পশ্চিম মেদিনীপুরের রোড-চন্দ্রকণার রেল ডিপোতে ডাকাতির ঘটনায় আরও দু’জন ধরা পড়েছে। বৃহস্পতিবার রাতে আরপিএফ পিন্টু চৌধুরী ও শেখ জিয়াউল হোসেন খানকে ওই ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করছে। ধৃত পিন্টু বাঁকুড়ার বেলঘরিয়া এবং জিয়াউল ওন্দা থানার পুনিশোল এলাকার বাসিন্দা। এর আগেই আরপিএফ ওই ডাকাতিতে যুক্ত থাকার অভিযোগে শেখ সামসের আলি ও রাজু দত্ত নামে বাঁকুড়ার দুই বাসিন্দাকে গ্রেফতার করেছিল। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, লুঠ করা মালের কিছু অংশ বাঁকুড়া শহরের বেলঘরিয়ার একটি পুকুরের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। বৃহস্পতিবার রাতে পিন্টু ও জিয়াউল পুকুর থেকে মালগুলি তুলে অন্যের কাছে পাচার করতে যাচ্ছিল। সেই সময় আরপিএফ তাদের হাতেনাতে ধরে ফেলে। গত ২২ জানুয়ারি মাঝরাতে কিছু দুষ্কৃতী রোড-চন্দ্রকণার রেল ডিপোতে ডাকাতি করে লক্ষাধিক টাকার তামার তার নিয়ে চম্পট দেয়। এ দিন আরপিএফ তার বেশ কিছুটা উদ্ধার করতে পেরেছে। আরপিএফ আইনজীবি সন্দীপ চক্রবর্তী বলেন, “সামসের ও রাজুকে আগেই আদালতে তোলা হয়েছিল। শুক্রবার তাদের ফের আদালতে পেশ করার দিন ছিল। অন্যদিকে বৃহস্পতিবার পিন্টু ও জিয়াউলকেও ধরা হয়েছে। তাই শুক্রবার চার জনকেই এক সঙ্গে আদালতে তোলা হয়েছিল। বিচারক চার জনকেই ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন।” এ দিকে আরপিএফের সন্দেহ, ঘটনার সঙ্গে এখনও অনেক ব্যক্তি জড়িত। লুঠ হওয়া মালেরও বেশিরভাগটাই উদ্ধার হয়নি। তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছেন।
|
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশু ও এক স্কুল ছাত্রীর। শুক্রবার সকালে ও বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাগুলি ঘটেছে পাড়া ও আড়শা থানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে পাড়া থানার গোলকুণ্ডা-উদয়পুর রাস্তায় পাণ্ডুকা মোড়ের কাছে একটি লরির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়। ওই শিশুটির নাম রিমি মাহাতো (৫)। বাড়ি পাণ্ডুকা গ্রামে। রাস্তা পার হওয়ার সময় একটি লরি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লরি ও চালককে আটক করার দাবিতে স্থানীয় বাসিন্দারা কিছু ক্ষণ রাস্তা অবরোধ করেন। অন্য দিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়া-জামসেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে আড়শা থানার কাঁটাডি-র কাছে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রীর। ওই ছাত্রীর নাম মধুমিতা লায়া (১৭)। সে বলরামপুরের ভজনাশ্রম হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী। আড়শার জুড়ি গ্রামে তার বাড়ি। সে বলরামপুরের মাসির বাড়িতে থেকে পড়াশোনা করত। বৃহস্পতিবার এক আত্মীয়ের মোটরবাইকে চেপে সে কাঁটাডি যাচ্ছিল। পথে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রাস্তার উপরে ছিটকে পড়ে মধুমিতা। সেই সময় জামসেদপুরগামী একটি লরি এসে তাকে পিষে দেয়।
|
বধূ নির্যাতনের অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, বাঁকুড়ার সারেঙ্গা থানার সুকাডালি গ্রামের গৃহবধূ সুপরা বিবি বুধবার সারেঙ্গা থানায় তাঁর স্বামী সাবির খাঁ ও শ্বশুর সেলিম খাঁর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর দাবি, দীর্ঘ দিন ধরেই তাঁর উপরে নির্যাতন চালাচ্ছিলেন তাঁরা। অতিষ্ঠ হয়ে অনেক বার লালগড়ে বাপের বাড়িতে চলে গিয়েছিলেন তিনি। এ বারেও বাপেরবাড়ি থেকে ফিরে আসার পরে ফের শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার শুরু করেন বলে অভিযোগ তাঁর। শুক্রবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করানো হয়েছে।
|
ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে চার জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে নিতুড়িয়া থানার মদনডি গ্রামের কাছ থেকে তাদের ধরা হয়। উদ্ধার করা হয়েছে ভোজালি ও লোহার রড। ধৃতদের নাম অসীম আনসারি, সঞ্জয় বাউরি, সুকু বাউরি ও দীনেশ বাউরি। অসীম কুলটির রানিতলা ও বাকিরা বরাকরের বাসিন্দা। শুক্রবার রঘুনাথপুর আদালত তিন দিন পুলিশ হেফাজতে পাঠায়।
|
সকল সম্প্রদায়ের মানুষদের নিয়ে পঙ্ক্তিভোজ হয়ে গেল সারেঙ্গার বারপাখান গ্রামে। বৃহস্পতিবার ওই গ্রামে একটি পুকুর প্রতিষ্ঠা উপলক্ষে পঙ্ক্তিভোজের আয়োজন করা হয়। কয়েকশো বাসিন্দা এতে যোগ দিয়েছিলেন। |