানা এলাকায় গভীর রাত পর্যন্ত মাইক বাজানো বন্ধ করতে পুলিশ-প্রশাসন কিংবা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ উদ্যোগী হচ্ছে না কেন, সেই প্রশ্ন তুলেছে সিপিএম। সিপিএমের শিলিগুড়ি জোনাল কমিটির সম্পাদক মুকুল সেনগুপ্ত বলেন, “রাত ১০টার পরে সরকারি অনুষ্ঠানেই মাইক বাজছে। নেতা-মন্ত্রীরাও গলা মেলাচ্ছেন। পুলিশ-প্রশাসন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নীরব কেন? মানুষকে কি হাইকোর্টের হস্তক্ষেপ চাইতে হবে? আমরা মনে করি, কীর্তন থেকে জলসা, যাই-ই বিধি ভেঙে হোক না কেন, সরকারকেই ব্যবস্থা নিতে হবে।”
পাশাপাশি, মালদহ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবপ্রিয় সাহাও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে জেলা প্রশাসন মেলার অনুমতি দিয়ে ঠিক করেনি। সকলেরই অসুবিধে হচ্ছে।” তবে মালদহের জেলাশাসক শ্রীমতি অর্চনা মেলা কমিটির পাশেই দাঁড়িয়েছেন। জেলাশাসক বলেন, “এই প্রথম মালদহে হস্তশিল্প মেলা হচ্ছে। এটা নিয়ে জেলার মানুষের গর্ব করা উচিত ছিল। তা না-করে সমালোচনা করাটা দুর্ভাগ্যজনক।” দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসে যোগাযোগ করা হলে এক কর্তা জানান, বিধি ভাঙার খবর পেয়ে পুলিশ-প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ দিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ফালাকাটায় একদিনের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন। সেখানেও ১১ ফেব্রুয়ারি থেকে ফালাকাটা টাউন ক্লাব মাঠে উত্তরবঙ্গ উৎসব চলছে। ওই অনুষ্ঠানে রোজই শব্দ বিধি ভাঙা হলেও শাসক দল সরাসরি যুক্ত থাকায় থানায় অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন অভিভাবকদের অনেকেই। আলিপুরদুয়ার নেচার ক্লাবের চেয়ারম্যান অমল দত্ত বলেন, “হাইকোর্টের নির্দেশে রাত ১০ টার পরে কোনও খোলা জায়গায় মাইক ব্যবহার করা যায় না। উৎসবের নামে যে ভাবে শব্দ বিধি ভাঙা হচ্ছে, তা মানা যায় না।” |