টুকরো খবর |
ছিনতাই, গ্রেফতার ৩
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
মুর্শিদাবাদের রানিনগর এলাকা থেকে যাত্রী সেজে লুঠ করা একটি গাড়ি উদ্ধার করল ইলামবাজার থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিন জনকে শুক্রবার রাতে পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল ইবাদুল শেখ, হানাম শেখ ও ইব্রাহিম শেখ। প্রত্যেকেই মুর্শিদাবাদ জলঙ্গী থানা এলাকার বাসিন্দা। বীরভূমের পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “যাত্রী সেজে গাড়ি লুঠ করার একটি চক্র সক্রিয় হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ জানুয়ারি ইলামবাজার থানার বেলোয়া গ্রামের এক ট্যাক্সিচালক সজল দলুইয়ের গাড়ি ভাড়া করে কয়েক জন। পরে তারা মুর্শিদাবাদের রানিনগর এলাকায় চালক সজলবাবুকে মারধর করে গাড়িটি নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। আহত চালকের কাছে অভিযোগ পেয়ে তদন্তে নামে বীরভূম জেলা পুলিশ। ইলামবাজার থানার ওসি ত্রিদিব প্রামাণিকের নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে। বিশেষ সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জলঙ্গী থানা এলাকা থেকে তাঁরা এই তিন দুষ্কৃতীকে গ্রেফতার। ছিনতাই হওয়া গাড়িটিও উদ্ধার করা গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
|
তদন্তে প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
রবীন্দ্র জীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায়ের পুত্রবধূ সুনন্দাদেবীর বাড়িকে ঘিরে যে সমস্যা তৈরি হয়েছে, তার সরেজমিন তদন্ত করে গেলেন বোলপুরের মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি। তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে সুনন্দাদেবীর সঙ্গে কথা বলা বলেছি। বিতর্কিত এলাকা জায়গা ঘুরে দেখেছি। প্রয়োজনীয় রিপোর্ট কর্তৃপক্ষের কাছে পাঠাব।” ২৩ জানুয়ারি বাড়ি বিক্রি করতে চাপ দেওয়া, বাড়ি লাগোয়া জমির বেড়া ভেঙে দেওয়া এবং বেড়া দিতে গেলে দেখে নেওয়া হুমকির অভিযোগ উঠেছিল স্থানীয় এক প্রোমোটার ও তাণর ছেলের বিরুদ্ধে। এ ব্যাপারে বোলপুরের প্রভাত সরণীর বাসিন্দা সুনন্দাদেবী সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত ভাবে জানিয়েছিলেন। জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর দফতর থেকে বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু হয়। চাওয়া হয় রিপোর্টও। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মহকুমাশাসককে প্রয়োজনীয় রিপোর্ট দিতে বলা হয়েছে।”
|
চোর সন্দেহে মার
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
চোর সন্দেহে এক ব্যক্তিকে ধরে মারধর করল কিছু বাসযাত্রী। অভিযুক্ত ব্যক্তি শেখ আশরফের বাড়ি ইলামবাজার। ঘটনাটি ঘটে শুক্রবার সিউড়ি বাসস্ট্যান্ডে। পুলিশ জানিয়েছে, সিউড়ি বাসস্ট্যান্ডে একটি বাসের ছাদ থেকে যাত্রীদের মাল চুরির অভিযোগে ওই ব্যক্তিকে কিছু জনতা মারধর শুরু করে। পুলিশ খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে। চুরির অভিযোগে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
|
অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম পার্থ মজুমদার (৪২)। বাড়ি ফলতায়। তিনি কেন্দ্রীয় আবগারি দফতরের কর্মী। বোলপুরে ভাড়া বাড়িতে থাকতেন। রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল বিকেল ৪টে নাগাদ বোলপুর আদালতের কাছে রেললাইনে ওই ব্যক্তির দেহ পাওয়া যায়। ময়না তদন্তের জন্য দেহটি রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। |
|