২-জি কাণ্ডে বাতিল ১২২টি টেলিকম লাইসেন্স |
আজ সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হল ১২২টি টেলিকম সংস্থার লাইসেন্স। এ রাজা টেলিকমমন্ত্রী থাকাকালীন বন্টন হওয়া লাইসেন্স বাতিল হবে চার মাসের মধ্যে। এছাড়াও আগামী ৪ ফেব্রুয়ারি নিম্ন আদালতে জানানো হবে এ বিষয়ে চিদম্বরমের বিরুদ্ধে মামলা করা হবে কি না। সুপ্রিম কোর্টের রায়ে আরও জানানো হয়েছে যে, ২-জি কাণ্ডে তদন্ত করবে সিবিআই, এর জন্য এসআইপি গঠন করা হবে না।
|
ঝাড়খণ্ডের লাতেহারে মাওবাদী হামলা |
ফের মাওবাদী হামলার শিকার পুলিশকর্মীরা। এবার ঝাড়খণ্ডের চেতগ গ্রামে পুলিশকর্মীদের জিপের কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ-সহ গোলাগুলির হামলা হয়। ঘটনায় মৃত্যু হয়েছে একজন অ্যাসিস্টান্ট সাব-ইনস্পেক্টর-সহ তিনজন পুলিশকর্মীর। আহত হয়েছেন দু’জন পুলিশকর্মী।
|
মিশরে ফুটবল স্টেডিয়ামে হিংসায় মৃত ৭৪ |
মিশরের পোর্ট শহরে স্থানীয় দুই ক্লাবের মধ্যে খেলা শেষের হিংসায় মৃত ৭৪। আল-মাশরি ও আল-আহলি ক্লাবের সমর্থকদের মধ্যে মারপিটের ফলে আহত হয়েছেন ২৪৪ জন। মিশর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় তিন দিনের জাতীয় শোক পালন করা হবে।
|
হাসপাতাল থেকে ছাড়া পেলেন অণ্ণা |
গত চার দিন অসুস্থ থাকার পর অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অণ্ণা হজারে। আয়ুর্বেদিক চিকিৎসার জন্য আজ তিনি যাবেন বেঙ্গালুরু। |